নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘোরাঘুরি আনলিমিটেড

ঘুড়তে থাকা চিল

আমি ঘুরতে খুব ভালোবাসি,মোটামোটি প্রকৃতির কোলে গিয়ে ঘুমানোর স্বপ্নটাকে জীবনের মুল প্রতিপাদ্য করে নিয়েছি ৷

ঘুড়তে থাকা চিল › বিস্তারিত পোস্টঃ

ভাটিয়ারী ভ্রমন

০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২৩


গত বৃহস্পতিবার রাতের ট্রেন তুর্নায় করে রওনা হও আমরা তিনজন ৷ উদ্দেশ্য ভাটিয়ারী আর পারকী সমু্দ্র সৈকত ৷ সকাল ৭ টায় আমাদের ট্রেন পৌছায় চট্টগ্রাম ৷ সেখান থেকে ৪ নাম্বার বাস এ করে আমরা চলে আসি ভাটিয়ারী ৷ সকালের নাস্তা টা করে একটি সিএনজি রিজার্ভ করে ফেলি ৷ সিএনজি তে করে রওনা হই ক্যাফে ২৪ এর দিকে ৷ ক্যাফে ২৪ আর্মি দ্বারা পরিচালিত এক পার্ক ৷ ভাটিয়ারী থেকে হাটহাজারী সংযোগ সড়কে ৭ কিমি পর, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট এর একটু আগেই অবস্থিত ৷
ক্যাফে ২৪ এ এসে আমরা ৩ টা টিকেট কেটে প্রবেশ করলাম ভিতরে ৷ হাতের ডানপাশে গ্রাম্য পরিবেশের মতো করে কিছু ঘর ৷ বায়ে সুবিশাল একটি লেক, আর সামনেই এডভেঞ্চার ট্রেইল এর একটি পাহাড়া ৷ ইচ্ছা ছিলো এডভেঞ্চার ট্রেইল টা ট্রাই করবো কিন্তু দেখলাম দড়ি দিয়ে হেটে পাহাড়ের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে হবে,এটুকু তে আমি কোনো এডভেঞ্চার খুজে পেলাম না ৷ লেকে মাছ ধরার ব্যাবস্থা টা মজার লাগলো ৷ কিছুক্ষন বাঙালী ঘর এর মধ্যে মজা করলাম,পাশেই চাকমা,মুরং,ত্রিপুরা ঘর বানিয়ে রাখছে ৷ ক্যাফে ২৪ ঘুরা শেষে চলে গেলাম ভাটিয়ারী লেক এর পাশে ৷ অসাধারণ সুন্দর,লেক এর সাথেই পাহাড় আরেক পাশে ভাটিয়ারী গল্ফ ক্লাব ৷ ভাটিয়ারী গল্ফ ক্লাবে প্রবেশ করার অনুমতি তো নেই,লেক এর পাড়ে কিছুক্ষন নীরব সময় কাটিয়ে চলে গেলাম সানসেট পয়েন্ট এ ৷ যদিও সন্ধ্যায় না গিয়ে আমরা গিয়েছিলাম দুপুরের তপ্ত রোদ এ ৷ সানসেট পয়েন্ট আর্মিদের পরিচালিত, এটি BMA এর পাশেই ৷ সানসেট পয়েন্ট এ অসাধারণ এক ভালো লাগা ৷ দূরের সমুদ্রের বিশাল বিশাল জাহাজ দেখা যাচ্ছে ৷ আকাশের রং এর সাথে মিশে গেছে সমুদ্রের পানির ঢেউ এর রং ৷ ঐ দূরের সমুদ্রের বাতাস আমাদের শরীর ঠান্ডা করে দিচ্ছিলো ৷ এককথায় সানসেট পয়েন্ট সময় কাটানোর আদর্শ যায়গা ৷ ছেড়ে যেতে চাচ্ছিলো না মন,কিন্তু যেতে তো হবেই ৷ পরবর্তী গন্তব্য পারকী সমুদ্র সৈকত ৷
ভাটিয়ারী ঘুরার জন্যে কোনো বাস নেই ৷
সিএনজি তে করে ঘুরতে পারবেন পুরোটা ৷ সব ঘুরে আসতে ৩০০-৪০০ টাকা লাগবে ৷ ইসলাম কাকা- 8801925573689 (সিএনজি চালক) ৷
ক্যাফে ২৪ এর টিকেট ২০ টাকা করে ৷
ভাটিয়ারীর কিছু ছবিঃ
১)ভাটিয়ারীর আঁকা বাকা সড়ক

২)ভাটিয়ারী গল্ফ ক্লাব এর প্রবেশ পথ

৩)ট্রেনফি

৪)প্রকৃতি


৫)প্রকৃতিতে মুগ্ধ পান্থ

৬)পান্থ আর শাওন

৭)ক্যাফে ২৪


৮)ক্যাফে ২৪ এর খাবার রেস্টুরেন্ট

৯)ক্যাফে ২৪ এর লেক

১০)বাঙ্গালী ঘর এ বাঙ্গালীরা

১১)পান্থ আর শাওন ক্যাফে ২৪ এ

১২)আমি

১৩)লেক এর পাড়ে আমি

১৪)পানির নিচের উদ্ভিদ

১৫)সানসেট পয়েন্ট

১৬)BMA এর ভবন

১৭)দূরের সুমুদ্রে জাহাজ

১৮)সেলফি

১৯)ভাটিয়ারী আর মাত্র ৫ কিমি


চলবে..

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ৩:৫৪

ফেরদৌসা রুহী বলেছেন: ক্যাফে ২৪ খাবার রেষ্টোরেন্টে কি ধরনের খাবার পাওয়া যায়।

ভালো লেগেছে আপনার বর্ণনা আর ছবি।

১০ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৫২

ঘুড়তে থাকা চিল বলেছেন: বিরিয়ানী,কাবাব,চিকেন টিক্কা এরকম উন্নত মানের অনেক গুলো খাবার আছে ৷ মূল্য ও অনেকখানি সহনীয় ৷

২| ০১ লা জুন, ২০১৬ রাত ১২:৩৪

তানভীরএফওয়ান বলেছেন: ভালো লেগেছে আপনার বর্ণনা আর ছবি।

০৩ রা জুন, ২০১৬ বিকাল ৩:৪৫

ঘুড়তে থাকা চিল বলেছেন: ধন্যবাদ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.