নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘোরাঘুরি আনলিমিটেড

ঘুড়তে থাকা চিল

আমি ঘুরতে খুব ভালোবাসি,মোটামোটি প্রকৃতির কোলে গিয়ে ঘুমানোর স্বপ্নটাকে জীবনের মুল প্রতিপাদ্য করে নিয়েছি ৷

ঘুড়তে থাকা চিল › বিস্তারিত পোস্টঃ

একজন রাজন ও নিকৃষ্ট প্রানীদের বর্বরতা

১৪ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৫৬


আমি সাহসী,অনেক সাহসী

কিন্তু রাজন এর অমানসিক অত্যাচারের মৃত্যুটা দেখার মতো সাহসী আমি আজও হয়ে উঠিনি ৷

১৩ বছরের একটা শিশু,হয়তোবা এই জাগতিক বিশ্বের নিষ্ঠুরতা,বর্বরতার ব্যাপারে তার কোনো ধারনা ই নেই!
তার মায়াভরা মুখ,তার উপর লোহার রোলারের ৬৪ টি আঘাত,তার অনবরত রক্তক্ষরণ ,প্রতিটি নিষ্ঠুরতার বিচার চাই ৷

যারা এই কাজটি করেছে তারা নিঃসন্দেহে মানুষের কাতারে পরেনা,হয়তোবা তারাই সবচেয়ে নিকৃষ্ট প্রানীর উজ্জল দৃষ্টান্ত ৷
তাদের বিচার চাওয়াটাও বেমানান,এই সুযোগসন্ধানী পৃথিবীতে তাদের বিচার কেও করুক আর না করুক, আল্লাহ তাদেরকে ধ্বংস করুক ৷

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:০৯

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: সামিউল হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আমাদের কোন ক্লান্তি নেই । আমাদের প্রতিবাদ চলছে চলবে যতোক্ষন পর্যন্ত না আসামিদের ফাসি হয় ।

১৪ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:২৩

ঘুড়তে থাকা চিল বলেছেন: রাজন হত্যার বিচার প্রতিটি মানুষের দাবি,তবে বিচার হবে কী না ,তাতে সন্দেহ !

২| ১৪ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:২১

আর্বনীল বলেছেন: এরা হিংস্র পশুর চেয়েও ভয়ংকর.।

১৪ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:২৪

ঘুড়তে থাকা চিল বলেছেন: নিকৃষ্ট প্রানীদের উদাহরণ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.