নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে কাব্যে ছন্দ নেই,যে সাহিত্যে রস নেই,যে প্রবন্ধে শিক্ষনীয় কিছু নেই,যে দর্শনের নিতীগত দিক নেই,আমি উহাসমগ্রের পাঠক।বরাবরই স্রোতের বিপরীতে চলাচল করে আসছি।আমি নকল সায়ানাইডের ফাদে পরে পার পেয়ে যাওয়া এক যুবক !!!

আমি একই সাথে প্রেমিক এবং বুর্জোয়া

রাব্বি রহমান

যে কাব্যে ছন্দ নেই,যে সাহিত্যে রস নেই,যে প্রবন্ধে শিক্ষনীয় কিছু নেই,যে দর্শনের নিতীগত দিক নেই,আমি উহাসমগ্রের পাঠক।বরাবরই স্রোতের বিপরীতে চলাচল করে আসছি।আমি নকল সায়ানাইডের ফাদে পরে পার পেয়ে যাওয়া এক যুবক !!!

রাব্বি রহমান › বিস্তারিত পোস্টঃ

ধর্ম যার যার - রাস্ট্র সবার। এর খতনা করার কিংবা ক্রুস-পৈতা পরানোর দরকার নেই।

২৪ শে মার্চ, ২০১৬ দুপুর ১:১০

রাস্ট্র ধর্ম ইসলাম থাকলে এক্সট্রা কত নেকী ফাও উপার্যন করা যাবে? যেসব রাস্ট্রের রাস্ট্র ধর্ম নেই ওখানের ধার্মিকেরা কি বেহেশত-স্বর্গে যাবে না?

ভাই যে বাড়িটাতে থাকেন ওটা কি ছেলে না মেয়ে? আচ্ছা আপনি যে খাটে ঘুমান সেটার কি খতনা করা হয়েছিলো?

রাস্ট্র একটা ভূখন্ড মাত্র - এটা নারীও না আবার পুরুষও না সুতারং এর নির্দিষ্ট কোনো ধর্মও থাকা উচিত না।

যে মোবাইলটা দিয়ে ভার্চুয়াল জ্ঞান আহোরন/বিতরন করে ট্যাক্স বিহীন সওয়াব কামাচ্ছেন ঐ মোবাইলটা কি হিন্দু নাকি মুসলিম?

আমার ধর্ম বলে এই পৃথিবীর ভিতরে অথবা বাহিরে যা কিছু আছে তার সব কিছুরই মালিক আল্লাহ, আমিও এটাতে বিশ্বাস করি। আর তাই বলেই মনে করি মার্কিন যুক্তরাস্ট্রও আল্লাহর আবার বাংলাদেশও আল্লাহর; উহাতে শুধু শুধু উনার কাগুজে-কলমে মালিকানা দেয়ার কি দরকার? রাস্ট্র সবার এখানে সবাই থাকবে, যার যার মতো ধর্ম পালন করবে। পাড়ার একটা খেলার মাঠে যেমন এক সাথে ক্রিকেট,ফুটবল,ভলিবল,আড্ডা,নেশা,প্রেম সব চলে; তেমনি রাস্ট্রকে মাঠ ভাবলে এখানে সব রকমের খেলাই একসাথে চলা উচিত। বিশ্বাস নিজস্ব ব্যাপার এটাকে নিজেদের মধ্যেই রাখা উচিত- তুমি হার্ডকোর তাই বলে সবাই হার্ডকোর হবে নাকো।

রেফারেন্স টেন্স কিচ্ছু নাহ, একান্তই নিজের ভাষায় আমার মতটা বললাম তবে ঐ দিন কে জানি দেখলাম বললো যে সব রাস্ট্র সেক্যুলার ঐগুলোতে কেনো রাস্ট্র ধর্ম নির্দিষ্ট না থাকা সত্বেও সহিংসতা-হানাহানি ক্যানো? ভাই তাহলে উত্তর দ্যান যে সব রাস্ট্রের খতনা করা ওগুলোতে হানাহানি ক্যানো। আর শোনেন মানসিকতা ধর্ম দিয়ে ঠিক করা যায় না। ওটা আসে পারিবারিক সামাজিক শিক্ষা থেকে, ধর্ম এখানে একটা উপকরন মাত্র।

ধর্ম যার যার - রাস্ট্র সবার। এর খতনা করার কিংবা ক্রুস-পৈতা পরানোর দরকার নেই।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৪১

ছাসা ডোনার বলেছেন: অবশ্যই তাই হওয়া উচিত,ধর্ম যার যার - রাস্ট্র সবার। রাস্ট্রের আবার ধর্ম কিসের?

২| ২৪ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৫৯

মোঃ তালেব বলেছেন:

৩| ২৪ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৯

হাউ মাউ কাউ বলেছেন: ধর্ম যার যার - রাস্ট্র সবার । On repeated fashion সব হিন্দুরাই এই কথা বলে । আমি আপনাকে হিন্দু বলছি না কিন্ত হিন্দুরা এইরকম বলে ।

২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ২:১৯

রাব্বি রহমান বলেছেন: আচ্ছা

৪| ২৪ শে মার্চ, ২০১৬ রাত ৮:১৩

সোনালি সময় বলেছেন: আপনার কথা অনু যাইতো রাষ্ট্রের ভাষা থাকার কথা না তাহলে ওটাও বাদদেন?

২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ২:১৯

রাব্বি রহমান বলেছেন: কথা বলবেন কোন ভাষায় ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.