নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘোরাঘুরি আনলিমিটেড

ঘুড়তে থাকা চিল

আমি ঘুরতে খুব ভালোবাসি,মোটামোটি প্রকৃতির কোলে গিয়ে ঘুমানোর স্বপ্নটাকে জীবনের মুল প্রতিপাদ্য করে নিয়েছি ৷

ঘুড়তে থাকা চিল › বিস্তারিত পোস্টঃ

স্বপ্ন পূরনের ভ্রমনঃ সেইন্টমার্টিন দ্বীপ

৩০ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:১৪



স্বপ্ন পূরনের খুব কাছাকাছি আমরা ৷ পরদিন ভোর ৫ টায় ঘুম থেকে উঠে বের হয়ে গেলাম আমরা ৷ একটা রিকশা নিয়ে চললাম লালদিঘীর বাজার এর দিকে ৷ ভোর বেলার নীরব কক্সবাজারের বাতাস ভালোই লাগছিলো ৷ বাস ছাড়ার ৫ মিনিট আগে গিয়ে আমরা নামলাম ৷ টিকেট কেটে বসে পড়লাম বাসে ৷ ৬ টায় বাস ছাড়লো টেকনাফ এর উদ্দেশ্যে ৷ পুরো রাস্তা ঘুমায়ে ঘুমায়ে গেলাম ৷ ৯ঃ৩০ টার জাহাজ ধরার জন্যেই এতো সকাল সকাল যাত্রা ৷ ৯ টার সময় আমরা দুজন পৌছাই কুতুবদিয়া জাহাজের জেটি ঘাটে ৷ জাহাজ যখন ছাড়লো তখন থেকেই আমাদের সঙ্গী টেকনাফের পাহাড় আর নাম না জানা পাখিগুলো ৷ পাখিগুলো যেনো ভ্রমনে আনন্দের মাত্রা টা বাড়িয়ে দিলো ৷ দুর থেকেই দেখা যাচ্ছিলো মায়ানমার সীমান্ত আর মুংডু শহরের কিছুটা ৷
প্রায় দুই ঘন্টা চলার পর হঠাত দেখি জাহাজ দুলতেছে,পানির দিকে তাকিয়ে দেখি নীল ৷
বুঝলেন? বঙ্গোপসাগর এর বুকে ভাসতেছি!!
১২ টার সময় পৌছাই সেইন্টমার্টির এর জেটি ঘাটে ৷ নীল পানির স্বর্গরাজ্য ৷ আমাদের আগে থেকেই সমুদ্র কানন রিসোর্ট এ রুম বুকিং করা ছিলো ৷ রিসোর্ট এর লোক এসেছিলো আমাদের রিসিভ করতে ৷ রিসোর্ট জেটি ঘাটের কাছেই, সুন্দর ও ৷ রুম দেখে চক্ষু কপালে, একজন আরেকজন কে জিগ্গেস করতাছি কিরে? রুম আমাদের ই তো? ছয় জনের এক রুম আমাদের দিয়ে রাখছে ৷ আমরা ফ্রেশ হয়েই যাই সমুদ্র স্নানে! বলে কয়ে বুঝানো যাবেনা এই শান্তিটা!
বিকাল টা কাটালাম পুরো বাজার আর দ্বীপের পাথুরে প্রান্ত ঘুরে ৷ হাজারো পাথরের বিছানো কার্পেট ৷ পাথর গুলো খুব রিস্কি এবং ধারালো ৷
হ্যামক কিনার ইচ্ছা বহুদিনের ৷ তো এবার রিসোর্ট এ হ্যামক থাকায় হ্যামকে ঘুমানোর স্বাধ টা নেওয়া গেলো ৷ সারাদিনে ক্লান্তিতে হ্যামক বিছানার থেকেও বেশী আরামদায়ক মনে হলো,সাথে তো সমুদ্রের গর্জন আর বাতাস ফ্রি ৷
রাতে সমুদ্রে পারের সিট গুলো তে শুয়ে ছিলাম ৷ আকাশ ভরা তারা আর সুমুদ্রের বিশাল জলরাশির গর্জন ৷ একটা অদ্ভুত ভয়!!
ভয়?
সিট থেকে উঠে পানির দিকে হাটতে লাগলাম ৷ পানি অনেক দূরে নেমেছে, পানির কাছে গিয়ে আমার ভয় লাগছিলো ৷ মনে হচ্ছিলো কিসের জানি একটা আকর্ষন! পুরো দ্বীপটা গোল,তাতে আমি একা ৷
দ্বিতীয় দিনের শুরু দ্বীপে ৷ কিছুদিন আগেই সাইকেল চালানো শিখেছি ৷ সমুদ্র পারে সাইকেল চালানোর স্বপ্নটাও পূরন করে নিলাম ৷
অবশেষে ফেরার পালা, বিকেল ৩ টার জাহাজে করে রওনা হলাম টেকনাফ এর উদ্দেশ্যে ৷ নাফ নদীর পারের গোধুলী! এ যেনো আরও একটি স্বপ্নেমুখর গোধুলী ৷ পাহাড়ের উপর টকটকে লাল সূর্য! পাখিগুলো তো আছেই ৷
তুবা লাইন এর বাস এ করে টেকনাফ থেকে রওনা হই ঢাকার উদ্দেশ্যে ৷ পরদিন সকাল ৮ টায় পৌছাই আমরা ঢাকায় ৷ এভাবেই শেষ হয় স্বপ্নের ভ্রমন ৷

