নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘোরাঘুরি আনলিমিটেড

ঘুড়তে থাকা চিল

আমি ঘুরতে খুব ভালোবাসি,মোটামোটি প্রকৃতির কোলে গিয়ে ঘুমানোর স্বপ্নটাকে জীবনের মুল প্রতিপাদ্য করে নিয়েছি ৷

ঘুড়তে থাকা চিল › বিস্তারিত পোস্টঃ

খাগড়াছড়ি ভ্রমন ২:জেলা পরিষধ পার্ক,নিউজিল্যান্ড,শান্তিপুর অরন্য কুটির

০৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪৭

দুপুরের নাস্তা সেরে সবায় হোটেল এ গিয়ে ঘুম ৷ বিকেল ৪ টার সময় আবার চাঁদের গাড়ী নিয়ে বের হই জেলা পরিষধ পার্ক এর দিকে ৷ ২২ জনের মধ্যে যাচ্ছি মাত্র ১২ জন বাকিরা ঘুমেই মগ্ন ৷ শহর থেকে অল্প দুরুত্বে জেলা পরিষধ পার্ক ৷ পার্কের ভিতর কৃত্রিম হ্রদ এর উপর বানানো ঝুলন্ত ব্রীজ টাই সবার মনকে উচ্ছাসিত করে ৷ আদ্রতা এতো বেশী ছিলো যে সেকেন্ড এর মধ্যেই আমি ঘামে ভিজে অস্থির,আর বাকীরা ছবি তুলতে তুলতে অস্থির ৷ সন্ধ্যা ঘনিয়ে আসছে,চাঁদের গাড়ীতে উঠে আবার রওনা দিলাম শহরের দিকে ৷ শহর পৌছানোর পর বাকীরা যোগ হলো সিস্টেম রেস্টুরেন্ট আর রাতের নিউজিল্যান্ড পারা দেখার জন্যে ৷ ঐতিহ্যবাহী সিস্টেম এ ভাত,বাশ-কুরল,লাল কাকড়া ভাজা ছাড়াও আছে আরও কিছু ৷ রাতের নিউজিল্যান্ড পারা টা যেনো ঢাকার কোনো অলি-গলিতে পরে থাকা ছোট্ট একটা প্লটের টুকরা,রাস্তাও প্রচন্ড খারাপ ৷ সবায় গান গাচ্ছে,কিন্তু শহরে ফিরলেই যে ট্যুর এর সবচেয়ে বড় বিপদ সামনে আসবে তা কী সবায় জানে?

শহরে ফিরে আসার পর ড্রাইভার জুলমত(জুম্মান) ভাই আমাকে ঢেকে বললো ভাই কাল সাজেক এ হরতাল! এই কথা শুনে আমার চক্ষু কপালে ৷ সবার মধ্যে এক হতাশা,সবচেয়ে বেশী আমিই ৷ সারারাত বসে বিকল্প প্লান,বিকল্প বাজেট বের করার চেষ্টা করেছি ৷ দ্বিতীয় দিন ভোর এ সবায় কাঙ্খিত এক সংবাদ এর অপেক্ষায় ৷ এদিকে সাজেক যেতে পারবো না তাই তউফিক ভাই,রেজওয়ানা আপু ও ওয়াসেকা আপু ঢাকায় ফেরার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে ৷ দলটা ২২ জনে আর নেই,এখন আমরা ১৯ ৷দুপুর ১২ টা পর্যন্ত অপেক্ষা করে সিদ্ধান্ত নিলাম,হরতাল থাকুক আজ বিকেল ৪ টায় সাজেক রওনা হবো,তার আগে ঘুরে আসা যায় শান্তিপুর অরন্য কুটির ৷ যেই সিদ্ধান্ত সেই কাজ ৷ চাঁদের গাড়ীতে করে সবায় রওনা দিলাম পানছড়ির অরন্য কুটির এ উদ্দেশ্যে ৷ দীর্ঘ ২০ কিমি পথ পারি দিয়ে পৌছায় অরন্য কুটির এ ৷ বিশাল এক বৌদ্ধ মুর্তির স্থাপনা ৷ লোকমান ভাই দিলো সবায়তে ফলের ট্রিট,ছিলো জাম্বুরা আর কমলা ৷ সবায় এবার ছবি তোলায় ব্যাস্ত,লোকমান ভাই তো ছবি তুলতে তুলতে শুয়ে পরলো ৷ তপ্ত রোদে মুর্তির কাছে পৌছানোর রাস্তাটা আগুন হয়ে আছে ৷ জুতা খুলে সেই মুর্তিটার কাছে যাওয়ার রাস্তায় সবার নাচানাচি(গরমে পা জ্বলে যায়) ৷শান্তিপুর এ সবায় কিছুক্ষন বিশ্রাম নিয়ে আবার গিয়ে উঠি চাঁদের গাড়ীতে ৷ শহরে ফিরে এসে সবায় খাওয়া দাওয়া করে নিলাম ৷ এবার গন্তব্য স্বপ্নের সেই সাজেক,যাকে ছুইতেই হবে ৷
কিছু ছবিঃ
১)হোটেলের বারান্দা থেকে খাগড়াছড়ি শহর

