নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘোরাঘুরি আনলিমিটেড

ঘুড়তে থাকা চিল

আমি ঘুরতে খুব ভালোবাসি,মোটামোটি প্রকৃতির কোলে গিয়ে ঘুমানোর স্বপ্নটাকে জীবনের মুল প্রতিপাদ্য করে নিয়েছি ৷

ঘুড়তে থাকা চিল › বিস্তারিত পোস্টঃ

অপরুপ সৌন্দর্যের ছোয়াঃ বিছানাকান্দি,পাংথুমাই

২২ শে জুলাই, ২০১৬ রাত ৯:৩০



পরদিন সকাল ৬ টা বের হওয়ার ইচ্ছা ছিলো,কিন্তু ফ্রেশ হয়ে বের হতে ৮ টা বেজে গেলো ৷ অনেকক্ষন অপেক্ষা করার পর হবিগঞ্জ থেকে সিলেটগামী বাসে টাই পেলাম ৷ সিলেট শহরে পৌছাতে পৌছাতে ১১ টা ৷ বিন্দুমাত্র বিলম্ব না করে ব্যাগ গুলো রাখার জন্যে আম্বরখানার হোটেল প্রবাসী তে রুম নিলাম ৷ হোটেল এর ম্যানেজার আমাদের বিছানাকান্দির রিজার্ভ সিএনজি ঠিক করে দিলো ৷
এতো মারাত্নক খারাপ রাস্ত আমার জীবনে খুব কমই দেখেছি ৷ রাস্তাটাও বিশাল, চলছি তো চলছি .. রাস্তার আর শেষ নেই ৷ যত রাস্তা যাচ্ছি ততো অনেকদিনের ইচ্ছা পূরন হওয়ার আকাঙ্খা ৷ অবশেষে ১ঃ৩০ টার সময় পৌছালাম আমরা হাদারপাড় এ ৷ হাদারপাড়ে নৌকার মাঝিদের সিন্ডিকেট দেখে চক্ষু আমার কপালে!! আকাশচুম্বী দাম হাকাচ্ছে ৷ শেষে কোনো উপায় না পেয়ে আমাদের মতো অন্য ৪ জনের গ্রুপ এক হয়ে একটা ট্রলার ঠিক করলাম ৷ প্রথম যাত্রা পাংথুমাই/বড়হিল ঝর্না ৷ মজার বিষয় হলো এই ভরা বর্ষাতেও ট্রলার মাঝ নদীতে আটকে যায় ,হাটু পানির কারনে!!
দুপাশে গ্রাম বাংলার চিরায়ত রূপ, সামনে ভারতের বিশাল পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে প্রায় ১ ঘন্টা পর পৌছালাম পাংথুমাই ৷ ছবিতে যতটুকু সুন্দর,সরাসরি তার থেকে হাজারো গুন বেশী অপরুপ ৷ নৌকায় করে ১০ মিনিটের জন্য ভারতের জলসিমানায় থাকা হলো আর ঝর্না টা আরেকটু বেশী সামনে থেকে দেখার সৌভাগ্য ও হলো আমাদের ৷ এবার ফেরার পালা ৷ প্রায় ৪০ মিনিট পর আমরা পৌছাই স্বপ্নের বিছানাকান্দি তে ৷ সময় তখন ৩ঃ৪০, হাতে সময় খুব কম ৷ বিলম্ব না করে শরীর টা এলিয়ে দিলাম হিমঠান্ডা পানিতে ৷ মনে হচ্ছিলো যেনো আমার জীবনটা স্বার্থক ৷ পানির স্রোত আমাকে টেনে নিয়ে যেতে চায়,তাই বুদ্ধি করে বড় দুইটা পাথরের মাঝখানে বসে পরলাম! এবার আর পানির বাহাদুরী নাই!!
দেখতে দেখতে ফিরার সময় হয়ে গেলো ৷ ভারতীয় পন্য কিনাকাটা করে ফের ট্রলার এ উঠে বসলাম ৷ মনটা আজ বড্ড বেশীই স্বার্থক ৷ মনে ভাবনা একটাই জীবনটাকে আরও বেশী স্বার্থক করতে হবে ৷
এবার একটা মজার ঘটনা,ফিরার পথে দেখি একটি ট্রলার বন্ধ হয়ে আছে ৷ ইন্জিন নষ্ট ৷ ট্রলারের মাঝি আমাদের বারন করছেন উনার ট্রলার টা আমাদের সাথে বেধে নিতে ৷ আমাদের মাঝি রাজি তবে বিনিময়ে কিছু তেল নিলো অন্য মাঝি থেকে ৷ ফির চলতে শুরু করলো, কিন্তু কিছু পথ যাওয়ার পর আমাদের ই বিপদ ৷ তেল শেষ ট্রলার বন্ধ ৷ বৈঠা দিয়ে টানতে হবে,এই দেখে অন্য মাঝি তার ট্রলার টা ছুটিয়ে নিলো ৷ আর সাথেই সাথেই আমাদের মাস্টারমাইন্ড মাঝি দেখালো তার কারিশমা,ট্রালর চালু দিতেই স্টার্ট ৷ মুহুর্তেই চলে আসলাম হাদারপাড় এ ৷ মাঝি আমরা যেনো ঠিকভাবে ফিরতে পারি তাই প্লান টা করলো!!
এবার সিএনজি তে উঠে শহরে ফেরার পালা ৷ আবারও সেই ভয়ানক খারাপ রাস্তা পেরিয়ে ৮ টায় পৌছালাম আম্বরখানা ৷ রাতের খাবার খাই বিখ্যাত পাঁচ ভাই রেস্টুরেন্টে ৷ যেমন তার সুনাম তেমনই তার খাবার ৷ এতটাই তৃপ্তি মিটিয়ে খেয়েছি যে খাওয়ার পর দাড়িয়ে থাকা টা কষ্টকর লাগছিলো ৷ রাত ১১ঃ৩০ টার হানিফ বাসের টিকেট কাটা ছিলো ৷ শেষসময় টুকু হযরত শাহজালাল(রহঃ) এর মাজারে কাটালাম ৷ বাসে উঠার পর তো ঘুম,তবে বাসটা ছিলো পাঙ্খা ৷ রাত ৩ঃ৫০ এই আমরা ঢাকায় পৌছে গেলাম ৷ এভাবেই শেষ হলো আমাদের আরও একটি ভ্রমন ৷

