নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘোরাঘুরি আনলিমিটেড

ঘুড়তে থাকা চিল

আমি ঘুরতে খুব ভালোবাসি,মোটামোটি প্রকৃতির কোলে গিয়ে ঘুমানোর স্বপ্নটাকে জীবনের মুল প্রতিপাদ্য করে নিয়েছি ৷

ঘুড়তে থাকা চিল › বিস্তারিত পোস্টঃ

নীলের খাল ও হতাশার লংঃ লালাখাল ও জাফলং

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০৪



নীল পানিকে কে না ভালোবাসে? নীল যে সমুদ্রের সাদৃশ ৷ যে সমুদ্র ভালোবাসে সে নীল রঙ তো ভালোবাসবেই ৷ আছে নাকি এমন কেউ যে সমুদ্র ভালোবাসেনা??
তবে এবার সমুদ্র নয় লালাখাল এর নীল পানির কথা বলছি ৷
আমরা ঘুরতে থাকা চিল এর দশ জন ঘুরে আসলাম শাহজালাল (রহঃ) এর মাজার, শাহপরান (রহঃ) এর মাঝার ,লালাখাল, জাফলং আর তামাবিল জিরো পয়েন্ট ৷
মূল উদ্দেশ্য হলো লালাখাল এর নীল রঙা পানি দেখা ৷ গত ১৫ তারিখ রাত ১০ টার হানিফ বাসে করে আমরা রওনা দশ জন রওনা হই সিলেট এর উদ্দেশ্যে ৷ ভোর ৫ টায় আমরা সিলেট শহরে পৌছাই ৷ ৬ টার সময় আমরা ১০ সিটের একটি মাইক্রোবাস সারাদিনের জন্যে ভাড়া নিয়ে নেই ৷ নজরুল ভাই ছিলো আমাদের ড্রাইভার, মানুষটা ভালোই সারাদিন তিনি আমাদেরকে নিজে তাগিদ দিয়ে ঘুরিয়েছেন ৷
প্রথমেই আমরা যাই শাহজালাল (রহঃ) এর মাজারে ৷ সেখানে কিছুক্ষন সময় কাটাই আমরা ৷ সকালের নাস্তা করি মাজারের সামনের একটা হোটেল এ ৷ মজার কাহিনী হলো এরা পরোটা আর রুটির মধ্যকার পার্থক্য টা বুঝতে পারেনা!!
তারপর নজরুল ভাই আমাদেরকে নিয়ে যায় শাহপরান (রহঃ) এর মাজার এ ৷ সেখানে কিছুক্ষন সময় কাটিয়ে সোজা চলতে থাকি সারিঘাট এর উদ্দেশ্যে ৷ সকাল ১০ঃ৩০ নাগাজ পৌছাই আমরা সারিঘাট ৷ সেখান থেকে দরদাম করে একটা ট্রলার ঠিক করি যেটা আমাদের লালাখাল ঘুরিয়ে আনবে ৷
যাত্রা শুরু আমাদের ট্রলারের ৷ ট্রলারের মাঝি অল্পবয়স্ক খিটখিটে ৷ সারি নদীর উপর দিয়ে চললো আমাদের ট্রলার ৷ নদীর মাঝখান থেকে শ্রমিকেরা বালু উঠাচ্ছে ৷ কিছু যায়গায় পানি এতটাই কম যে নিচের মাটি দেখা যাচ্ছে ৷ প্রায় ৪০ মিনিট পর আমরা পৌছাই লালাখাল ৷ অসম্ভব নীল পানি ৷ দেখতেই এক অপূর্ব ভালো লাগা কাজ করছিলো ৷ ঠিক উপরেই একটা চা বাগান ছিলো ৷ আমি না গেলেও বাকি সবায় চা বাগানট ঘুরে এসেছি ৷ চার দিন আগেই জিরো পয়েন্ট এ চোরাবালি তে আটকে দুজনের মৃত্যু হয়েছিলো ৷ সেই কারনে সেদিন জিরো পয়েন্ট এ যাওয়া এবং পানিতে নামা নিষিদ্ধ ছিলো ৷ কিছুক্ষন সময় কাটিয়ে আমরা ফিরি সারিঘাট এ ৷ তখন প্রায় ১ টা বাজে ৷ এবারে যাত্রা শুরু জাফলং এর উদ্দেশ্যে ৷
ধূলার রাজ্যে উপস্থিত আমরা ৷ আজ থেকে ৩ বছর আগেও জাফলং এরকম ছিলোনা ৷ বাস্তবতার কাছে যেনো প্রকৃতি হার মেনেছে ৷ প্রকৃতি আজ বড়ই নিরুপায়, রুক্ষ ও বটে ৷
জিরো পয়েন্ট এ পাথর,ব্যাবসা আর মানুষ ছাড়া কিছুই নেই!! বিরক্তি আরও বাড়াবে হিজড়া দের অশালীন আচরন এ ৷ কোথাও কেও দেখার নেই এসব অনিয়ম ৷
হতাশা দূর করার জন্যে সবায় মিলে কিছুক্ষন পানিতে লাফলাফি করে নিলাম ৷ প্রথম বার জাফলং গিয়ে ছেড়ে আসতে ইচ্ছে করছিলো না ৷ আর এবার গিয়ে এতটাই হতাশ যে কখন শহরে ফিরবো!!
ফিরতি পথে ঘুরে আসলাম তামাবিল জিরো পয়েন্ট ৷ সন্ধ্যা ৭ঃ৩০ নাগাদ পৌছাই আমরা রেল স্টেশনে ৷ রাতের খাবার, আড্ডা সেরে রাত ১০ টার উপবন ট্রেন এ করে আমরা ঢাকায় ফিরি ৷
কিছু সাজেশন ও খরচপাতিঃ
* ৮ জনের বেশী বড় গ্রুপ হলে রিজার্ভ সিএনজি/লেগুনা/মাইক্রোবাস করে নেওয়া ভালো ৷
ড্রাইভার নজরুলঃ01716-387111
*লোকাল ভাবে যেতে যাইলে কদমতলী থেকেই সিএনজি/লেগুনা পাওয়া যায় ৷ জাফলং পর্যন্ত ১০০ টাকা আর সারিঘাট পর্যন্ত ৬০ টাকা করে নিবে ৷ এছাড়াও শহরের সোবহানিঘাট এলাকা থেকে জাফলং এর বাস পাওয়া যায় ভাড়া ৮০ টাকা ৷ সেই বাসে করে সারিঘাট নামলে ভাড়া পড়বে ৫০ টাকা ৷
*সারিঘাট থেকে লালাখাল এর ট্রলার ভাড়া ৭০০-১৫০০ টাকার মতো ৷ দরদাম এর উপর নির্ভর করে ৷
*জাফলং এ ৫০০ টাকার খাবারের দাম রাখবে ১৫০০ টাকা, খাবারের মান ও খারাপ ৷ শহর থেকে খাবার নিয়ে গেলে সেই খাবারের প্যাকেট ফেলে জাফলং কে আরও নষ্ট করার মানে হয়না ৷ তাই সারিঘাট থেকেই দুপুরের খাবার টা খেয়ে যাওয়া ভালো ৷