২)জেলা পরিষধ পার্কের ঝুলন্ত ব্রীজ

৩)পরিষধ পার্কের পথে

৪)জেলা পরিষধ পার্কের কৃত্রিম হ্রদ

৫)জেলা পরিষধ পার্কে

৬)রোমিও=ফোয়েজ ভাই,জুলিয়েট=ফাতেমা ভাবী (আধুনিক)

৭)ডান পাশ থেকে রনো ভাই,শাহীন ভাই,লোকমান ভাই

৮)রুবেল ভাই আর জেলা পরিষধ পার্কের ফলক

৯)আলুটিলা বৌদ্ধ মন্দিরের উপরীভাগ

১০)আমি ক্যাপ্টেন মারুফ

১১)ফাতেমা ভাবী ও অরন্য কুটিরের মুর্তি

১২)লোকমান ভাই শুয়েই পরলো

১৩)গ্রুপের একাংশ

১৪)অরন্য কুটির এর বিশাল মুর্তি


চলবে...
খাগড়াছড়ি ভ্রমন ১

মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫১

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সুন্দর পোষ্টে ভালোলাগা +

০৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫৪

ঘুড়তে থাকা চিল বলেছেন: ধন্যবাদ ভালো লাগার জন্যে ৷

২| ০৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:০২

হামিদ আহসান বলেছেন: ভাল ভ্রমণ পোস্ট ......ভাল লাগল

০৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১২

ঘুড়তে থাকা চিল বলেছেন: ধন্যবাদ ভাই ৷

৩| ০৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪৯

সুমন কর বলেছেন: ভ্রমণ পোস্ট ভালো লাগল। +।

০৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১৪

ঘুড়তে থাকা চিল বলেছেন: ধন্যবাদ ভাই ৷

৪| ০৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:১৩

রাবার বলেছেন: ছবিগুলা সব সুন্দর, তবে খাস কইরা রোমিও জুলিয়েট্রে বেশি ভালো পাইলাম :)

০৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১২

ঘুড়তে থাকা চিল বলেছেন: রোমিও আর জুলিয়েট আমাদের ভ্রমনের মধ্যমনি ৷

৫| ০৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:২৪

মৈত্রী বলেছেন: নিউজিল্যান্ড??
হায়রে! আরো কত কি জানার বাকি আছে ??

০৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১৩

ঘুড়তে থাকা চিল বলেছেন: পানখাইয়া পারা,যাকে বাংলাদেশের নিউজিল্যান্ড বলা হয় ৷

৬| ০৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর পোস্ট ক্যাপ্টেন ভাই । পার্বত্য এলাকা সত্যি মনোরম । আপনাকে সহ পুরো টিমকে অভিনন্দন ।

০৮ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:১৫

ঘুড়তে থাকা চিল বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই ৷

৭| ০৮ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: দারুন এবং দারুন

০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:২৪

ঘুড়তে থাকা চিল বলেছেন: ধন্যবাদ আপু ৷

৮| ০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ১:১৫

মহান অতন্দ্র বলেছেন: চমৎকার ভ্রমন পোস্ট।

০৯ ই অক্টোবর, ২০১৫ ভোর ৬:২২

ঘুড়তে থাকা চিল বলেছেন: ধন্যবাদ ৷

৯| ১০ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:২৬

হাসান কালবৈশাখী বলেছেন:
খাওয়াদাওয়ার জন্য ভাল কোন রেষ্টুরেন্ট পাওয়া যায় না।

১১ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:১৩

ঘুড়তে থাকা চিল বলেছেন: মনটানা টা ভালো

১০| ৩০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:১৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: বাহ! বেশ ঘোরাঘুরি হল তাহলে? +++

৩০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৫

ঘুড়তে থাকা চিল বলেছেন: জ্বী ভাই,অনেক ঘুরাঘুরি হলো ৷ আর এই ট্রিপে মারিশ্যা হয়ে রিজার্ভ বাজার যাওয়ার প্লান টা আপনার লাইফ টাইম মেমোরেবল বোট জার্নি থেকে নেওয়া ৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.