অদ্ভুত! এ যেনো আমার বহু প্রতিক্ষিত অনেক অনেক স্বপ্ন পূরনের ভ্রমন ৷ এ আমার নীল রঙা স্বপ্নের ভ্রমন ৷
১)কুতুবদিয়া জেটি ঘাটে আমরা

২)নীল রঙা স্বপ্ন

৩)কাঠবাদাম

৪)আরাম করছি

৫)হ্যামকের দুলুনি

৬)পানিতে লাফালাফি

৭)নীলে হারিয়ে আছি

৮)সূর্যাস্তের সাথে আমি আর কানন

৯)আমার কিছু ছবি


১০)কিছু মুহুর্ত

১১)জেলেদের জীবন

১২)পাখিগুলো!!

১৩)সমুদ্র কানন রিসোর্ট

১৪)শাহ পরীর দ্বীপের জেটিঘাট

১৫)নাফ নদীর গোধুলী

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:৪৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক সুন্দর ছবিগুলো। শিয়ার করার জন্য ধন্যবাদ।

৩১ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৯

ঘুড়তে থাকা চিল বলেছেন: ধন্যবাদ ভাইজান ৷

২| ৩০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:৩৯

সুমন কর বলেছেন: লেখা আর ছবি ভালো লাগল।

৩১ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৯

ঘুড়তে থাকা চিল বলেছেন: ধন্যবাদ ভাইজান ৷

৩| ৩১ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:২৭

ফটোডিক্টেড বলেছেন: আপনার সাথে সাথে আমিও যেন ঘুরে এলাম সেন্ট মার্টিন এ। ছবিগুলো চমৎকার তুলেছেন।

শুভেচ্ছা জানবেন।

৩১ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৫

ঘুড়তে থাকা চিল বলেছেন: ধন্যবাদ ভাইজান ৷

৪| ৩১ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৯

কামরুন নাহার বীথি বলেছেন: ভাল লাগল আপনার সাবলীল বর্ণনা।
ছবিগুলো অসম্ভব সুন্দর!!
কিন্তু, কিভাবে পোষ্ট করেছেন একেকটা ছবি একেকেক সাইজের?
এতে আপনার পোষ্টের সৌন্দর্য্যহানী হয়েছে!!!
ভাল থাকবেন!

৩১ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৫

ঘুড়তে থাকা চিল বলেছেন: ধন্যবাদ আপু ৷
আসলে ছবির ব্যাপারে অতটা বুঝিনা ৷ আর সব গুলো ছবি একি সাইজের করে দেওয়ার মতো সময় ও হাতে নেই ৷ সামু তে লেখতে ভালোবাসি তাই কিছুটা সময় করে লেখি ৷
ভুলগুলো ক্ষমার দৃষ্টিতে নিবেন!!

৫| ৩১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:৩৭

ফেরদৌসা রুহী বলেছেন: ছবি আর বর্ণনা দুইটাই দারুণ।

আমি পানি ভয় পাই, আর সাগর তো আরো বেশি। এক সময় কক্সবাজার ছিলাম কিন্তু সাগরের উপর দিয়ে যেতে হবে বলে সেইন্টমার্টিন যাওয়া হয়নি।

৩১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:৫২

ঘুড়তে থাকা চিল বলেছেন: ধন্যবাদ আপু ৷
একটি বারের জন্যে হলেও ভয় কে পিছু ফেলে যাবেন সেইন্টমার্টিন ৷ আপনার ভ্রমন চিরদিন আপনার মনে থাকবে ৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.