নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেতনায় বদর-ওহোদ-কারবালা ।

রাসেল সরকার

প্রিয়নবীর প্রেমহীন আত্মামৃত, সর্ব মিথ্যার অন্ধকারে নিমজ্জিত ।

রাসেল সরকার › বিস্তারিত পোস্টঃ

সভ্যতা ধ্বংকারী পারমাণবিক বোমা কোন রাষ্ট্রে কতগুলো মওজুদ ?

২৫ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:১২


রাশিয়ার কাছে সবচেয়ে বেশি
স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা ইন্সটিটিউট সিপ্রি-র তথ্য অনুসারে রাশিয়ার কাছে বর্তমানে সবচেয়ে বেশি আনবিক বোমা রয়েছে৷ দেশটিতে এ ধরনের বোমার সংখ্যা সাড়ে সাত হাজারের বেশি৷ ১৯৪৯ সালে সেদেশ প্রথম পারমাণবিক পরীক্ষা করেছিল৷



দ্বিতীয় মার্কিন যুক্তরাষ্ট্র
মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম পারমাণবিক বোমা বানিয়েছে এবং একমাত্র দেশ যারা এটা যুদ্ধে ব্যবহারও করেছে৷ দেশটির এখন সাত হাজারের বেশি পারমাণবিক বোমা রয়েছে৷



সাবমেরিনে পারমাণবিক বোমা
ফ্রান্সের কাছে পারমাণবিক ওয়ারহেড আছে তিনশ’র মতো৷ এগুলোর অধিকাংশই রয়েছে সাবমেরিনে৷ দেশটির অন্তত একটি সাবমেরিন সবসময় পারমাণবিক বোমা নিয়ে টহল দেয়৷




চীনও পিছিয়ে নেই
আড়াইশ’র মতো পারমাণবিক বোমা আছে চীনের৷ রাশিয়া বা যুক্তরাষ্ট্রের তুলনায় সংখ্যাটা কম হলেও দেশটি ধীরে ধীরে এই সংখ্যা বাড়াচ্ছে৷ স্থল, আকাশ বা সমুদ্রপথে এসব বোমা ছোঁড়া সম্ভব৷




যুক্তরাজ্যেরও আছে পারমাণবিক বোমা
দুইশ’র বেশি পারমাণবিক বোমা রয়েছে যুক্তরাজ্যের কাছে৷ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এই দেশটি ১৯৫২ সালে প্রথম পারমাণবিক পরীক্ষা চালায়৷




দক্ষিণ এশিয়ায় এগিয়ে পাকিস্তান
ইতোমধ্যে তিনবার প্রতিবেশী ভারতের সঙ্গে যুদ্ধে জড়িয়েছে পাকিস্তান৷ দেশটির আছে শতাধিক আণবিক বোমা৷ সাম্প্রতিক সময়ে পারমাণবিক বোমার সংখ্যা বাড়িয়েছে দেশটি৷ অনেকে আশঙ্কা করেন, প্রতিবেশীর সঙ্গে দেশটির লড়াই কোন এক সময় পারমাণবিক যুদ্ধে রূপ নিতে পারে৷




থেমে নেই ভারত
ভারত প্রথম পারমাণবিক পরীক্ষা চালায় ১৯৭৪ সালে৷ দেশটির কাছে নব্বইটির বেশি আণবিক বোমা রয়েছে৷ ভারত অবশ্য জানিয়েছে, তারা আগে কোনো দেশকে আঘাত করবে না, আর যেসব দেশের পারমাণবিক বোমা নেই, সেসব দেশের বিরুদ্ধে তারা এ ধরনের বোমা ব্যবহার করবে না কোনোদিন৷



ইসরায়েল সম্পর্কে তথ্য কম
ইসরায়েল অবশ্য নিজের দেশের পরমাণু কর্মসূচি সম্পর্কে তেমন কিছু জনসমক্ষে প্রকাশ করে না৷ দেশটির আশিটির মতো পারমাণবিক ‘ওয়ারহেড’ আছে বলে ধারণা করা হয়৷


