নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘোরাঘুরি আনলিমিটেড

ঘুড়তে থাকা চিল

আমি ঘুরতে খুব ভালোবাসি,মোটামোটি প্রকৃতির কোলে গিয়ে ঘুমানোর স্বপ্নটাকে জীবনের মুল প্রতিপাদ্য করে নিয়েছি ৷

ঘুড়তে থাকা চিল › বিস্তারিত পোস্টঃ

মেইল ট্রেনঃ বিভীষিকার প্রতিকৃত

১৪ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৮



বাংলাদেশ রেলওয়ের একটি পরিচিত ট্রেন এর নাম মেইল ট্রেন ৷ অবহেলিত প্রতিটি স্টেশন এ থেমে লোক উঠানো,অন্যান্য ট্রেন দের রাস্তা দিয়ে নিজে ঘন্টার পর ঘন্টা সিগনাল এ থাকা মানেই মেইল ট্রেন ৷ তবে ভোগান্তির কারনে আমি বিভীষিকা লেখিনি,লেখেছি মেইল ট্রেন এর সাথে জড়িত অপরাধ গুলোর জন্যে ৷ সেইসব অপরাধ যা নিশ্চয়ই বাংলাদেশ রেলওয়ের ও চক্ষুগোচরে নয় ৷
নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, ভ্রমন করার জন্যে কীভাবে সবচেয়ে কম খরচে নিজের গন্তব্যে পৌছানো যায় তার জন্যেই মেইল ট্রেন এর সন্ধান ৷
গত ১ জানুয়ারি রাতে চট্টগ্রাম মেইল এ করে দুই বন্ধু রওনা হই চট্টগ্রাম এর উদ্দেশ্যে ৷ রাত যখন ১১ঃ১০ তখন পৌছাই টঙ্গী স্টেশন এ ৷ হঠাত করেই আমার থেকে দুই সিট সামনের একজনের হাত থেকে মোবাইল টান দিলো ৷ মোবাইল হাতে নিয়েই দৌড় দিলো,তাদের আর কোনো চিহ্ন মাত্র নেই ৷
নানান শ্রেনীর নানান মানুষ,নানান তার মতবাদ ৷ কেউ হাদিস পড়ছে তো কেউ রাজনীতি ৷ সবেমাত্র চোখ লেগে আসছিলো,হঠাত আর্তনাদ ভরা এক চিৎকার" এই আমার সার্টিফিকেট,সার্টিফিকেট গুলো দিয়ে যা ৷"
চিৎকার শুনে ভেবছিলাম যেটা সবসময় শুনে এসেছি সেটাই হয়তো হয়েছে,গেট এ ডাকাতি ৷ না সেরকম কিছু হয়নি,একজন যুবক যে চাকরির জন্যে চট্টগ্রাম রওনা হয়েছে,তার মূল্যবান সার্টিফিকেট গুলো চোর নিয়ে গেছে ৷ তখন আমরা কুমিল্লা স্টেশন এ ৷ এদের টার্গেট থাকে ট্রেন যখন হালকা চলতে শুরু করবে তখন ই টান দিবে,তাই যে সর্বস্ব হচ্ছে চাইলেও ট্রেন থেকে নামতে পারেনা ৷ আর নামলেই বা কী হবে? জিনিস ফিরে তো পাবেইনা বরং নিজেই বিপদে পরতে পারে ৷
"সার্টিফিকেট চুরি হয়েছে,এটা আর তেমন কী! এটা তো উঠাতেই পারবা,টাকা ছিলো কিনা বলো" ট্রেনের প্রতিটি মানুষের চেহারা তখন এটাই বলছিলো ৷ কিন্তু সেই যুবক এর জীবন টা ৬ মাসের জন্য হলেও থেমে যাবে তা কেউ ভাবেনি ৷
আচ্ছা বললাম তো শুধু একটি বগির কথা,ট্রেনটাতে তো আরও কিছু যাত্রী বগি ছিলো ৷ সেগুলো তে কী চুরি হয়নি? যদি হয়েই থাকে তাহলে এর চেয়েও কী মারাত্নক হয়নি? হতেই পারে ৷
বহু বছর ধরে চলছে এরকম,নিম্নশ্রেনীর মানুষের মূল বাহক এই মেইল ট্রেন ৷ মানুষেরা যদি একটু সচেতন হয় তাহলে পুরোপুরি না হলেও কিছুটা তো কমবে ৷
মেইল ট্রেনের জানালার পাশে বসাটাই হলো পাপ,আর সেই পাপের মাত্রা আরেকটু বাড়বে যদি মূল্যবান জিনিসপত্র হাতে ঠিলেঠালা ভাবে রেখে চোরের জন্য উন্নুক্ত করা হয় ৷
ঘুম!! তারপর আর ঘুমাতেই পারলাম না,মনে হচ্ছিলো কখন না জানি গলা টাই কেটে নেয় !!
ফেসবুক প্রোফাইল
গ্রুপ প্রোফাইল

