নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘোরাঘুরি আনলিমিটেড

ঘুড়তে থাকা চিল

আমি ঘুরতে খুব ভালোবাসি,মোটামোটি প্রকৃতির কোলে গিয়ে ঘুমানোর স্বপ্নটাকে জীবনের মুল প্রতিপাদ্য করে নিয়েছি ৷

ঘুড়তে থাকা চিল › বিস্তারিত পোস্টঃ

কক্সবাজার ও ইনানী সমু্দ্র সৈকতে একদিন

১৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৪৩



নতুন বছরের শুরুটা ভালো ভাবে করতে হয় ৷ ভালো ভাবে? আমার সবকিছু ভালো মানে ভ্রমন!! ভ্রমন ছাড়া আমার ভালো হওয়া সম্ভব ই না ৷ আর সেই ভ্রমন টা যদি হয় স্বপ্নের দেশে তাহলে তো !!!
গত ১ জানুয়ারি যাত্রা শুরু করি কক্সবাজার এর উদ্দেশ্যে ৷ নাহ! কক্সবাজার আমার স্বপ্নের দেশ না ৷ স্বপ্ন আমার নীল পানির জলরাশিতে ৷ দুজন মিলে বের হই এবার ৷
গত পোস্ট এ মেইল ট্রেন এর ব্যাপারে লেখেছিঃ view this link
তাই চট্টগ্রাম পৌছানো পর্যন্ত আর লিখতে হবেনা মনেহচ্ছে!
সকাল ৮ টায় পৌছায় আমরা চট্টগ্রাম এ ৷ সেখান থেকে বিন্দুমাত্র সময় নষ্ট না করে রওনা হই কক্সবাজার এর পথে ৷ দুপুর ১২ টা নাগাদ পৌছাই কক্সবাজার ৷ এটি আমার দ্বিতীয় কক্সবাজার ভ্রমন,তাই কক্সবাজার মনটাকে ততটা আন্দলিত করেনি ৷ হোটেল,খাওয়া দাওয়া করে রওনা হই ইনানী সমুদ্র সৈকতের দিকে ৷ মেরিন ড্রাইভ ধরে এগিয়ে যাচ্ছিলো আমাদের গাড়ী ৷ ইনানী সেদিন ছিলো মানুষে ভরপুর ৷ সমুদ্রের গর্জন আর পাথর দেখতে ভালোই লাগছিলো ৷ খুব দূরের কুয়াশায় আচ্ছন্ন সৈকত দেখতে অত্যাধিক সুন্দর লাগছিলো ৷ পুরো বিকেলটা কাটিয়ে দেই আমরা ইনানী সমুদ্র সৈকত এ ৷ সন্ধ্যায় ফিরি কক্সবাজার এ,এদিক সেদিক ঘুরে সেইন্ট মার্টিন এর হোটেল রুম আর জাহাজ এর টিকিট করে নেই স্বপ্ন নামক একটি এজেন্সীর মাধ্যমে ৷
তবে কক্সবাজার থেকে টেকনাফ নাকি এজেন্সির বাস ছাড়া যাওয়ার কোনো উপায় নেই! রাত ১০ টার সময় যায় সুগন্ধা পয়েন্ট এর মাছের দোকান গুলোতে ৷
মনে আছে সেই কুয়াকাটার টুনা মাছ? সেই টুনা মাছের স্বাদ নিলাম আবার! কিন্তু প্রথম ভালোবাসা প্রথম ই থাকে ৷ টুনা মাছের স্বাদ টা কেন জানি না কিন্তু কুয়াকাটার মত অমৃত মনে হয়নি ৷ আচাড়,বিভীন্ন ধরনের জিনিসপত্র কিনে নিলাম,সেইন্ট মার্টিন পাবো কিনা তা তো জানিনা!
রাতে খবর নিয়ে রাখলাম লালদিঘী নামক যায়গা থেকে ভোর ৬ টায় টেকনাফ এর বাস ছাড়ে ৷
দীর্ঘ সময় জার্নি আর ঘুরাফিরা নিয়ে ক্লান্ত একটা দিন কাটালাম ৷ তবে মজার বিষয় হলো হয়তো আমরী রেকর্ড করে এসেছি!! কিসের রেকর্ড?
কক্সবাজার গিয়ে কক্সবাজার সৈকতের পারে আমরা একটিবার যাওয়ার সময় ই পাইনি!!
কিছু ছবিঃ
১) কমলাপুর থেকে দুই বন্ধুর যাত্রা শুরু

২)মেরিন ড্রাইভ

৩)দুই বন্ধুর ইনানী তে প্রবেশ


৪)খুদে ট্রাভেলার

৫)পাথুরে সমুদ্র সৈকত

৬)ইনানী তে সূর্যাস্ত

৭)ইনানীর সৌন্দর্য

৮)ঐ দূরে ইনানী রয়েল রিসোর্ট

৯)জেলেদের নৌকা

১০)টুনা মাছের উপর হামলা


চলবে....

