নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্পেস-টাইম

there is no problem in the heavens and earth ;) problem lies in three places... beneath, between and within the hells.

গোলাম দস্তগীর লিসানি

বুলি বলে শুনতে পাই, রূপ কেমন তা দেখি নাই, ভীষম ঘোর দেখি।। পোষা পাখি চিনলাম না, এ লজ্জা তো যাবে না, উপায় কী করি, আমি উপায় কী করি।।

গোলাম দস্তগীর লিসানি › বিস্তারিত পোস্টঃ

গল্প নিয়ে

৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:০৯

১.



গল্পেরা সব শত্রু আমার, গল্পসনে আড়ি

গল্প নিয়ে কল্পনাতে অথৈ বাড়াবাড়ি



গল্প নিয়ে কল্পবনে সব ভাঙানো ঝড়

মনকে বেঁধে, মনকে ছেঁদে গল্পনামক শর



গল্পরা সব উথাল-পাথাল আকুল বিকুল ঢেউ

গল্পেরা সব পাড় ভাঙানো ভাঁড় ভাগানো ফেউ



গল্প নিয়ে চোখ রাঙিয়ে মনের ভিতর বসে

একটা মানুষ অহর্নিশি পাকছে নাটাই কষে



সাজবে নাটাই, মানজা মারা, দীর্ঘ সুতা, ধার

গল্পঘুড়ি উড়বে যখন, বাতাস নেবে ভার



হায়রে বাতাস! গল্পেরা সব এপিঠ ওপিঠ করে

হায়রে বাতাস! হায়রে বাতাস! গল্পেরা যে মরে!



২.



গল্পরা সব ঝাঁক বেঁধে রয়,

পাক বেঁধে রয়, ঘোরে-



গল্পরা সব বাতাস হয়ে

হাল্কাভাবে ওড়ে



গল্পরা তাই ঘুর্ণিপাকে

দুর্বিপাকের হাওয়া-



গল্পরা তাই ধূলি-বালি

ধেয়ে নিয়ে যাওয়া



গল্পরা সব জমাট বেঁধে

মেঘ হয়ে ওই, ভাসে-



গল্পরা তাই অধর,

ওরা ঘুরছে আশেপাশে।।





৩.



পণ করেছে গল্পেরা আজ,

নামবে না এই পথে!



টলবে তো না-ই, বলবেও না,

কঠোর শপথে।



গল্প কোথায়? গল্প কোথায়?

হন্যে হয়ে ঘুরি



গল্পেরা নেই, চাঁদেই গেছে?

কোথায় চাঁদের বুড়ি?



গল্পেরা তাই পণ করেছে,

কঠোর বাস্তবতা-



পোষে যে-যে, তার সাথে নেই

গল্পজনের কথা।



৪.



তার বয়স কত ছিল, ঠিকঠিক ঠাহর করতে পারিনাই বাপু

ফ্যানরঙা ছানি যেমন চোখের সামনে, মধ্যে, সব খুয়া খুয়া দেখায়-

তেমন পর্দা পড়ল, টিকটিকির ন্যাজের মতন কোথায় খসে পড়ল-

এ-ক-দম্ ঠাহর করতে পারিনাই।

গর্ভপাতের বাচ্চা যেমন মায়ের মন থেকে যায় না,

তেমনি ওই অংশটা যন্ত্রণা দেয়গো বাপু!

বিশ্বেস যাবেন না কচ্ছি! একেবারে মা- মা- করে ডাকে...

না হওয়া বাচ্চার কথা মনে করে আয়নায় চেয়ে মা যেমন চুল আঁচড়ায়-

আমিও তেমনধারা সুখের দিকে চেয়ে দুনিয়া আঁচাড়ইগো বাপু!

বিশ্বেস তো যাবেন না, শরীরেরই অংশ, তার নাম গল্প ছিল।

মন্তব্য ২১ টি রেটিং +২/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৫০

শ্রাবণ আহমেদ বলেছেন: Hmm

৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:০৮

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: থ্যাঙ্কস।

২| ৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৫১

শ্রাবণ আহমেদ বলেছেন: Hmm

৩| ৩০ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:১০

মামুন রশিদ বলেছেন: না হওয়া বাচ্চার কথা মনে করে আয়নায় চেয়ে মা যেমন চুল আঁচড়ায়-
আমিও তেমনধারা সুখের দিকে চেয়ে দুনিয়া আঁচাড়ইগো বাপু!
বিশ্বেস তো যাবেন না, শরীরেরই অংশ, তার নাম গল্প ছিল।


অপূর্ব! অসাধারণ! ছন্দময় এবং আবেগী ।

৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:১২

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: কৃতজ্ঞতা মামুন ভাই। আশা করি খুব ভাল আছেন। এই তো, আবেগকে মাঝে মাঝে অনেকদূর ছেড়ে দেয়া, সিস্টেম রিবুট।

