নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘোরাঘুরি আনলিমিটেড

ঘুড়তে থাকা চিল

আমি ঘুরতে খুব ভালোবাসি,মোটামোটি প্রকৃতির কোলে গিয়ে ঘুমানোর স্বপ্নটাকে জীবনের মুল প্রতিপাদ্য করে নিয়েছি ৷

ঘুড়তে থাকা চিল › বিস্তারিত পোস্টঃ

সাজেক-মারিশ্যা ট্যুরের বিস্তারিত খরচপাতি

৩০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫০


সাজেক-মারিশ্যা ট্যুরের বিস্তারিত আমার আগের পোস্ট গুলোতে দেওয়া হয়েছে ৷ আজ লেখবো এই ট্যুরের খরচপাতি অর্থাৎ কোথায় কত খরচ হতে পারে তার আনুমানিক একটা হিসাব ৷
ঢাকা-খাগড়াছড়ি বাস এ-৫২০ টাকা(নন এসি),৮৫০ টাকা(এসি)
এসি সার্ভিস শুধু সেন্টমার্টিন পরিবহন দেয় ৷ নন এসির মধ্যে আছে শান্তি পরিবাহন, শ্যামলী,ইউনিক,এস আলম,ইকোনো,সোনিয়া প্রমুখ ৷
শান্তি পরিবহন খাগড়াছড়ি হয়ে পার্বত্য এলাকার সবচেয়ে গহীনে যায় (লংগদু পর্যন্ত)

খাগড়াছড়ি শহরে মোটামুটি থাকার মতো হোটেল আছে অনেক ৷ তারমধ্যে হোটেল লবিয়ত,হোটেল নিলয়,হোটেল জিরান,হোটেল শৈলো শুবর্ন ৷ শহরের প্রবেশ মুখেই আছে নদীর পারের খাগড়াছড়ি পর্যটন মোটেল ৷
সিঙ্গেল বেড-১৫০-২০০
ডাবল বেড-৩০০-৫০০
ডাবল বেড(চার জন)-৬০০-১০০০

খাগড়াছড়ি শহরে খাবারের জন্যে উৎকৃষ্ট হোটেল হলো মনটানা হোটেল ৷
সকালের নাস্তা করতে পারবেন ৪০-৫০ টাকা এর মধ্যে ৷ আর দুপুর ও রাতের খাবার ১২০-১৫০ টাকার মধ্যে ৷ মনটানা হোটেল এর টাকি মাছের ভর্তা টা একবার টেস্ট না করাটা বেমানান!!
পানখাইয়া পাড়া তে আছে ঐতিহ্যবাহী সিস্টেম রেস্টুরেন্ট ৷ তবে সেখানে ঐতিহ্যবাহী আইটেম গুলো আগে থেকে তৈরী করা থাকেনা ৷ নুন্যতম ১০ জনের গ্রুপ অর্ডার করলেই তৈরী করে দেয় ৷

শহরের মধ্যে ঘুরতে পারেন আলুটিলা পর্যটন কেন্দ্র, রিসাং ঝর্না, অপু ঝর্না,শান্তিপুর অরন্য কুটির,জেলা পরিষধ পার্ক ইত্যাদি ৷

আলুটিলা,রিসাং, অপু,জেলা পরিষধ পার্ক ঘুরতে চাঁদের গাড়ীতে লাগবে ৩০০০-৩৫০০ টাকা অথবা শুধু আলুটিলা ও রিসাং ঝর্না ঘুরতে ২০০০ টাকা ৷
শান্তিপুর অরন্য কুটির পানছড়ি তে হওয়ায় হাতে সময় নিয়ে যেতে হবে,খরচ পরবে ১২০০-১৫০০ টাকা ৷

এবার আসি সাজেক এর পথে ৷
খাগড়াছড়ি থেকে সাজেক যেতে চাঁদের গাড়িতে লাগে ৭৫০০-৮০০০ টাকা ৷ অথবা সিএনজি তে করে দিঘিনালা পর্যন্ত গিয়ে(৫০-৬০ টাকা),সেখান থেকে চাঁদের গাড়ীতে ৪৫০০-৫৫০০ টাকা ৷ গ্রুপের সদস্য ৫ এর কম হলে সিনজি করে যেতে ৩০০০-৩৫০০ টাকা ৷
হোন্ডা তে করেও যেতে পারেন জনপ্রতি ৮০০-১২০০ টাকা ৷
বিঃদ্রঃ সাজেক এর যাতায়াত খরচ সবগুলো রাতে সাজেক থাকার ক্ষেত্রে দেওয়া হয়েছে ৷ দিনে গিয়ে দিনে ফিরে আসলে খরচ আরো কিছুটা কমবে ৷

সাজেক এ থাকতে পারেন ইমানুয়েল রিসোর্ট, আলো রিসোর্ট ,সারা রিসোর্ট এ ৷ আধীবাসিদের ঘরেও থাকার ব্যাবস্থা আছে ৷

