নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনামহীন....

আমার স্বপ্নের কথা বলতে চাই

পথেরদাবী

সাংস্কৃতিক কর্মী শিল্প তৈরি করতে পারেন আবার নাও করতে পারেন..... তবে শিল্পীর শিল্প তৈরি হওয়া চাই-ই-চাই.......সাংস্কৃতিক কর্মীর মূল কাজ শিল্পীর তৈরি শিল্পকর্ম এবং জনগনের মধ্যে মেল বন্ধন অর্থাৎ সহজ ভাষায় বললে, সেতু তৈরি করা..... আর এই সেতু তৈরির কাজ সাংস্কৃতিক কর্মীর করা চাই ই-চাই....এখানে ফাঁকিবাজির সুযোগ নাই.....সুযোগ নাই শিল্পীর মতো ব্যক্তি কেন্দ্রিক চিন্তা করার..... সাংস্কৃতিক কর্মীকে তাই মাঝে মাঝে শিল্পীর চাইতে সংগঠকের ভুমিকায় বেশি অবতীর্ণ হন...... এতে দোষের কিছু দেখি না....সব ঠিকঠাক থাকলে সাংস্কৃতিক কর্মী নামক শব্দের উৎপত্তি ঘটতো না..... সবাই শিল্প চর্চাই করতো.....শিল্প চর্চা করতে এসে কেউ বিপ্লবের কথা বলতো না..... যেহেতু বিপ্লব একটি কঠিন সত্য...... বিপ্লব দীর্ঘজিবী হোক.....\\\\\\\\\\\\\\\\n(১৪ মার্চ ২০১৫, পল্টন ...........)

পথেরদাবী › বিস্তারিত পোস্টঃ

”কবিকে ধন্যবাদ....”

১২ ই মার্চ, ২০১৬ রাত ১১:৪০

চলে যাওয়া স্বাভাবিক বলে
তেমন ব্যাথা পাই নাই মনে,
আর তোমারে তো চেনা হয় নাই আরো গভীরে,
তবু, কেনো চলে গেলে এমন প্রশ্ন অবান্তর নয়
আমি মনে করি।

তাহলে শোনো,
আতেলে আতেলে ভরে গেছে সব
বুঝেও না বোঝা দেখেও না দেখা
আসলে তারা হাড়ে হারামজাদা
তোমার চুনিয়ার রথী মহারথীরা,
এমন সময়ে চলে গেলে কবি?

হরিলুট হরিলুট
চুন থেকে নুন, ব্যাংক একাউন্ট
যেমন ইচ্ছে তেমন- মন থেকে বন,
সবটা নিয়েই আতলামো, আর ভালো লাগে না
বড়ো অসহায় আজ চুনিয়া তোমার আর্কেডিয়া।
এমন সময় চলে গেলে কবি?

আমি শুধু ভাবি,
চুনিয়া আর্কেডিয়া যদি এই দেশ হয়,
তবে একটু বেশি বেশিই বলেছো তুমি। কেননা-
তোমার চুনিয়ায় এখন হারামজাদা আর আতেলের বসবাস
সবচেয়ে বেশি।

তবু ধন্যবাদ তোমাকে
চিনিয়েছো হারামজাদাদের,
মনে পড়বে মনে পড়বে
আকালের অন্ধকারে মানচিত্রটা দেখলে খুব।

প্লিজ, রেস্ট ইন পিস কবি....!

(১২ মার্চ ২০১৫, পল্টন)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.