উত্তর কোরিয়া সবার নীচে
এখন পর্যন্ত প্রকাশিত তথ্য অনুযায়ী, উত্তর কোরিয়ার কাছে দশটির কম পারমাণবিক বোমা রয়েছে৷ তবে দেশটির নিজেদের এ ধরনের বোমা তৈরির সক্ষমতা রয়েছে কিনা, তা নিশ্চিত নয়৷

সূত্রঃ ডয়চে ভেলে ।DW

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:১২

সাদা মনের মানুষ বলেছেন: এই মরণ বোমা পৃথিবীতে না থাকলেই ভালো হতো

২৬ শে ডিসেম্বর, ২০১৬ ভোর ৪:৩৯

রাসেল সরকার বলেছেন: যথার্থই বলেছেন ।

২| ২৫ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৬

চাঁদগাজী বলেছেন:



বিশ্বে কয়টি সংস্হা পারমানবিক বোমা ধ্বংস করে বিশ্বকে পারমানবিক বোমামুক্ত করার চেস্টা করছে?

২৬ শে ডিসেম্বর, ২০১৬ ভোর ৪:৪১

রাসেল সরকার বলেছেন: পেশি শক্তি যখন সক্রিয় হয় শক্তিশালী, মানবতার শক্তি তখন কোণঠাসা হয়ে পড়ে ।

৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: পৃথিবী ধ্বংসের সেকি মহা যজ্ঞ!!!

কেন?

ক্ষমতা! দম্ভ! অহংকার!

হায়! কত ক্ষুদ্র মানবী জীবন- সৃষ্টরি সক্ষমতা কত কম! অথচ ধ্বংসের কি বিপুল আয়োজন!!!

দারুন তথ্যপূর্ন পোষ্টে ভাললাগা!

++++

৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: পরমানু যুদ্ধ হলে সেটাই হবে পৃথিবীর তৃতীয় ও শেষ মহাযুদ্ধ।

৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮

চাঁদগাজী বলেছেন:


আমেরিকা আমেরিকানদের, রাশিয়া রাশিয়ানদের; বিশ্ব তাদের নয়; সুতরাং, বিশ্বকে ধ্বংস করার মতো অস্ত্র তৈরির ও রাখার অধিকার ওদের নেই; শুরু হোক আমেরিকা ও রাশিয়ার ও সকল পারমানবিক শক্তির বিরুদ্ধে ক্ষোভ প্রদর্শন, প্রতিদিন

৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:২৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: :|| আম্রেরিকা-রাশিয়ানদের নিয়ে ভেবে চুল ছিড়ার মত অবস্হানে বাংলাদেশীদের নেই। প্রতিবেশী কয়েকটি রাষ্ট এটম বোম নিয়ে ঘুমালে আমরা স্বশ্তিতে ঘুমাতে পারিনা। বাসে আগুন আর ফেলানির রক্তাত্ত দেহ দেখে তাদের মুখের কথা আপাতত বিশ্বাস করতে পারছিনা।

৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৫১

রেজা এম বলেছেন: আমাদের আছে ......................

০.০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০১

টি B-)

৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৬

আবু ছােলহ বলেছেন:




"সাদা মনের মানুষ বলেছেন: এই মরণ বোমা পৃথিবীতে না থাকলেই ভালো হতো।"

-একমত।

১০ ই মার্চ, ২০১৭ দুপুর ২:০০

রাসেল সরকার বলেছেন: যথার্থই বলেছেন ।

৯| ৩০ শে মার্চ, ২০১৭ দুপুর ১:৪৫

নতুন নকিব বলেছেন:



পেশি শক্তি যখন সক্রিয় হয় শক্তিশালী হয়, মানবতার শক্তি তখন কোণঠাসা হয়ে পড়ে ।

-সঠিক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.