নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"I am not too much bad as you think and I am not too much good as you think.\"

মোঃ ইমতিয়াজ আহমেদ ইমন

অন্যরকম মানুষ!

মোঃ ইমতিয়াজ আহমেদ ইমন › বিস্তারিত পোস্টঃ

ঢোলা! :-x

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৪

শপিং করতে মার্কেটে যাচ্ছিলাম। শার্ট, প্যান্ট, গেঞ্জি এবং আন্ডারওয়্যার কিনতে হবে। তো পথিমধ্যে এক বিগ বিগ ব্রাদারের সাথে দেখা হলো। আমাকে বললেন তিনিও মার্কেটে যাবেন। ভালো কথা। একজন সঙ্গী পেলাম। যাইহোক, মার্কেটে গেলাম। প্রথমে হানা দিলাম শার্টস এন্ড জেন্স দোকানে। একটা শার্ট পছন্দ করলাম। বডি ফিটিং। তখন বড় ভাই বলল,
- তুমি না ভদ্র ছেলে? এসব ফিটিং মিটিং শার্ট তোমার সাথে যায়না। ঢোলা ঢালা দেখে একটা পছন্দ কর।
- কিন্তু ভাইয়া. . . . . . . . !
- কোনো কিন্তু না। এইটা দেখো তো। খুব ভালো এবং সুশীল লুকের শার্ট। যথেষ্ট ঢোলা ফর ইউর্স। আর যদি পরে বেশি অসুবিধা হয় তখন লাইট ফিটিং কইরা নিও।
- ও। আচ্ছা। ঠিকাছে। আপনি বলছেন ভালো তো হবেই।

ঢোলা ঢালা দেখে শার্টটা কিনলাম। এরপরে প্যান্টের বেলাও একি দশা হলো। এমনকি গেঞ্জিটা পর্যন্ত ঢোলা ঢালা দেইখা কিনতে হইছে। বিড়ম্বনা নাকের ডগায়।

এইবার আমি নিজের সর্বনাশের শেষ পর্বটা দেখতে চলছি। কারণ, এখন আমরা আন্ডারওয়্যারের দোকানে যাচ্ছি। এবার হয়তো বড় ভাই আন্ডারওয়্যারটাও ঢোলা কিনতে বলবেন। :-P আর বলবেন, বেশি অসুবিধা হলে টেইলারের কাছ থেইকা ফিটিং কইরা নিয়া আসিও। :-(

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.