আলো রিসোর্ট এ সিঙ্গেল(১০০০ টাকা) ও ডাবল(১৫০০ টাকা)
ইমানুয়েল রিসোর্ট এ ডাবল(৭০০ টাকা) ও ফ্যামিলি(১০০০-১৫০০ টাকা) ৷ ইমানুয়েল রিসোর্ট মারুতী রিসোর্ট নামেও পরিচিত ৷ মারুতী দিদির হাতের রান্না অনেক ভালো ৷
আধীবাসিদের ঘরে থাকতে থাকতে হলে যাবেন সাজেক এর কারবারির কাছে ৷ উনি নিরাপদ ঘর খুজে দিবেন,যায়গা থাকলে উনার ঘরেই হতে পারে আপনার রাত্রি যাপন,যেমনটা আমার হয়েছিলো ,জনপ্রতি ২০০ টাকা করে(ফ্লোরিং) ৷

সাজেক এ সকালের নাস্তা চা-বিস্কুট অথবা কংলাং পাড়ার ফল দিয়ে করতে হয় ৷ দুপুর ও রাতের খাবার যেই রিসোর্ট এ থাকবেন তাদেরকে ১ ঘন্টা আগে বলে দিলেই হবে ৷
মারুতী দিদির রান্না টা টেস্ট করতে পারেন,১৫০ টাকা করে প্যাকেজ ৷ খাবার পানি শহর থেকে নিয়ে যাওয়াটাই ভালো ৷

এবার মারিশ্যার পালা ৷ সাজেক থেকে মারিশ্যা চাঁদের গাড়িতে ১৫০০-২০০০ নিবে ৷ মারিশ্যা থেকে রাঙামাটি রিজার্ভ বাজার এর লোকাল বোট ছাড়ে ২ টা (সকাল ৭ টা ও ৮:৩০ টা) ৷ আর রিজার্ভ বোট নিবে ৩৫০০-৫০০০ টাকা ৷ পথে পরবে কাট্টলী বিল ও কাপ্তাই হৃদ এর অপরুপ সৌন্দর্য ৷ সময় লাগে ৬-৭ ঘন্টা ৷ পথে মাইনিমুখ এ ২০ মিনিটের বিরতি দেয়,সেখানে দুপুরে খাবার খেয়ে নিতে পারেন ৷

রাঙামাটি রিজার্ভ বাজার থেকেই ঢাকা ফিরার সকল বাস ছাড়ে সকাল ৮ টা ও রাত ৮:৩০ এ ৷
রাঙামাটি-ঢাকা বাস এ ৬২০ টাকা(নন এসি) ৷
নন এসি বাস আছে শ্যামলী,হানিফ,সৌদিয়া, ইউনিক,এস আলম প্রমুখ এর ৷

ইমানুয়েল রিসোর্ট-01865349130
চাঁদের গাড়ীর ড্রাইভার
জুম্মান ভাই-01814729296

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৪

বাংলার ফেসবুক বলেছেন: যদি কখনো যাই তখন আপনার সঙ্গে যোগাযোগ করবো খরচটা জানা থাকলো কেহ ঠকাতে পারবে না। ধন্যবাদ।

৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:২০

ঘুড়তে থাকা চিল বলেছেন: আশা করি ঘুরে আসবেন ৷
ধন্যবাদ ৷

২| ৩০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৮

কমরেড ফারুক ২ বলেছেন: আমি গিয়েছিলাম।। তবে পার্সুনালি গেলে খরচ বেশী।।

৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:১৯

ঘুড়তে থাকা চিল বলেছেন: জ্বী ভাই,যত কম লোক যাবেন তত খরচ বেশী হবে ৷

৩| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ঢাকা-খাগড়াছড়ি-মারিশ্যা যায় শান্তি পরিবহন, ঢাকা টু খাগড়াছড়ি রুটে সবচেয়ে বেশী গাড়ী চলে এই পরিবহনের।

খাগড়াছড়ি শহরে বেস্ট রেস্টুরেন্ট 'সিস্টেম রেস্টুরেন্ট'।

রাত্রি যাপনের জন্য বেস্ট খাগড়াছড়ি পর্যটন মোটেল

এই তথ্যগুলো মিস করে গেছেন ভ্রাতা।

০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৩৩

ঘুড়তে থাকা চিল বলেছেন: মিস করার জন্যে দুঃখিত বোকা ভাই ৷ তবে এবার সিস্টেম রেস্টুরেন্ট এ গিয়ে পুরো হতাশ হয়ে আসতে হয়েছে!

৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৮

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ধন্যবাদ, হয়তো কখনো কাজে লাগতেও পারে। :)

১৩ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৩

ঘুড়তে থাকা চিল বলেছেন: আশা করি কাজে লাগবে
ধন্যবাদ

৫| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৭

সাদা মনের মানুষ বলেছেন: এমন পোষ্টগুলো ভ্রমণ পিপাসুদের জন্য খুবই দরকারী, শুভেচ্ছা জানবেন ভাই

১৩ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫২

ঘুড়তে থাকা চিল বলেছেন: ধন্যবাদ কামাল ভাই ৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.