নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে কাব্যে ছন্দ নেই,যে সাহিত্যে রস নেই,যে প্রবন্ধে শিক্ষনীয় কিছু নেই,যে দর্শনের নিতীগত দিক নেই,আমি উহাসমগ্রের পাঠক।বরাবরই স্রোতের বিপরীতে চলাচল করে আসছি।আমি নকল সায়ানাইডের ফাদে পরে পার পেয়ে যাওয়া এক যুবক !!!

আমি একই সাথে প্রেমিক এবং বুর্জোয়া

রাব্বি রহমান

যে কাব্যে ছন্দ নেই,যে সাহিত্যে রস নেই,যে প্রবন্ধে শিক্ষনীয় কিছু নেই,যে দর্শনের নিতীগত দিক নেই,আমি উহাসমগ্রের পাঠক।বরাবরই স্রোতের বিপরীতে চলাচল করে আসছি।আমি নকল সায়ানাইডের ফাদে পরে পার পেয়ে যাওয়া এক যুবক !!!

রাব্বি রহমান › বিস্তারিত পোস্টঃ

ফিউরেনালের মানপত্র

২৭ শে জুন, ২০১৫ রাত ২:৪০

প্রিয় এক রাতের প্রেমিকা,
কিংবা এপিটাফে জড়িয়ে যাওয়া ভালোবাসা।
তোমার বুভুক্ষ আত্নার আর্তচিৎকারে,
মধ্য রাতে ফিউরেনালের গান।

তুমি-ই কি সব বলবে,
না তুমি বলো নি।
শপথ তোমার -
প্রমিত সরল আশ্বাসের।

অনেক দিন পর ঝড় তুলেছিলে,
মরুতে,
সাগরে,
অথবা ক্ষরস্রোতা নদে।
কামনা-বাসনা
নচেৎ আবেগের ঝড়।

এর পর ঝড় এসেছিলো,
বান ডেকেছিলো,
আক্রান্তরা শেল্টার খুজে নিয়েছিলো,
মাস্তির জলসা মঞ্চ প্রস্তুত হয়ে গিয়েছিলো,
ব্লাক ফোর্স প্রস্তুতি নিচ্ছিলো -
স্পেশাল অপারেশনের।

আচমকাই মৈত্রীর বার্তাবাহকের আগমনে,
ঝড়ের সাথে মেঘের সন্ধি হলো;
তুমি মেঘ হয়ে আসলে-
মেঘো,
কবলিত স্ট্রীটে জল দান করলে।
রাজ্যের শীতলা ভর করলো -
অবারিত প্রান্তরে।

এর পরে আর বান ডাকেনি,
ঝড় আসেনি,
কিন্তু তোমার আমন্ত্রিত এসিড রেইনে -
প্রতিনিয়তই ক্ষত-বিক্ষত হয়ে যাচ্ছে শহরটা।

সেকেন্ড-মিনিটের স্ট্যান্ডার্ডে আমাদের ভালোবাসার দৌর্ঘ্য ,
নব্বই কিংবা একশ মিনিটের হলেও।
কল্পিত সম্রাজ্ঞী -
আমাদের প্রেম জন্ম ও জন্মান্তরের।
ঋতুর ন্যায় বারবার ফিরে আসবে -
সামার , স্প্রিং কিংবা উইন্টার রূপে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.