নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেতনায় বদর-ওহোদ-কারবালা ।

রাসেল সরকার

প্রিয়নবীর প্রেমহীন আত্মামৃত, সর্ব মিথ্যার অন্ধকারে নিমজ্জিত ।

রাসেল সরকার › বিস্তারিত পোস্টঃ

মহান আওলিয়াকেরাম সত্যের অবিচল ধারা :-

২৬ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:২১

মহান আওলিয়াকেরাম থেকে বিচ্ছিন্ন হওয়া মানে সত্যের অবিচল ধারা হতে বিচ্ছিন্ন হয়ে যাওয়া তথা নিজেকে সর্ব মিথ্যার অন্ধকারে নিমজ্জিত রাখা । মহান আওলিয়াকেরামের দিশা-দর্শন আত্মা-জীবনে ধারণ করে সমাজ-রাষ্ট্রে-বিশ্বে কায়েম করতে পারলেই আত্মা মুক্তি ও জীবনের স্বাধীনতা পাওয়া যাবে । যারা দ্বীনের ছদ্মনামে বা লেবাশে মহান আওলিয়াকেরামের শান-মান অস্বীকার করে এবং পবিত্র মাজার শরীফ জিয়ারতের বিরোধীতা করে তারাই যুগের এজিবাদী চক্র ।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৫৮

হেলাল উদ্দীন বলেছেন: অনেক দিন পড়ে মনের মত একজন পেয়েছি ,,, ভাইজান চালিয়ে জান দুনিয়ার সবাই যদি আপনার বিরুদ্ধে চলে যাই তবে আমি থাকব আপনার পাশে ,, অস্ত্র হাতে যোদ্ধ করতে নয় রিদয় দিয়ে ভালবাসতে

০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৪:৪৭

রাসেল সরকার বলেছেন: শেষ রক্তবিন্দু দিয়ে হলেও সত্যের পক্ষে থাকব, কখনোই সত্য হতে পিছপা হবো না । পয়োজনে শির দিতেও দ্বিধা বোধ করবো না, কারণ কারবালার রক্তাক্ত প্রান্তরে আমাদের মহান ইমাম, "ইমাম হোসাইন রাদ্বিয়াল্লাহু আনহু তথা ইমামে আকবর" শির দিয়েছেন কিন্তু সর্ব মিথ্যা-জুলুমের ধারক বাহক কাফের এজিদের অনুগত হন নাই । ... ভাই, আপনাকে পেয়ে আমারও অনেক ভাল লাগলো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.