নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘোরাঘুরি আনলিমিটেড

ঘুড়তে থাকা চিল

আমি ঘুরতে খুব ভালোবাসি,মোটামোটি প্রকৃতির কোলে গিয়ে ঘুমানোর স্বপ্নটাকে জীবনের মুল প্রতিপাদ্য করে নিয়েছি ৷

ঘুড়তে থাকা চিল › বিস্তারিত পোস্টঃ

ঐতিহ্যের শহরে ময়মনসিংহ(ছবি ব্লগ)

২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১৭

১.শশী লজ

২.সকাল সকাল জ্যোতি ভাইয়ের মোটিভেশনাল স্পিচ

৩.সবুজে ঘেরা বাকৃবি

৪.বাকৃবির বোটানিক্যাল গার্ডেন

৫.সার্কিট হাউজ

৬.ব্রাদার্স হোম

৭.সার্কিট হাউজ

৮.রাজু ঘোষের সিঙ্গারা

৯.জয়নুল আবেদীনের সংগ্রহশালা

১০.শশীলজ

১১.শশীলজ

১২. ব্রক্ষ্মপুত্র নদ

১৩.রাজু ঘোষের বিখ্যাত দই

১৪.বাকৃবির সুপারি বাগান

১৫.শত বছর পুরোনো তেতুল গাছ

১৬.বাকৃবির ভিতর রেল লাইন

১৭.ব্রক্ষ্মপুত্র নদ

১৮.প্রেস ক্লাবের বিরিয়ানী

১৯.শশী লজ

২০.বাকৃবির বোটানিক্যাল গার্ডেন

মন্তব্য ৪১ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২০

নূর-ই-হাফসা বলেছেন: দারুন সব ছবি

২৬ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২৪

ঘুড়তে থাকা চিল বলেছেন: ধন্যবাদ আপু।

২| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩৪

আহমেদ সেলিম বলেছেন: চমৎকার

২৬ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২৫

ঘুড়তে থাকা চিল বলেছেন: ধন্যবাদ ভাই।

৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৩

খায়রুল আহসান বলেছেন: বেশ কিছু পুরনো স্মৃতি মনে ভেসে উঠলো। + +

২৬ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২৫

ঘুড়তে থাকা চিল বলেছেন: অসাধারণ একটি শহর।

৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৭

শামচুল হক বলেছেন: দারুণ ছবি। ধন্যবাদ

২৬ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২৫

ঘুড়তে থাকা চিল বলেছেন: ধন্যবাদ ভাই।

৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২৬ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২৮

ঘুড়তে থাকা চিল বলেছেন: ধন্যবাদ ভাই।

৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০১

প্রামানিক বলেছেন: শুনেছি ময়মনসিংহ প্রেস ক্লাবের বিরিয়ানী নাকি খুবই নামকরা এবং দামে সস্তা। এখনও খাওয়ার সৌভাগ্য হয়নি।
ছব্গিুলো খুবই ভালো লাগল। ধন্যবাদ।

২৬ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২৬

ঘুড়তে থাকা চিল বলেছেন: নামকরা বটে, তবে আহামরি স্বাদের নয় ভাই।

৭| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০৯

চাঁদগাজী বলেছেন:


সিংগারাই কি ঐ এলাকার জাতীয় খাদ্য?

২৬ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২৭

ঘুড়তে থাকা চিল বলেছেন: হাহা, তবে সিংগারা টা ভালোই লেগেছিলো।

৮| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩৪

বিজন রয় বলেছেন: অনেক দৃশ্য দেখতে পেলাম।

২৬ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২৭

ঘুড়তে থাকা চিল বলেছেন: ধন্যবাদ ভাই।

৯| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:০৯

সচেতনহ্যাপী বলেছেন: অনেক আগের দেখা ময়মনসিংহের ছবি আবার দেখে নিলাম।। অভাব শুধু রেল স্টেশন আর কলেজটির।।

২৬ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২৮

ঘুড়তে থাকা চিল বলেছেন: সেদিকে যাওয়া হয়নি ভাই।

১০| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:২৭

কথাকথিকেথিকথন বলেছেন:




