নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘোরাঘুরি আনলিমিটেড

ঘুড়তে থাকা চিল

আমি ঘুরতে খুব ভালোবাসি,মোটামোটি প্রকৃতির কোলে গিয়ে ঘুমানোর স্বপ্নটাকে জীবনের মুল প্রতিপাদ্য করে নিয়েছি ৷

ঘুড়তে থাকা চিল › বিস্তারিত পোস্টঃ

কাট্টলী বিল থেকে কাপ্তাই হৃদঃসৌন্দর্যের সর্বোচ্চ সিমানা

২৮ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:২৯

সাজেক ছেড়ে ছুটে চলছে আমাদের চাঁদের গাড়ী মারিশ্যার পথে ৷ অনাকাঙ্খিত হরতাল এর কারনে সাজেকের সৌন্দর্য আমরা মন ভরে দেখতে পারিনি,তাই সবার মনেই একটা আফসোস ছিলো ৷ কিন্তু কে জানতো যে ভ্রমনের সবচেয়ে আকর্ষনীয় স্থান ই হলো মারিশ্যা থেকে রিজার্ভ বাজার পর্যন্ত ৷ মাসালং বাজার থেকে মারিশ্যা যাওয়ার পথ শুরু হয় ৷ রাস্তাটা অসহনীয় খারাপ,চাঁদের গাড়ীর ছাদে বসলে উপরে থাকা গাছের ডাল-পালার প্রতি বিশেষ নজর রাখতে হয়েছে ৷ কতবার যে আঘাত পেয়েছি তার হিসাব নেই,একবার মাথা নিচু করে গাছের ডাল পার হই,মাথা উঠানোর সাথে সাথেই আবার আরেকটা গাছের ডাল ৷
প্রায় ২ ঘন্টা এরকম পথ পার করে আমরা পৌছায় মারিশ্যা তে ৷ সেখানে আমাদের রিজার্ভ করা বোট আগে থেকেই উপস্থিত ছিলো ৷ চাঁদের গাড়ী থেকে নেমে সবায় জুম্মন ভাই এর সাথে আলিঙ্গন করে নিলো ৷ আমার সাথে তো জুম্মন ভাইয়ের সম্পর্ক খুব ঘনিষ্ঠ হয়ে গেছিলো ৷ মূলত এই ভ্রমনের ক্যাপ্টেন আমি থাকা সত্ত্বেও প্রাসঙ্গিক অর্থে জুম্মন ভাই ই ছিলো নায়ক ৷ প্রতিটা বিপদে উনি আমাকে সর্বোচ্চ সাহায্য করেছেন ৷ জুম্মন ভাই কে বিদায় দিয়ে আমরা বোট এ উঠে বসলাম ৷ বোট ছুটছে নিজের গন্তব্যের দিকে ৷ চিকন সরু মাইনি নদী পার করে মাইনিমুখ আসতে সময় লেগেছে প্রায় আড়াই ঘন্টা ৷ মাইনিমুখ এ আমরা সবায় দুপুরের খাবার সেড়ে নিয়ে আবার ও উঠে বসলাম বোট এ ৷ মাইনি থেকে কাট্টলী বিল এ পৌছানো মাত্রই শুরু হলো প্রাকৃতিক সৌন্দর্যের অপরুপ খেলা ৷ চারদিকে থৈ থৈ পানি, দুরে দেখা যাচ্ছে সুউচ্চ পাহাড়,যা আমাদের পিছ ছাড়ছেই না ৷ আবহাওয়া টাও সেদিন আমাদের আকাঙ্খা বুঝেছিলো ৷ পুরো আকাশ ছিলো মেঘাছন্ন,দুরের পাহাড় ঘেসে ঝড়-বৃষ্টি হচ্ছে অচেনা কোনো লোকালয় এ ৷ কাট্টলী বিল এ সৌন্দর্যে সবায় আমরা বিমোহিত ৷ ঠান্ডা বাতাসে সবার বিগত দুদিনের ক্লান্তি দুর হয়ে গেলো ৷ সবার মধ্যে হঠাত এই আনন্দ দেখে নিজেকে সফল মনে হচ্ছিলো ৷ বিলের অার্থ-সামাজিক ও দৈনন্দিন জীবন ও পরিলক্ষিত হয়েছে অনেকবার ৷ অনেক জেলেরা একসাথে মাছ ধরছে,অনেক দুর পথ পার করে হঠাত হঠাত দুএকটা ঘর দেখা যাচ্ছে ৷ প্রায় তিন ঘন্টা কাট্টলীর রুপসুধা পান করে আমরা পৌছায় কাপ্তাই লেক এ ৷ দুটো পাহাড় এ মধ্য দিয়ে লেক,অসাধারন সৌন্দর্য ৷ কাপ্তাই লেক এ যখন পৌছায় তখন প্রায় সন্ধ্যা ৷ আরও আধ ঘন্টা রাস্তা পার করে সন্ধ্যা সাতটা নাগাদ আমরা রাঙামাটির রিজার্ভ বাজার ঘাট এ পৌছায় ৷ রাত আট টার হানিফ বাসে করে ঢাকা ফিরার টিকেট আমাদের অগ্রীম কাটা ছিলো ৷
শেষ মুহুর্তে রাঙামাটি শহরে কিছু কেনাকাটা করে নেয় সবায় ৷ রাত আটটার সময় বাস এ উঠে পরদিন ভোর চারটার সবায় আমরা সুস্থভাবে ঢাকা পৌছায় ৷ আর এভাবেই শেষ হয় আমাদের তিনদিনের অসাধারন সাজেক-মারিশ্যা ট্যুর ৷

