নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘোরাঘুরি আনলিমিটেড

ঘুড়তে থাকা চিল

আমি ঘুরতে খুব ভালোবাসি,মোটামোটি প্রকৃতির কোলে গিয়ে ঘুমানোর স্বপ্নটাকে জীবনের মুল প্রতিপাদ্য করে নিয়েছি ৷

ঘুড়তে থাকা চিল › বিস্তারিত পোস্টঃ

পারকী সমুদ্র সৈকতঃ মৌহনীয় এক বিকেল

১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৩



ভাটিয়ারী থেকে দুপুর ১২ টায় আমরা ৪ নাম্বার বাস এ উঠলাম ৷ আমাদের গন্তব্য নিউমার্কেট ৷ প্রচন্ড গরম আর ধীর গতিতে চলা বাস এ এক দফা ঘুম হয়ে গেলো ৷ দুপুর ১ টায় নিউমার্কেট পৌছাই আমরা ৷ সেখান থেকে সিএনজি করে চলে যাই নতুন ব্রীজ ৷ দুপুরের খাবার নতুন ব্রীজ এলাকার একটি হোটেল এ করে নেই ৷ শুক্রবার হওয়াতে আমাদের বাজেট এর মধ্যে সিএনজি পেতে বেগ পেতে হয়েছিলো ৷ অনেক দামাদামির পর একজন পেলাম যে পারকী নিয়ে যাবে এবং সেখান থেকে দামপাড়া নিয়ে আসবে ৷ উঠে বসে আমরা সিএনজি তে,কিছুক্ষণ পর থেকেই দেখি রাস্তা অসহনীয় খারাপ ৷ পুরো রাস্তাটাই কর্নফুলী নদীর মোহনায় ৷ প্রায় ৪০ মিনিট পর একটা সৈকত দেখে চক্ষু আমার কপালে!! মনটাই ভেঙ্গে গেলো ৷ মন বলতেছে ধূর কোথায় আসলাম ৷ তৎক্ষণাৎ থানার নাম পটিয়া দেখে মনে আবার স্বস্থি ফিরলো ৷ কারন আমাদের গন্তব্য পারকী তো আনোয়ারা থানাতে অবস্থিত ৷ তারপর থেকে একটা অসাধারণ পথে যাত্রা শুরু হলো ৷ রাস্তার দুই ধারে ঝাউ গাছ, এতো গরমের মধ্যে প্রশান্তির ছায়া ৷ আরও প্রায় ৩০ মিনিট চলার পর আমরা পৌছালাম পারকী সমুদ্র সৈকত এ ৷ বিকেল তখন ৩ টা ১৭ মিনিট ৷ সমুদ্রের ঢেউ আর নীরবতা দেখে শান্তির হাওয়া লাগলো ৷ একটা চেয়ার দেড় ঘন্টার জন্য নিলাম ৷ ব্যাগ রেখে,পায়ের জুতা খুলে দৌড় পানির দিকে ৷ বালুতে নাম লেখা,নাচানাচি,দৌড়াদৌড়ি যা আসলো মনে সব ই করলাম ৷ শাওন কতক্ষন পর পর বলে চলনা গোসল করি,কিন্তু একটা প্যান্ট ছাড়া আর কিছুই নিয়ে না যাওয়াতে গোসল করা আর হয়ে উঠলোনা ৷ পারকী সৈকতের নিরাপত্তা ব্যাবস্থা ও যোগাযোগ ততটা ভালো না হওয়ায় বিকেল ৫ টার সময় ফিরতে হলো আমাদের ৷ তখন আমার মাথায় আসলো বাস যেহেতু ১১ টায় পতেঙ্গা যাওয়া যাক ৷ পতেঙ্গার উদ্দেশ্যে আমাদের সিএনজি চলে আসলো কাফফো সিমেন্ট কারখানা সংলঘ্ন কর্ণফুলী ঘাটে ৷ সেখান থেকে নৌকা তে করে নদী পার হয়ে আমরা পৌছালাম চট্টগ্রাম কর্ণফুলী ১৫ নং ঘাটে ৷ সেখান থেকে অটো তে করি আসি পতেঙ্গা তে ৷ তবে পতেঙ্গা কে কোনো দিক দিয়েই আমার সমুদ্র সৈকত মনে হয়নি!!
ভাটিয়ারী-নিউমার্কেট= ১৮ টাকা(৪ নং)
নিউমার্কেট-নতুন ব্রীজ=১৫ টাকা(সিএনজি)
নতুন ব্রীজ-পারকী সৈকত-নতুন ব্রীজ=
৮০০-১০০০(শুক্রবার)
৬০০-৮০০(অন্যান্য দিন)
কাফফো ঘাট-১৫ নং ঘাট=৩০ টাকা
* আমরা ৩ জন পরিকল্পনা করে রেখেছি খুব শীঘ্রই শুধুমাত্র গোসল এর জন্যে পারকী যাবো ৷
* মজার কথা হলো ব্লগ টি লেখার সময় ২ বার ভূমিকম্পে আন্দোলিত হয়েছি ৷
কিছু ছবিঃ
১)আমি আর ঝাউবন

২)আচার আর আচার

৩)পান্থ আর শাওন

৪)আমরা ৩ জন

৫)নীরব সমুদ্রের তট



৬)ছবি তুলি দূরের জাহাজ এর

৭)সমুদ্রের খুব কাছে

৮)পান্থ কাকা

৯)আমি আর শাওন

১০)কর্ণফুলী পার করার সময়

১১)আমরা আর ঝাউবন



১২)আয় দোস্ত বুকে আয়

১৩)লোকাল সৈকত পতেঙ্গা

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১৯

সায়ান তানভি বলেছেন: পারকি চলে সৈকত হিসেবে,কিন্তু পতেঙ্গা যা তা।

১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৪২

ঘুড়তে থাকা চিল বলেছেন: জ্বী ভাইজান ৷

২| ২০ শে মে, ২০১৬ সকাল ১০:৩৯

সাদা মনের মানুষ বলেছেন: আমিও কোন একদিন যামু, ভালোলাগা জানিয়ে গেলাম।

২২ শে মে, ২০১৬ বিকাল ৪:১৪

ঘুড়তে থাকা চিল বলেছেন: দেশ-বিদেশ ঘুরে ফেললেন ভাই কিন্তু পারকী যাওয়া হয়নি এখনো!! শুনে কিছুটা অবাক ৷
যায়গাটা ভালোই সুন্দর,ঘুরে আসবেন বড় ভাই ৷

৩| ২০ শে মে, ২০১৬ সকাল ১০:৩৯

সাদা মনের মানুষ বলেছেন:

২২ শে মে, ২০১৬ বিকাল ৪:১৪

ঘুড়তে থাকা চিল বলেছেন: ধন্যবাদ বড়ভাই ৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.