ছবিগুলো চমৎকার । রৌদ্র উজ্জ্বল ।

২৬ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২৯

ঘুড়তে থাকা চিল বলেছেন: ধন্যবাদ ভাই।

১১| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৪৮

মলাসইলমুইনা বলেছেন: খুব ভালো লাগলো আপনার ফটো ব্লগ | ময়মনসিংহ শহরের কিছু ফটো দিয়ে দিতে পারতেন | ব্রম্মপুত্র দেখে এই হোয়াইট ক্রিসমাসের মধ্যেও শীতের মাইনাস টেম্পারেচার ভুলে ঝাঁপ দিত ইচ্ছে করলো নদীতে ! খুবই সুন্দর উঠেছে নদীর ফটোগুলো |প্রামানিক ভাই, হ্যা, এই ফটোতেও বোঝা যাচ্ছে ময়মনসিংহ প্রেস ক্লাবের বিখ্যাত বিরানির ব্যাপারটা | ফটো তোলার আগেই বিরানির গোশতগুলো মনে হয় ফটোগ্রাফার খেয়ে ফেলেছেন শুধু সাদা ভাতের ছবি ! মানে গোশতের টেস্ট জম্পেশ রকমের ভালো |

২৭ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:৩৮

ঘুড়তে থাকা চিল বলেছেন: হাহা শুনে অখুসি হবেন যে মাংসের পরিমান অতি নগণ্য।

১২| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:০৪

রূপক বিধৌত সাধু বলেছেন: সিলভার ক্যাসেল আর মুক্তাগাছা জমিদার বাড়ি যান নি? ছবিগুলো দেখে মনটা ভরে গেল। ভালো থাকুক আমার ময়মনসিংহ।

২৬ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩০

ঘুড়তে থাকা চিল বলেছেন: প্লান ছিলো কিন্ত সময় হয়ে উঠেনি।

১৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:০১

নূর আলম হিরণ বলেছেন: ভালো লাগলো....

২৬ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২৯

ঘুড়তে থাকা চিল বলেছেন: ধন্যবাদ ভাই।

১৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:০৯

তানবীরুল হাসান রনক বলেছেন:



০৩ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০৯

ঘুড়তে থাকা চিল বলেছেন: ধন্যবাদ ভাই।

১৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:১১

তানবীরুল হাসান রনক বলেছেন:

২৭ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:৪২

ঘুড়তে থাকা চিল বলেছেন: আনন্দ মোহন যাওয়ার কথা ছিলো,কিন্তু সময়ে হয়নি।

১৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৪

লক্ষণ ভান্ডারী বলেছেন: সব ছবিগুলিই দারুণ।
মুগ্ধ ও প্রীত হলাম।
শুভেচ্ছা রইল।
জয়গুরু!

০৩ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১০

ঘুড়তে থাকা চিল বলেছেন: ধন্যবাদ ভাই।

১৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭

সাদা মনের মানুষ বলেছেন: এমন চমৎকার পোষ্টগুলো দেখলে সব সময় আমি সিহরিত হই, মনটা ভালো হয়ে যায়। তবে সমস্যা হলো ঐ সব জায়গাগুলো দেখার জন্য ইচ্ছে করে এখনি ছুটে যেতে............ভালোলাগা জানিয়ে গেলাম চিল।

০৩ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১১

ঘুড়তে থাকা চিল বলেছেন: ধন্যবাদ ভাই।

১৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩৩

মনিরা সুলতানা বলেছেন: সুন্দর সব ছবি ।

০৩ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১১

ঘুড়তে থাকা চিল বলেছেন: ধন্যবাদ আপু।

১৯| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩৪

সুমন কর বলেছেন: ছবিগুলো দেখে ভালো লাগল।

০৩ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১১

ঘুড়তে থাকা চিল বলেছেন: ধন্যবাদ ভাই।

২০| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৫৭

মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: ভাল লাগল।

০৩ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১২

ঘুড়তে থাকা চিল বলেছেন: ধন্যবাদ ভাই।

২১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২৫

সবুজের ইবনে বতুতা বলেছেন: আপনার রচিত সবগুলো ছবি ব্লগ দেকলাম, কি চমৎকার করে আপনি প্রকৃতির মাঝে চলে গিয়ে তার নিদাঘ রুপ তুলে এনেছেন, তা দেখে আমি যারপরনাই মুগ্ধ,অভিভূত এবং বিমোহিত। আপনার মতো আমিও ভ্রমন প্রিয় মানুষ।
আমার আরও ছবি আছে দেব, কিন্তু সামু আমাকে জেনারেল করছে না তাই দিতে পারছি না।
ধন্যবাদ আপনার ছবি ব্লগের জন্য।
শুভকামনা আপনার জন্য।
ভাল থাকুন। সবমসয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.