কিছু ছবিঃ
১)শাহজালাল (রহঃ) এর মাজারের একটি অংশ

২)পাঁচ ভাই রেস্টুরেন্ট

৩)আমরা সবায় বিছানাকান্দি তে

৪) শান্তি রে শান্তি

৫)পাংথুমাই সামনে

৬)ভারতে আমরা

৭)নদী,পাহাড়,আকাশ আর বিনয়

৮) আমরা সবায় পাংথুমাই এ

৯) আমি

১০) মাঝ নদীতে ট্রলার আটকানো

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০১৬ সকাল ৯:০২

মাদিহা মৌ বলেছেন: সিলেটে গিয়েছিলাম। শাহজালাল মাজার, পাঁচভাই রেস্টুরেন্টেও গিয়েছিলাম। কিন্তু বিছানাকান্দি যাওয়া হয়নি :(

০২ রা আগস্ট, ২০১৬ রাত ১১:৫৭

ঘুড়তে থাকা চিল বলেছেন: বিছানাকান্দি ও যাবেন,অপরুপ সুন্দর ৷

২| ২৪ শে জুলাই, ২০১৬ সকাল ১১:৩১

মোস্তফা সোহেল বলেছেন: ছবি গুলো অনেক সুন্দর।

০২ রা আগস্ট, ২০১৬ রাত ১১:৫৭

ঘুড়তে থাকা চিল বলেছেন: ধন্যবাদ ভাই ৷

৩| ২৪ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:১৩

আমি ইহতিব বলেছেন: খারাপ রাস্তার অভিজ্ঞতা আমারো হয়েছিলো রাতারগুল যাওয়ার পথে। রাস্তায় পানি থাকার কারনে বিছানাকান্দি যেতে পারিনি। এত সুন্দর স্পটগুলোতে যাওয়ার দূরবস্থার কথা ভাবলে আর যাওয়ার ইচ্ছা হয়না। আপনার ছবিগুলো সুন্দর।

০২ রা আগস্ট, ২০১৬ রাত ১১:৫৮

ঘুড়তে থাকা চিল বলেছেন: প্রকৃতির সান্নিধ্য পেলে রাস্তা খারাপের কষ্টটা ভুলেই যাবেন ৷

৪| ২৪ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:১৭

সুমন কর বলেছেন: ছবিগুলো দেখে ভালো লাগল।

০২ রা আগস্ট, ২০১৬ রাত ১১:৫৮

ঘুড়তে থাকা চিল বলেছেন: ধন্যবাদ ভাই ৷

৫| ০৩ রা অক্টোবর, ২০১৬ রাত ৮:০৯

সাদা মনের মানুষ বলেছেন: ওহ ভাই, এসব দেখলে ভালোলাগে না, ব্যবসা বানিজ্য সব ছেড়ে কোথায় যেন হারিয়ে যেতে ইচ্ছে করে....জায়গাগুলো আমার দেখার সৌভাগ্য হয়েছে।

৬| ০৩ রা অক্টোবর, ২০১৬ রাত ৮:১১

সাদা মনের মানুষ বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.