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৯

আহলান বলেছেন: বাস্তব চীত্র তুলে ধরার জন্য ধন্যবাদ .. !

১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:২৫

ঘুড়তে থাকা চিল বলেছেন: ভয়ে কাতর ছিলাম সেদিন ৷

২| ১৪ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০৮

ঢাকাবাসী বলেছেন: দুনিয়াতে সবচাইতে নিকৃস্ট মানের জঘন্যতম সার্ভিসের ট্রেন হল এই বাংলাদেশ রেল। সবাই দুর্ণীতিতে ডুবে আছে শোনা যায়! এমনকি ছিনতাইকারীর সাথে পুল.. এর লাইন আছে শোনা যায়!

১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:২৭

ঘুড়তে থাকা চিল বলেছেন: এই দুর্নীতির শেষ কোথায় তা কারও ই জানা নেই ৷

৩| ১৪ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৭

প্রশ্নবোধক (?) বলেছেন: পাগলের সব ভাল থাকে মাথাটাও বাহ্যিকভাবে সাধারণ দেখা যায়। কিন্তু যত গন্ডগোল তার সিষ্টেম সফটওয়্যারে। আমরাও এমন এক ইনফিনিটি সিষ্টেম লুপে ঘুরছি যে তা থেকে পরিত্রাণ পাওয়া এত সহজ নয়্। পথে প্রান্তরের নিত্য-নৈমিত্তিক ঘটনা সাবলীল ভাবে উপস্থাপনের জন্য ধন্যবাদ। :-*

১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:২৯

ঘুড়তে থাকা চিল বলেছেন: আশারাখি এই নৈমত্তিক ঘটনা গুলো একদিন দুুর্লভ হবে ৷

৪| ১৪ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:১৫

খোলা মনের কথা বলেছেন: কিছু দিন আগে আমি আরিচা ফেরি ঘাটে এমন একটি চক্রান্তে পড়েছিলাম। খুব তিক্ত অভিজ্ঞতা এগুলো

আপনার নিকের বানানটি কি ঠিক আছে??? নিকটা পরিবর্তন করতে পারবেন না
ঘুড়াঘুড়ি আনলিমিটেড এটা 'ঘোরাঘুরি' হবে। বাঙ্গালীরা 'র' আর 'ড়' শব্দ ব্যবহার ভুলেই গেছে। পারলে এটা শুধরে নিবেন...

১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৩১

ঘুড়তে থাকা চিল বলেছেন: জ্বী ভাই, নিক পরিবর্তনের জন্যেও আবেদন করা আছে ৷ আশাকরি ঠিক হয়ে যাবে ৷

৫| ১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৩৯

কালীদাস বলেছেন: এই লেখাটা প্রশাসনের নজরে আনা উচিত। মানুষের অহেতুক হয়রানি বন্ধ হওয়া দরকার।
আপনাকে ধন্যবাদ পোস্টের জন্য।

১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৩৩

ঘুড়তে থাকা চিল বলেছেন: এরকম হাজারও লেখা আজ অব্দি প্রশাসনের কাছে গিয়ে ঠেকেছে,কিন্তু কার্যকর কোনো দৃৃষ্টান্ত প্রতিস্থাপন হয়নি ৷ মানুষের সচেতনতা অনেকখানি কমাতে পারবে ৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.