নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবিষ্কারের নেশায়

রাকিব হোসেন ফুহাদ

এ ধরা ক্ষনিকের জন্য যেতে হবে চলে ক্ষনিকের মাঝে অসীম রহস্য উন্মোচন করে যাব বলে, যাহা আমি শিখিয়াছি এ ধরায় এসে তার চেয়ে ভাল কিছু করে যাব সাবইকে ভালবেসে। তোমরা যেখানে দেখাবে আমায় এক মুঠো মাটি আমি সেখানে খুজে বেড়াব যা সোনার চেয়েও খাটি। তোমরা যেখানে উড়াইয়া দিবে এক মুঠো ছাই আমি তাহাতে খুজে বেড়াব অসীম রহস্যের পাই।

রাকিব হোসেন ফুহাদ › বিস্তারিত পোস্টঃ

জীবন তরীর গ্রাম

২০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:১৪

ছোট ছোট দু’খান গ্রামে মোদের আনাগোনা

একখান গ্রামে চলে গেলে অন্যখান হয় অচেনা,

দুই গ্রামেই বসত করি দুই গ্রামেই বাড়ি

এক গ্রামে ভিত গড়িলে, আরেক গ্রাম যাই ছাড়ি।



দুটি গ্রাম দুটি জগৎ দুটি ভিন্ন রুপ

এক গ্রামে খনি পাইলে, অন্য গ্রামে কূপ,

দু’খান গ্রাম সবার চেনা সবাই আসে যায়

এক গ্রামের বন্ধু স্বজন অন্য গ্রামে হারায়।



এক গ্রামে ফকির হইলে, অন্যখানে রাজা

এক গ্রামে পাপ করিলে অন্যখানে সাজা,

এক গ্রামে বসত গড়ে নাহি ছাড়তে চায়

অন্য গ্রামে চলে গেলে সবই ভুলে যায়।



দুই গ্রামের মাঝে চলে ছোট্ট দুটি তরী

যা আছে সব ফালায়ে রেখে, আমায় নিয়ে যায় ভরি

দুই গ্রামের ছোট্ট তরী সবার পারাপার

দুই পারেতে দুটি জগৎ মাঝে জলাধার।



যাহার তরী ভিড়ায় কূলে, সে যায় তখন চলে

কোন গ্রামে করবে বসত যায়না কাউকে বলে।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০১৪ রাত ১:৫৫

বাংলার পাই বলেছেন: সুন্দর কবিতা।

২| ২২ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:১৪

রাকিব হোসেন ফুহাদ বলেছেন: ধন্যবাদ বাংলার পাই আপনাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.