নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে কাব্যে ছন্দ নেই,যে সাহিত্যে রস নেই,যে প্রবন্ধে শিক্ষনীয় কিছু নেই,যে দর্শনের নিতীগত দিক নেই,আমি উহাসমগ্রের পাঠক।বরাবরই স্রোতের বিপরীতে চলাচল করে আসছি।আমি নকল সায়ানাইডের ফাদে পরে পার পেয়ে যাওয়া এক যুবক !!!

আমি একই সাথে প্রেমিক এবং বুর্জোয়া

রাব্বি রহমান

যে কাব্যে ছন্দ নেই,যে সাহিত্যে রস নেই,যে প্রবন্ধে শিক্ষনীয় কিছু নেই,যে দর্শনের নিতীগত দিক নেই,আমি উহাসমগ্রের পাঠক।বরাবরই স্রোতের বিপরীতে চলাচল করে আসছি।আমি নকল সায়ানাইডের ফাদে পরে পার পেয়ে যাওয়া এক যুবক !!!

রাব্বি রহমান › বিস্তারিত পোস্টঃ

অসমাপ্ত কৈশোর

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ ভোর ৪:২১

সাদা শার্ট আর সাদা প্যান্টে ল্যাপ্টানো ক্লাস নাইন ,
সভ্য সভ্যতার ধরাবাধা আজব আইন ।
ধরাবাধা দুরন্ত শৈশব-
চিরকুটে বন্দী কত স্বপ্নের মৃত্যু।
সামনের বেঞ্চের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ বইগুলো-
ছিলো শুধুই অসার জ্ঞানের ।
কিন্তু পেছনের বেঞ্চের বইগুলোর ফাঁকে ফাঁকে ;
কিছু, স্বপ্ন, কান্না, দীর্ঘশ্বাস, খুনসুটি আর প্রতিজ্ঞা -
চিরদিনের জন্য অভিমানে আঁটকে গিয়েছে।

অনেকদিন হয়ে গিয়েছে -
প্রকৃতি আমাকে ভাবতে শেখায় নি ।
ভাবিয়েছে আর ভাবতে শিখিয়েছে ....
সাদা কাগজে কালিজ্বলা চিরকুট গুলো।

ছেড়ে যাবার প্রাক্কালে আকাশ থেকে একটা তারা খসে পড়েছিলো-
কোনো ইচ্ছেই করতে পারিনি।
ফ্যালফ্যাল করে চেয়েছিলাম আকাশের দিকে ;
ওটা আমার মতোই একা ,
আর আমি তার পার্থিব শত্রু।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সকাল ৭:৪৯

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: ভালো লাগলো।

২৭ শে জুন, ২০১৫ রাত ২:১৬

রাব্বি রহমান বলেছেন: মন্তব্যের জন্যে ধন্যবাদ

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০২

অপূর্ণ রায়হান বলেছেন: সামনের বেঞ্চের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ বইগুলো-
ছিলো শুধুই অসার জ্ঞানের ।
কিন্তু পেছনের বেঞ্চের বইগুলোর ফাঁকে ফাঁকে ;
কিছু, স্বপ্ন, কান্না, দীর্ঘশ্বাস, খুনসুটি আর প্রতিজ্ঞা -
চিরদিনের জন্য অভিমানে আঁটকে গিয়েছে।
8-|

চমৎকার লিখেছেন। অনেক শুভকামনা ।।

২৭ শে জুন, ২০১৫ রাত ২:১৭

রাব্বি রহমান বলেছেন: মন্তব্যের জন্যে ধন্যবাদ

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ দুপুর ১:২১

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার গাঁথুনির কবিতা । +++

২৭ শে জুন, ২০১৫ রাত ২:১৬

রাব্বি রহমান বলেছেন: মন্তব্যের জন্যে ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.