মন্তব্য ২৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৫৮

মোস্তফা সোহেল বলেছেন: টুনা মাছ খাওয়া দেখে লোভ লেগে গেল। ছবি গুলো সুন্দর হইছে।

১৯ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৪

ঘুড়তে থাকা চিল বলেছেন: ধন্যবাদ ভাইজান ৷

২| ১৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:২২

একজন সত্যিকার হিমু বলেছেন: টুনা মাছ খেতে ইচ্ছা করছে ভাই ।

১৯ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৫

ঘুড়তে থাকা চিল বলেছেন: অসাধারন স্বাধের মাছ ৷

৩| ১৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৩

রাইসা আন্তা বলেছেন: ভালো লাগল

১৯ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২১

ঘুড়তে থাকা চিল বলেছেন: ধন্যবাদ আপু ৷

৪| ১৯ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৭

সামিয়া বলেছেন: সুন্দর ভ্রমন

১৯ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২০

ঘুড়তে থাকা চিল বলেছেন: ধন্যবাদ আপু ৷

৫| ১৯ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভ্রমন পোষ্ট বরাবরই ভাল লাগে। আপনাকে ধন্যবাদ আপনার দেখা বিষয় গুলো আমারদের কে দেখিয়ে দিয়েছে ছবি করে।

১৯ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৮

ঘুড়তে থাকা চিল বলেছেন: ধন্যবাদ ভাইজান ৷

৬| ১৯ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০১

সাদা মনের মানুষ বলেছেন: টুনা মাছের উপর হামলার সময় আপনাদের এমন নির্বিকার লাগছে কেন??

১৯ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১০

ঘুড়তে থাকা চিল বলেছেন: কী আর বলবো ভাইজান!! প্রথম বারের মত অসাধারন স্বাধ পাইনি বলে তাই!!

৭| ১৯ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:১১

সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।

১৯ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৯

ঘুড়তে থাকা চিল বলেছেন: ধন্যবাদ ভাইজান ৷

৮| ১৯ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫২

জীবন সাগর বলেছেন: ছবিগুলো শেয়ার করে দেখার সুযোগ করে দেওয়ায় কৃতজ্ঞ।


(সামুর নির্বাচক স্যারদের সুদৃষ্টি কামনায় আমি এক অবহেলিত ব্লগ সদস্য। আমাকে কি কেউ একটু বলবেন, আমাকে পর্যবেক্ষণের তিন দিন শেষ হতে কতদিন লাগবে। মানসিকভাবে খুব বিষণ্ণতায় ভোগছি।)

১৯ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১২

ঘুড়তে থাকা চিল বলেছেন: ধন্যবাদ ভাই ৷
৩ দিন শেষ হতে তিন দিন ই তো লাগার কথা ৷

৯| ১৯ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৯

সাদা মনের মানুষ বলেছেন: দ্বিতীয় বার ভালো স্বাধ পাইছিলেন তো? :D

৩১ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৭

ঘুড়তে থাকা চিল বলেছেন: মোটামুটি ভাই ৷

১০| ২০ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৪৫

চিন্তক মাস্টারদা বলেছেন: ভাল লাগার মতই

২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:৩৯

ঘুড়তে থাকা চিল বলেছেন: ধন্যবাদ ভাইজান ৷

১১| ২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:১৫

কালীদাস বলেছেন: কক্সবাজারের এখনকার অবস্হা দেখলে মন খারাপ হয়ে যায়। কনক্রিটের বস্তি বানান হচ্ছে সাগরতীরে। ছোটবেলায় যখন যেতাম, কত দূর থেকে উন্মুক্ত উপকূল দেখতে পারতাম! আর এখন!

টুনা মাছ কেমন লাগল?

২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:৩৯

ঘুড়তে থাকা চিল বলেছেন: অসাধারন স্বাধের মাছ ৷

১২| ৩১ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:২২

সাদা মনের মানুষ বলেছেন:
নেন আরেকটা টুনা মাছ পাঠাইলাম :D

৩১ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৭

ঘুড়তে থাকা চিল বলেছেন: ধন্যবাদ ভাই, এখন মাছটাকে নিয়ে কুয়াকাটা লেবুর চর যাবো ৷ সেখানে ওদের হাতে ভাজি কর তৃপ্তি মিটিয়ে খাবো ৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.