নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"I am not too much bad as you think and I am not too much good as you think.\"

মোঃ ইমতিয়াজ আহমেদ ইমন

অন্যরকম মানুষ!

মোঃ ইমতিয়াজ আহমেদ ইমন › বিস্তারিত পোস্টঃ

স্যার কোঁতায়? ? ? :-P

১১ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪১

প্রায় ছয় মাস আগের ঘটনা। একটা ইনফরমেশন জানার জন্য আমার এক স্যারের কাছে ফোন দিয়েছিলাম। তখন প্রায় সকাল আটটা বাজে। যাইহোক, স্যারকে কল দিলাম। কিছুক্ষণপর কলটা রিসিভ হলো। যথারীতি সালাম দিলাম। কিন্তু একি বস? :-O
প্রত্ত্যুত্তরে একটা নারী কন্ঠ ভেসে উঠে আমার কানে এক লক্ষ হার্জের কম্পাঙ্ক সৃষ্টি করলো। আমিতো চরম এক্সাইটেড। আবেগ ইজ ইনক্রেইজিং উইদ থ্রিজি ইস্পীড। তবে যথাসম্ভব বিবেকের সাথে আবেগের প্রশমন বিক্রিয়া ঘটালাম। কয়েক সেকেন্ড ভেবে ধরে নিলাম এটা সিওর স্যারের মেয়ে। কচি কন্ঠ তো। আমাকে বললো, কে বলছেন?
- আমি স্যারের ছাত্র। ইমতিয়াজ। স্যার কি বাসায় আছেন?
- জি, আছেন।
- স্যারকে একটু দেওয়া যাবে?
- আব্বুতো এখন "ভাতরুমে।"
- ভাত রুমে কি করে। ভাত খায়?
- কি করে বুঝেন না?
- ফাইজলামি রাখেন। স্যার কোঁতায়? (আমার গলা বসে গিয়েছিল। একারণে কোথায় বলতে গিয়ে কোঁতায় বলে ফেলছি। :-P )
- (লাজুক স্বরে) হুম। ঐখানে গেলে তো সবাই কোঁতায়।
- . . . . (আমি নির্বাক। চাপাস্ট্রোক করছি।) :3
- ঠিকাছে। ৫ মিনিট পরে কল দিয়েন।

হায়রে বস! ৫ মিনিট তো অনেক কম। আমি পরবর্তী ৫ দিন স্তব্ধ হয়ে ছিলাম।

ওহে নারী জাতি! তোম্রা কি আমারে জোকার পাইছো? ;->

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৯

রানার ব্লগ বলেছেন: :D :D

১১ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৩

মোঃ ইমতিয়াজ আহমেদ ইমন বলেছেন: :-P

২| ১১ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০০

ইমরাজ কবির মুন বলেছেন:
:-&

১১ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৫

মোঃ ইমতিয়াজ আহমেদ ইমন বলেছেন: :-D

৩| ১১ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৯

রাশেদ রাহাত বলেছেন: =p~ =p~ .............=p~

১১ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৭

মোঃ ইমতিয়াজ আহমেদ ইমন বলেছেন: ;-)

৪| ১১ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৬

মাঘের নীল আকাশ বলেছেন: লেখক কি এখনো 'কোতাচ্চেন' ? ;)

১১ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫০

মোঃ ইমতিয়াজ আহমেদ ইমন বলেছেন: না বস। কাজটা সকালেই সাইরা ফেলছি। শান্তি :-P

৫| ১১ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৯

আরণ্যক রাখাল বলেছেন: আহরে! এত কচিকণ্ঠের অধিকারীর কাছে কোঁতাকুতির আলাপ শুনতে হয়েছে!

১১ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫২

মোঃ ইমতিয়াজ আহমেদ ইমন বলেছেন: আমি নিতান্ত ভদ্র ছেলে বলেই এই বিড়ম্বনা। জীবনটা কোঁতনময় হয়ে গেছে। :-(

৬| ১২ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪০

রানা আমান বলেছেন: চরম হয়েছে ।

১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৯

মোঃ ইমতিয়াজ আহমেদ ইমন বলেছেন: ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.