অবশেষে কিছু ছবিঃ
১)ঘুরতে থাকা চিলেরা

২)শাহপরান (রহঃ) এর মাজারের সামনে

৩)পথের সৌন্দর্য

৪)সারিঘাট

৫)ট্রলারে আমরা সবায়

৬)বালু উত্তোলন

৭)নীল রঙা খাল

৮)শূন্যে ভাসে

৯)স্বপ্নের ক্যানভাস

১০)ডাউকি

১১)মরুভূমি

১২)মরুভূমির ভিতর একটু শান্তি খোজা

১৩)ঐ যে ভারত

১৪)জাফলং এ গ্রুপ ছবি

১৫)তামাবিল জিরো পয়েন্ট

মন্তব্য ৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৩৪

সুমন কর বলেছেন: ভালো পোস্ট।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৪২

ঘুড়তে থাকা চিল বলেছেন: ধন্যবাদ ভাইজান

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:০৩

কালীদাস বলেছেন: বড় গ্রুপ হলে ঘুরতে মজা :( পানির রং আমার কাছে হালকা সবজেটে মনে হচ্ছে।
সুন্দর ট্রাভেলগ :)

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:০০

ঘুড়তে থাকা চিল বলেছেন: পানির রঙ ছবিতে সবুজ মনে হয় ৷ তবে সরাসরি নিল ৷ আবার কিছু যায়গাতে সবুজ ও ৷

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:২৪

কামরুন নাহার বীথি বলেছেন:
খুব খুউব ভাল লাগল আপনাদের সিলেট ভ্রমণ!!
আপনার লেখা আর চমৎকার ছবিগুলো!!
লালাখাল আমার দেখা হয়ে ওঠে নাই।
পরামর্শ চাই কখন গেলে ভাল হয়, শীতকালে না বর্ষাকালে? অবশ্য শীত চলেই গিয়েছে।

গত বর্ষায় আমি জাফলং ঘুরে এসেছি। ক্লিক করে দেখুন, বর্ষার জাফলং ভাল লাগবে!!

অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সবার জন্য!!!!

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:১২

ঘুড়তে থাকা চিল বলেছেন: শীতকালে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.