নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্পেস-টাইম

there is no problem in the heavens and earth ;) problem lies in three places... beneath, between and within the hells.

গোলাম দস্তগীর লিসানি

বুলি বলে শুনতে পাই, রূপ কেমন তা দেখি নাই, ভীষম ঘোর দেখি।। পোষা পাখি চিনলাম না, এ লজ্জা তো যাবে না, উপায় কী করি, আমি উপায় কী করি।।

গোলাম দস্তগীর লিসানি › বিস্তারিত পোস্টঃ

কিন্তু কে শুনবে কার কথা?

১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৩

যুদ্ধ উস্কে দেয়ার জন্য চাই যুদ্ধের শেষ পরিণতি জানে না, এমন কিছু মানুষ।

যারা সংজ্ঞা জানে না উন্নয়নের, পারস্পরিক সহাবস্থানের, বিজ্ঞানের, সামাজিকতার।

এরা জন্ম নিয়েছে আর সব মানুষের মতই মেধা নিয়ে। কিন্তু তাদের বলয় এগুতে দেয়নি। ভাবতে দেয়নি। করতে দেয়নি করণীয়।



এবং সমাজ, তাদের সামনে আনার কথা বলার সাহসও দেখায়নি। পুরো পৃথিবীর সমান হবার স্বপ্ন কখনো দেখায়নি, অথচ পুরো পৃথিবী শাসন করার স্বপ্ন ঠিকই দেখাচ্ছে। শাসন করতে হলে বড় না হোক, অন্তত সমান হতে হয়, এই শিক্ষাটাও যে জরুরি, তা কখনো প্রবেশ করেনি অন্ধগলিতে।



এদের উপমা শুধুই বারুদের বস্তার সাথে তুলনীয়। এরা তৈরিই আছে জ্বলতে, শুধু আগুন চাই একটা ফুলকির সমান। এই আগুন যে কেউ সরবরাহ করতে পারে। একটু বুদ্ধি করে আগুনটুকু সরবরাহ করলে আর কিছু প্রয়োজন পড়ে না। আপনি জ্বলে ওঠে।



যেসব নিয়ে প্রশ্ন ওঠে সবচে বেশি, সে বিষয়গুলো নিয়ে মূলপোস্ট হচ্ছে এগুলো-



পরিচয়: ১. বাঙালী ২. জামাতের আদর্শ ও পরিণতি ৩. হেফাজতে ইসলাম ৪. হিজবুত তাহরীর



মুসলিমের: ১. উপলব্ধির উপায় ২. একজন মুসলিমের তাহলে কেমন হতে হবে?



লড়াই: ১. অবমাননায় মুসলিমের করণীয় ২. শাহবাগীরা কী চায় ৩. আস্তিক-নাস্তিক ক্যাচাল ৪. কারা লড়ছে, কেন লড়ছে ৫. শুধু বিধর্মে নয়, সংঘাত সর্বত্র



জামাতের কিছু বিষয়: ১. জামাতের প্রচার পদ্ধতি ২.

অবমাননা জামাতেই

মন্তব্য ১৭ টি রেটিং +২/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১১

দিশার বলেছেন: লিসনি ভাই আপনার জামাত বিরোধী লেখা চালিয়ে যান। থামবেন না . লেখকের কলম থেকে প্রতিটি শব্দ বুলেট এর মত বিদ্ধ হোক ৭১ এর রাজাকার দের গায়ে।

১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৫

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: বুলেট চাই না। চাই সত্য এগিয়ে যাক। খুব সতর্ক থাকি, যেন কারো প্রতি কথাটা বুলেট না হয়। কারণ, কথা বিদ্ধ করে। কারণ, কথা শত্রু তৈরি করে। আবার কখনো কখনো কথাই ভুল বোঝাকে সঠিক বোঝায় রূপান্তরিত করে।

তবে মানুষ তো, মাঝে মাঝে একটু রেগে যাই। কী করব, মানুষ তো। তারপর সামলে নিই।

২| ১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৪

চিকন আলি বলেছেন: Amader k ja jantei hobe..............

