নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্পেস-টাইম

there is no problem in the heavens and earth ;) problem lies in three places... beneath, between and within the hells.

গোলাম দস্তগীর লিসানি

বুলি বলে শুনতে পাই, রূপ কেমন তা দেখি নাই, ভীষম ঘোর দেখি।। পোষা পাখি চিনলাম না, এ লজ্জা তো যাবে না, উপায় কী করি, আমি উপায় কী করি।।

গোলাম দস্তগীর লিসানি › বিস্তারিত পোস্টঃ

যা রয়েছে ঢাকা

৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৫৯

বর্গা দিওনাকো মাথা
বর্গাচাষীর কাছে।
বুকটা ভরা আশা রেখো,
ওই মাথাটাই আছে

মাথার জমিন চষবে যারা
তুলবে তারা আল।
সামনে পিছে ডানে বামে
উঠবে যে দেয়াল।

দৃষ্টি হবে আবছা তখন
দেখবে সবই ঘোলা।
চোখটা ঘোলা করার তরেই
মন্ত্র কানে তোলা।

মন্ত্র যখন মাথার ভেতর
ঘুরবে অবিরত-
মানুষ তুমি বদলে যাবে
ভেবে দেখো, কত!

মন্ত্র তো নাই, মন্ত্রযে নাই
জেনে করো স্ফূর্তি।
"ইসমে আজম" কাগজে নাই
মনের ভেতর ভর্তি।

নিয়ম নিয়ম নিয়ম করে
মরবে কত আর?
নবী (সালাত) বলেন, ধর্ম হল,
ভালো ব্যবহার।

নিয়ম যখন বন্দী করে,
তম্বি করে মারে-
ধর্ম তখন আস্তে করে
ভিতর থেকে সরে।

চাষকরা ওই মগজ থেকে
"কাফের" "কাফের" শব্দ-
উঠবে যখন, বুঝবে তখন,
ধর্ম গেলো, জব্দ!

"কাফের" তোমার যিকির নাগো
দেয়না "কাফের" মুক্তি।
যিকির তোমার আল্লাহ্,
রাসূল মুক্তিতে সংযুক্তি।

তোমার বিভাগ, তোমার তফাৎ
তোমার কাড়াকাড়ি-
এসব বিষয় নয়কো খোদার!
তোমার বাড়াবাড়ি!

ধর্ম নিয়ে কাড়াকাড়ি,
বাড়াবাড়ি, টানা-
করতে খুবই সতর্কতায়
নূর করেছেন মানা।

কাকে তুমি পর করে দাও,
ঘর করে দাও ফাঁকা?
হাশরমাঠে খুলবে জেনো,
যা রয়েছে ঢাকা।

এমন পর্দা উঠবে তখন
হবে দিশেহারা।
বলবে,
যা ঠকানোর ঠকালো হায়,
ধর্ম নিয়ে কাড়া!

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:১৪

সচেতনহ্যাপী বলেছেন: তোমার বিভাগ, তোমার তফাৎ
তোমার কাড়াকাড়ি-
এসব বিষয় নয়কো খোদার!
তোমার বাড়াবাড়ি
আসলেই এথেকে বের হতে পারছি না।।

৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:১৮

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: আমিই বা কতটুকু পারি আপু বলেন!

এই বিভাজনের ফাঁদ খুবই বড় ফাঁদ। শুদ্ধতার ফাঁদ গভীরতম ফাঁদ।

২| ৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:২৩

সচেতনহ্যাপী বলেছেন: আমি ভাই,ছদ্মনামের আড়ালে।। ছোট খাট ফাটলই কিন্তু ভবিষ্যতের খাদ।।

৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:২৯

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: আচ্ছা, ছদ্মনামতো ভাল।
শুধরে নিলাম ভাই।

অবশ্যই, বাঁধের ফাটল শহর ধ্বংসের কারণ।

৩| ৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৪২

অন্ধবিন্দু বলেছেন:
মাশাল্লাহ্ ! লিসানী। পর্দা উঠিয়ে বেশ দেখেছেন, দেখালেন। আসল কথা হল- লোভের শব হয়েছি আমরা। আল্লামা ইকবাল বললেন-

হাওয়াস নে কার দিয়া টুকরে টুকরে নু-ই-ইনসান কো
আক্হুয়াত কা বায়ান হো যা, মোহাব্বাত কি জুবান হো যা ...

আপনি কেমন আছেন ? ব্লগে দেখিনে যে। ফেসবুক বা অন্যকোনও ব্লগে সক্রিয় থাকলে। ঠিকানা চাই।

৩১ শে অক্টোবর, ২০১৫ সকাল ৮:৩৩

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: অসাধারণ শের!
আল্লামা ইকবাল তাঁর করণীয় করে যেতে পেরেছেন।
আর দেখলাম কৈ! বোঝার চেষ্টা শুধু। শুধু হয়রানি। :)

অনেক অনেক ভাল আছি ভাই। ব্লগে কম আসছি। ফেসবু্কে যুক্ত হতে পারলে খুবই ভাল লাগবে।

https://www.facebook.com/golamdastagir.lisani

৪| ৩১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪৭

হাসান মাহবুব বলেছেন: চমৎকার বক্তব্যধর্মী কবিতা লিসানি ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.