মারিশ্যা থেকে রিজার্ভ বাজার পর্যন্ত অপরুপ সৌন্দর্যের কিছু ছবিঃ
১)মাইনি নদীর মন মাঝি

২)এক গাছের রাতারগুল

৩)কাট্টলী বিলের জেলেরা

৪)অচেনা লোকালয়ে বৃষ্টি

৫)ওরা চারজন

৬)কাপ্তাই এর মুখে

৭)নিঃসঙ্গ একটি ট্রলার

৮)ছোট্ট একটি ঝর্না

৯)আমার যদি এরকম বাড়ি থাকতো!

১০)সৌন্দর্যে বিমোহিত সবায়

১১)হায়! হায়! রাস্তা কোই?

১২)জলারন্ন এক বাজার

১৩)আমার ব্লগে আমার ছবিও থাকা উচিত!!


বিশেষ ধন্যবাদ নায়ক জুলমত(জুম্মন) ভাই কে !

রাঙামাটি ভ্রমন ১:সাজেক(মেঘ আর সবুজে ঢাকা স্বপ্ন)
খাগড়াছড়ি ভ্রমন ২:জেলা পরিষধ পার্ক,নিউজিল্যান্ড,শান্তিপুর অরন্য কুটির
খাগড়াছড়ি ভ্রমন ১:আলুটিলা গুহা,রিসাং ঝর্না

মন্তব্য ৩৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:০২

অবিবাহিত ছেলে বলেছেন: অসাধারণ । আবার যাবো ভাবছি ।

২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১৭

ঘুড়তে থাকা চিল বলেছেন: অবশ্যই ঘুরে আসবেন আবারও ৷ আমার এই পর্যন্ত দেখা সবচেয়ে সুন্দর নৌ পথ ৷

২| ২৮ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দারুন!

২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১৮

ঘুড়তে থাকা চিল বলেছেন: ধন্যবাদ ভাই ৷

৩| ২৮ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:১৮

সুপান্থ সুরাহী বলেছেন: মন ভাল করা।

২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১৯

ঘুড়তে থাকা চিল বলেছেন: মন ভালো করার সর্বোৎকৃষ্ট ঔষুধ,১০০% ওয়ারেন্টি ৷

৪| ২৮ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৪৪

সুমন কর বলেছেন: চমৎকার !!

২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:২০

ঘুড়তে থাকা চিল বলেছেন: ধন্যবাদ সুমন কর ভাই ৷

৫| ২৮ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১১

হামিদ আহসান বলেছেন: কত সুন্দর অামার এই বাংলা ..

২৮ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৫

ঘুড়তে থাকা চিল বলেছেন: অনেক সুন্দর ভাই ৷

৬| ২৮ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩০

সুলতানা রহমান বলেছেন: এরকম একটা বাড়ি যদি থাকতো তাহলে ক্যামনে আসা যাওয়া করতেন?

