নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্পেস-টাইম

there is no problem in the heavens and earth ;) problem lies in three places... beneath, between and within the hells.

গোলাম দস্তগীর লিসানি

বুলি বলে শুনতে পাই, রূপ কেমন তা দেখি নাই, ভীষম ঘোর দেখি।। পোষা পাখি চিনলাম না, এ লজ্জা তো যাবে না, উপায় কী করি, আমি উপায় কী করি।।

গোলাম দস্তগীর লিসানি › বিস্তারিত পোস্টঃ

২১৪ বছরের ছোটগল্প

১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৮





বাংলাদেশ নামের অবহেলিত ঘৃণিত একটা দেশ ছিল। এই দেশটাকে পলাশীতে ব্যবসা করতে আসা চোর বাটপারের জাত দখল করে ফেলল। দেশটা হয়ে গেল বৃটিশের দাস।



১৯০ বছর পেরিয়ে গেল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ই দেশটার এক-তৃতীয়াংশ ব্রিটিশের কৃত্রিম খাদ্য সঙ্কটে মরল। দেশটার ক্ষুদিরাম, প্রীতিলতারা জায়গায় বেজায়গায় বোমা ফুটিয়ে ব্রিটিশ তাড়ানোর পরিস্থিতি আনল। ব্রিটিশ যাবার সময় সেটা পাকিস্তানের বর্বরদের হাতে তুলে দিয়ে গেল।







পাঞ্জাবের বর্বররা ২৪ বছর ধরে চুষে চুষে খেল দেশটাকে। তারপর দেশটার মানুষরা কিছু বর্বর আর পিশাচের বিরুদ্ধে যুদ্ধ করে স্বাধীন হল। সাত শহীদ বীরশ্রেষ্ঠ হল। এগারো সেক্টরের কমান্ডাররা বীর উত্তম হল। নেতা জাতির পিতা হল। ৩০ লক্ষ শহিদ হল।



আবার ৪২ বছর পেরিয়ে গেল।

সেই দেশে ১৯০ বছরের দখলদারির ব্রিটিশ সাম্রাজ্যের মন্ত্রী এল ওই সে-ইযে, পিশাচের বিচার ঠেকাতে। ব্রিটিশ লুটেরার দেশের মন্ত্রী আবার ২৪ বছরের বর্বর রাষ্ট্রের বংশধর।



সেই বর্বর আর লুটেরা, দুই দেশের প্রতিনিধিকেই দেশে রেখে, বাংলাদেশটা পিশাচকে নরকে পাঠিয়ে দিল।



দেশটা, দেশটার নাম বাংলাদেশ, কোমর উচু করে বলল, ১৯০ বছর কেটে গেছে, ২৪ বছরও কেটে গেছে। ব্রিটিশের পাকিস্তানি মন্ত্রী হল ব্রিটিশের পাকিস্তানী মন্ত্রী। খাও, দাও, ফুর্তি করো।



আমরা স্বাধীন। পিশাচ ঝুলাতে জানি। ২১৪ বছরের অগুণতি প্রাণহানির জবাব দিতে দেশটার মাত্র ৪২ বছর লাগল।







দেশটা স্বাধীন, তা প্রমাণ করল। ব্রিটিশ নাই, পাকিস্তানি নাই। দেশটার নাম বাংলাদেশ। গল্পটার নাম, ২১৪ বছরের ছোটগল্প।

মন্তব্য ১৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩৩

তামিম ইবনে আমান বলেছেন: স্টাটাসে পড়েছিলাম। ভালো লাগলো ভাই।

১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩৬

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: থ্যাঙ্ক ইউ ভাই। ভাল আছেন আশা করি।

২| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১১

সুমন কর বলেছেন: ব্রিটিশ নাই, পাকিস্তানি নাই। দেশটার নাম বাংলাদেশ।
লেখাটা পড়ে খুব ভাল লাগল।

১৩ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫৫

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।

তুমি মিশেছ মোর দেহের সনে,
তুমি মিলেছ তোর প্রাণে-মনে!
তুমি যে সকল সহা,
সকল বহা,
মাতার মাতা!

৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৪

মামুন রশিদ বলেছেন: খুব ভালো লাগল লিসানি ভাই ।

১৩ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫৬

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ভাই কী বলব! এই কথাগুলো তো বলার উপায়ই থাকত না, আপনার এভাবে পাশে না থাকলে। দেয়ালের দিকে ফিরে তো কথা বলা যায় না। কীভাবে কৃতজ্ঞতা জানাব!

৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০৬

বেলা শেষে বলেছেন: শহীদদের নিয়ে তামাশা করা সকল আগাছাকে পদদলিত করি। আমরা চির উন্নত শিরের জাতি। আমরা বাঙালি।
Assalamualikum, to much thenks to you, respect for beautiful Edition.

১৩ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৮

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ওয়ালাইকুম সালাম ভাই।

একাত্তরের মুক্তিযুদ্ধে যারা পাকিস্তানি আর রাজাকার ঠেকাতে গিয়ে শহীদ হয়েছেন, যারা পাকিস্তানি আর রাজাকার এর হাতে শহীদ হয়েছেন, সেই শহীদদের নিয়ে তামাশা করা সকল আগাছাকে অবশ্যই পদদলিত করি।

আর রাজাকার-আল বদররা এই পৃথিবীতে কিসাসের মুখোমুখি হবে এবং ওই জগতে তাদের জন্য মর্মপীড়াদায়ক শাস্তি লিখিত রয়েছে।

আপনাকেও কৃতজ্ঞতা ভাই।

৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:১৮

নিয়েল হিমু বলেছেন: দেশটা আমার দেশ ।

১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫০

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: দেশটা স্বাধীন। ভাল থাকুন অষ্টপ্রহর।

৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০০

তাহমিদুর রহমান বলেছেন: আমার গল্পটি পড়ুন

১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫১

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: দেখছি। ধন্যবাদ ভাই।

৭| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৫

অস্পিসাস প্রেইস বলেছেন:

ব্রিটিশ নাই, পাকিস্তানি নাই। দেশটার নাম বাংলাদেশ।

১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫১

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: কৃতজ্ঞতা রইল ভাই অস্পিসাস প্রেইস।

৮| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৭

হাসান মাহবুব বলেছেন: সুন্দর লেখা। এমন লেখা পড়লে বল পাই বুকে। এই ক্রান্তকালেও।

১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৩

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: হামাভাই... ধন্যবাদ অজস্র অজস্র। আমরা দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দানে পাওয়া নয়।

৯| ০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৫

খেয়া ঘাট বলেছেন: হাসান মাহবুব বলেছেন: সুন্দর লেখা। এমন লেখা পড়লে বল পাই বুকে। এই ক্রান্তকালেও।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.