নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘোরাঘুরি আনলিমিটেড

ঘুড়তে থাকা চিল

আমি ঘুরতে খুব ভালোবাসি,মোটামোটি প্রকৃতির কোলে গিয়ে ঘুমানোর স্বপ্নটাকে জীবনের মুল প্রতিপাদ্য করে নিয়েছি ৷

ঘুড়তে থাকা চিল › বিস্তারিত পোস্টঃ

জিন্দা পার্কে ভ্রমনঃ প্রকৃতি ও আধুনিক স্থাপত্যশৈলীর নিদর্শন

৩০ শে জুন, ২০১৫ দুপুর ২:২৮

ঢাকাতে সময় কাটানোর মতো অনেক পার্ক আছে,তবে নোংরামি ও অশ্লীলতার কারনে পার্কগুলোতে যেতে এখন মানুষের ভয় করে ৷ ঢাকার যানযট,কোলাহল থেকে কিছুক্ষনের জন্য মুক্তি পেতে হলে ঘুড়ে আসা উচিত জিন্দা পার্ক এ ৷
অসাধারন স্থাপত্যশৈলীর ব্যাবহার ফুটিয়ে তোলা হয়েছে পার্কটিতে ৷
আছে স্কুল,কলেজ,মসজিদ ও লাইব্রেরী ৷ অসংখ্য গাছ-গাছালি,পাঁচটি লেক,ঝুলন্ত ব্রীজ,গাছের উপর ঘর গুলো প্রাকৃতিক ভাবেও জিন্দা পার্ক কে করেছে সমৃদ্ধ ৷ বর্তমানে বিদ্রোহী নজরুল বিশ্ববিদ্যালয় এর কাজ চলছে ৷ প্রায় ৫০০০ সদস্যের বিশাল পরিবারের “অগ্রপথিক পল্লী সমিতি” ১৯৮০ সালে যাত্রা শুরু করে। এ দীর্ঘ ৩৫ বছরের অক্লান্ত পরিশ্রম আর ত্যাগের ফসল এই পার্কটি। এ রকম মহাউদ্দেশ্য, এত লোকের সক্রিয় অংশগ্রহন এবং ত্যাগ স্বীকারের উদাহারণ খুব কমই দেখা যায়। অপস ক্যাবিনেট, অপস সংসদ এবং অপস কমিশন নামে পার্কটিতে ৩টি পরিচালনা পর্ষদ রয়েছে। বর্তমানে জিন্দা গ্রামটিকে একটি আদর্শ গ্রাম ও বলা হয় ৷

জিন্দা পার্কের অবস্থানঃ নারায়নগঞ্জ এর রূপগঞ্জ থানার পুর্বাচল উপশহর এ ৷

কীভাবে যাবেনঃ
ঢাকার গুলিস্তান হতে নারায়ণগঞ্জ এর ভুলতা-গাউছিয়া হয়ে যেতে পারেন কাণচন ব্রীজ ৷ সেখান থেকে ৫ মিনিটের হাটার পথ ৷

তবে সহজ হবে কুড়িল বিশ্বরোড এর পুর্বাচল হাইওয়ে দিয়ে গেলে ৷
লেগুনা তে জিন্দা পার্ক ৩০ টাকা নিবে ৷

প্রবেশ টিকেটঃ১০০ টাকা ৷

জিন্দা পার্কের কিছু ছবিঃ

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:৪৬

মদীনার আলো বলেছেন: ভালো লাগলো। যদি আপনার জানা থাকে, তাহলে দয়া করে জানাবেন যে, ফার্মগেট থেকে বাসে চড়ে খিলক্ষেত নামলে, এরপর কিভাবে কম খরচে জিন্দা পার্কে পৌঁছাতে পারবো? ধন্যবাদ।

২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:২৬

ঘুড়তে থাকা চিল বলেছেন: দুঃখিত এতদিন পর রিপ্লাই দেওয়ার জন্যে ৷ কুড়িল বিশ্বরোড থেকে এভেইলেবল লোকাল প্রাইভেট কার যায় কান্চন ব্রিজ পর্যন্ত ৩০ টাকা ৷ সেখান থেকে লেগুনায় জিন্দা পার্ক ১৫ টাকা ৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.