২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১৫

ঘুড়তে থাকা চিল বলেছেন: এরকম একটা বাড়ি থাকাটা হলো সবচেয়ে বড় সৌভাগ্য প্রকৃতি প্রেমীদের জন্যে ৷ আর আমি অতি সাধারন মানুষ হিসেবে আসা যাওয়া ও করতাম লোকালয়ের অতি সাধারন দের মতই ৷
ধন্যবাদ আপু ৷

৭| ২৮ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:০২

নীলসাধু বলেছেন: চমতকার!!
ভাল লাগলো।
বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যে মোহিত আমিও একজন।

২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:২১

ঘুড়তে থাকা চিল বলেছেন: ধন্যবাদ ৷ আমি আপনার একজন নয়া অনুসারী ৷

৮| ২৮ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:১৫

মুনতাসিন মাহমুদ বলেছেন: দারুন লাগল বস

২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:২২

ঘুড়তে থাকা চিল বলেছেন: ধন্যবাদ মুনতাসিন ভাই ৷

৯| ২৮ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:০৫

সুদীপ্তা মাহজাবীন বলেছেন: ভাল লাগল

২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:২২

ঘুড়তে থাকা চিল বলেছেন: ধন্যবাদ সুদীপ্তা আপু ৷

১০| ২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১৬

আহসানের ব্লগ বলেছেন: আমি গিয়েছিলাম গত বছর । সময়ের অভাবে ছবি গুলো আপলোড হচ্ছেনা :(

২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:২৪

ঘুড়তে থাকা চিল বলেছেন: সময় হলে দিয়ে দিবেন ভাই,এই সৌন্দর্যে বারেবারে মোহিত হতে চাই ৷

১১| ২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৪০

রক্তিম দিগন্ত বলেছেন: চমৎকার দৃশ্যাবলী।

ভাল লাগলো। :)

২৮ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৬

ঘুড়তে থাকা চিল বলেছেন: ধন্যবাদ রক্তিম দিগন্ত ৷

১২| ২৮ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৪

শরীফ-উল-আলম বলেছেন: তোমাদের পরের ট্রিপে নেবে আমাকে তোমাদের সাথে?

২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৩

ঘুড়তে থাকা চিল বলেছেন: আপনি আমার ফেসবুক আইডির সাথে সংযোগে থাকলে আমার পরবর্তী ট্রিপ এর ব্যাপারে সব জানতে পারবেন ৷ ফেসবুক আইডি হলে Pro Loy ৷

১৩| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৯

আমিই মিসির আলী বলেছেন: প্রথম ছবিতে কি আপনি??
টাইটানিক পোজ তো ভালোই পারেন।

যাইতে হবে সময় পাইলে।

২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:২৮

ঘুড়তে থাকা চিল বলেছেন: জ্বী ভাই ছবিতে আমি,সাথে সুন্দরী রমনী থাকলে টাইটেনিক পোজ টা পুর্নাঙ্গ হইতো ৷ তবে এতে ট্রলার ডুবির ও আশঙ্কা থাকতো ৷ আর সেই ভয়ে আমাদের গ্রুপের রোমিও-জুলিয়েট কে অনেকবার বলার পর ও তারা টাইটেনিক পোজ দেয়নি ৷
অসাধারন সৌন্দর্য,সময় পেলে ঘুরে আসবেন ৷

১৪| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:১৪

বাংলার ফেসবুক বলেছেন: অনেক সুন্দর পোষ্ট। পড়ে ভাল লাগলে । ভাল লাগা রেখে গেলাম সেই সঙ্গে আমার আইডিতে চায়ের নিমন্ত্রণ রইল। ধন্যবাদ।

২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৩০

ঘুড়তে থাকা চিল বলেছেন: ধন্যবাদ বাংলার ফেসবুকার ৷

১৫| ২৯ শে নভেম্বর, ২০১৫ ভোর ৫:৫২

ব্লগার মুস্তাকিম বলেছেন: many thank you for sharing

২৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ৭:৫৫

ঘুড়তে থাকা চিল বলেছেন: Welcome ভাই ৷

১৬| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১০:২০

আমি তুমি আমরা বলেছেন: ব্যাপক। ভাল লেগেছে। :)

০৯ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫১

ঘুড়তে থাকা চিল বলেছেন: ধন্যবাদ

১৭| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৯

কালীদাস বলেছেন: সুন্দর ছবি :)

০৯ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫০

ঘুড়তে থাকা চিল বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.