১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৮

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ভাই আপনার প্রোপিকটা ধ্যানীর প্রোপিক। ধ্যানী সাধারণত নীতিগতভাবে কঠিন ভুল করতে পারে না। আপনি বরং নিজের ভিতরে দৃষ্টি দিন। আমি ২২৫ টার মত ত্রুটি পেয়েছিলাম নিজের। কিছু সংশোধনও হয়েছিল।

৩| ১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩২

নিয়েল হিমু বলেছেন: নববর্ষ আনন্দ বয়ে আনুক সকল সহযোদ্ধাদের জন্য এবং আমার এই দেশ মাতার জন্য । শুভ হোক নতুন বছর ।


পোষ্ট পরে পরতেছি ।

১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৩

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: শুভ হোক নতুন বছর।

৪| ১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৩

মৈত্রী বলেছেন:
১ নাম্বার কমেন্টে লাইক...

১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১২

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: চার নম্বর কমেন্টেও।

৫| ১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৯

আব্দুল্লাহ সিদ্দিকী বলেছেন: কে শুনবে কার কথা??
সবাই আখের গুছাতে ব্যস্ত। কেউ দুনিয়ার কেউ বা পরকালের।
বোঝা না বোঝার দুনিয়াতে স্বার্থটাই আসল।

১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১২

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: কেউ দুনিয়ার আর কেউ আখিরাতের, অবশ্যই ভাল। কিন্তু মনে করছি আখিরাতের কাজ করছি...

৬| ১৪ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

ঘুড্ডির পাইলট বলেছেন: যুদ্ধ চলছে ব্লগে অস্র এখানে কলম অথবা কিবোর্ড ।

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৮

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: অসির চেয়ে মসীর শক্তি বেশি।
বাংলাদেশের জন্য। ধর্মের সুনামের জন্য।

৭| ১৪ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

শের শায়রী বলেছেন: ভাই আস সালামুয়ালাইকুম।

কেমন আছেন?

কিছুই ভাল লাগেনা চারিদিকের অবস্থা দেখে।

নিজের লেখায় উৎসাহ পাইনা।

আপনার লেখনি চালিয়ে যান। সাথে আছি জানবেন ভাই।

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩০

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ওয়ালাইকুম আসসালাম ভাই।
আলহামদুলিল্লাহ। সর্ব অবস্থায় সবচে ভাল আছি। আমার প্রভু তো সর্বশক্তিমান। তিনি কীভাবে রাখতে পারেন! ভাল আছি। ভাল আছি।

আপনি যা নিয়ে লিখতেন, লিখতে থাকুন না। ভাল লাগলে লিখতে থাকুন ভাই। আপনার বিচিত্র লেখাগুলো খুব বেশি ভাল লাগে তা তো আর বলার অপেক্ষা নেই।

৮| ১৪ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

আজ আমি কোথাও যাবো না বলেছেন: এবং সমাজ, তাদের সামনে আনার কথা বলার সাহসও দেখায়নি। পুরো পৃথিবীর সমান হবার স্বপ্ন কখনো দেখায়নি, অথচ পুরো পৃথিবী শাসন করার স্বপ্ন ঠিকই দেখাচ্ছে। শাসন করতে হলে বড় না হোক, অন্তত সমান হতে হয়, এই শিক্ষাটাও যে জরুরি, তা কখনো প্রবেশ করেনি অন্ধগলিতে।

পোস্টটা ভাই তিনচার বার পড়লাম। কিন্তু এই লাইন কটাই মাথায় গেথে গেল!
সরল ভাবে বলা কঠিন কথা।
শুধুই প্লাস!++++

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩১

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: কঠিন কথানা আপু। মমত্বের কথা। সবাই মিলে আমরা বাঙালি জাতি। আর যারা যারা মুসলিম আছি, কালিমা পড়ি, সবাই মিলে আমরা মুসলিম জাতি। মতভেদ আছে, সেটা থাকতেই পারে। কিন্তু হত্যার প্রণোদনা থাকতে পারে না।

৯| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৫

নিয়েল হিমু বলেছেন:
বড় না হোক সমান হতে হয় এই লাইনটা কি পরিমাণ কাজে দিবে আমার বলব ?
একটা পোষ্টে বলেছিলেন কথাটা মোটামুটি এরকম শুকরের মাংস নাম শুনলে আস্তাগফিরুল্লাহ পাঠ করে অথছ মদ খায় দেদারছে তো এই কথাটা যেভাবে আপনি আমার মাথায় ঢুকিয়ে দিয়েছেন ঠিক এই পোষ্ট থেকেও ঐ লাইনটা মাথায় ঢুকিয়ে দিলেন ।

অঃটঃ দেরিতে আসলাম কিন্তু আপনি কৈ ? B:-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.