খেয়াল করলাম, ব্রেন অনেক ফ্রেশ হয়ে যায়।

৪| ৩০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২২

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: ছন্দে ছন্দে শেষ মুহূর্তে এসে আবেগি হয়ে গেলাম।

+++

৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:১৩

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: আন্তরিক কৃতজ্ঞতা ভাই। আশা করি অনেক বেশি ভাল আছেন।

৫| ৩০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:১৫

হাসান বিন নজরুল বলেছেন: এই সব গল্পরা অভাগা-অভাগি তাই এদের জায়গা হয় ডাস্টবিনে :(

৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:১৪

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: হাসান ভাই, আসেন, কোলাকুলি করি।

৬| ৩০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার!

৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:১৪

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ধন্যবাদ ভাই। :)

৭| ৩০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:০৫

বাংলার পাই বলেছেন: অসাধারণ। শুভ কামনা রইলো।

৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:১৫

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: শুভকামনা আপনার জন্যও ভাই। অনেক অনেক শুভেচ্ছা।

৮| ০১ লা মে, ২০১৪ রাত ২:১১

প্রোফেসর শঙ্কু বলেছেন: ছন্দে ছন্দে গল্পময়! ভাল লাগল অনেক।

০৪ ঠা মে, ২০১৪ দুপুর ২:০১

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাই প্রোফেসর ত্রিলোকেশ্বর শঙ্কু... এমন দু চারটা গল্প লিখতে পারলেও তো অনেক কিছু হতো।

৯| ০১ লা মে, ২০১৪ দুপুর ১:৪৮

হাসান মাহবুব বলেছেন: আপনি যে এত ভালো কবিতা লেখেন তা তো জানতাম না! মন ভরে গেল পড়ে।

০৪ ঠা মে, ২০১৪ দুপুর ২:০৪

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: হামাভাই, আর আপনার মন্তব্যটা দেখার পরপরই মনটা একেবারে হালকা হয়ে গেল। এত ভাললাগল, বলার মত না, আমি আবার কবিতাটা, ছড়াগুলো পড়লাম। বিশেষ করে ছড়া-কবিতার বেলায় আবেগ বেশি কাজ করে। :)

১০| ০৪ ঠা জুন, ২০১৪ সকাল ১০:৩০

শের শায়রী বলেছেন: কেন আমি এই মানুষ টার এত ভক্ত তা আজ আবার নতুন করে উপলদ্ধি করে গেলাম।

একটা মানুষ কিভাবে এত কিছু পারে?

এ বড় বিস্ময়।

কেমন আছেন প্রিয় ভাই?

আস সালামুয়ালাইকুম।

২৩ শে জুন, ২০১৪ রাত ১২:৪৯

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: প্রিয় শোভন ভাই, ওয়াআলাইকুমুস সালাম। আপনি অনেক অনেক ভাল থাকেন ভাই। আপনি এসেছেন, ব্লগকে আবারো আগের মতন আপন লাগছে। ঘুপাভাই লেখেন না, আপনি আসেন না, উদাসী স্বপ্ন ভাইর খোজ নেই... সবাই দুর্লভ দুর্লভ, আমিও সরেই গেলাম খানিকটা সেই দু:খে।

আমার ভাই ফেসবুক ভাল লাগে না, তবু যেটুকু সময় কাটাই ফেসবুকেই। কেউ এখানে ছিল না বহুদিন।

১১| ২২ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: এমন গল্প নিয়ে কাব্য লেখা
কে দেখেছে আগে
কবিতাতে গল্প কথা
ক কয়েছে কবে?

শেষ বেলাতে এমন করে বললে কেন ভাই
সবার মনে দু:খের ছোয়া - সবাই দু:খি তাই?
এমন করে কেউকি কখনো ভেবেছিল বলেছিল!
"সুখের দিকে চেয়ে দুনিয়া আঁচাড়ইগো বাপু!
বিশ্বেস তো যাবেন না, শরীরেরই অংশ, তার নাম গল্প ছিল। "

আপনি বলেছেন- দারুন বলেছেন। :)

+++

২৩ শে জুন, ২০১৪ রাত ১২:৫১

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: আহ্, ভাই কেমন আছেন? ধূলিকণাসম একটা অধমস্য অধম মানুষকে নিয়ে আপনি দুই লাইন কাব্য করলেন, এটার কোন প্রতিদান কি হয়!

সেইতো পাত্র! সেইতো কমেন্ট, কাব্যের আকারে এলে সেটা অমৃত হয়ে যায়। অমূল্য হয়ে যায়।

আন্তরিক কৃতজ্ঞতা ভাই। অনেক অনেক অনেক বেশি ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.