নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"I am not too much bad as you think and I am not too much good as you think.\"

মোঃ ইমতিয়াজ আহমেদ ইমন

অন্যরকম মানুষ!

মোঃ ইমতিয়াজ আহমেদ ইমন › বিস্তারিত পোস্টঃ

লাভ, ফ্রেন্ডশিপ এন্ড ক্লাসমেট!

০৭ ই মার্চ, ২০১৬ রাত ৯:০৮

ক্লাসের ফাঁকে দু-একটা কথা
হঠাত্‍ দুজনে চোখাচোখি হওয়া
একটু বা বেশিক্ষণ থাকে নিরবতা
তখন দুজনের হয় চোখে চোখে কথা
তারপরে কিশোরীর অপ্রস্তুত হাসি
লাজুক দৃষ্টি বলে, তোমায় ভালোবাসি।

সায়েন্স ল্যাবে গিয়ে, এটা-ওটা নিয়ে
হয় খুনসুটি তার আর আমাতে
ফিজিক্সটা পড়িনা, কেমিস্ট্রি বুঝিনা
পুরো ক্লাস টাইম জুড়ে তাকে ছাড়া কিছু খুঁজি না
আমার দোষ সে খুঁজে তারটা খুঁজি আমি
রাগারাগি চাপাবাজি করে আমিই হার মানি।
তারপরে কিশোরীর অপ্রস্তুত হাসি
লাজুক দৃষ্টি বলে, তোমায় ভালোবাসি।

উচ্চতর গণিত সবচেয়ে প্রিয় ক্লাস
সপ্তাহে দুই দিন তাতেই তো বাজিমাত
এ ক্লাসেই চেয়েছি তাকে আমি বলতে
ভালোবাসি তোমাকে চাই একসাথে চলতে
হয়নি বলা কারণ, বন্ধু আমার সে
তা যদি ভেঙ্গে যায়, থেকে সেই দ্বিধাতে
তবুও থাকি আশায় পাবো বলে তাকে
তাই মাঝে মাঝে নাড়া দিই তার মনের বাঁকে।
তারপরে কিশোরীর অপ্রস্তুত হাসি
লাজুক দৃষ্টি বলে, তোমায় ভালোবাসি।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৬ রাত ৯:১২

বিজন রয় বলেছেন: বান্ধবী স্ত্রী নয়।

০৮ ই মার্চ, ২০১৬ সকাল ৮:০৭

মোঃ ইমতিয়াজ আহমেদ ইমন বলেছেন: ম্যাটার অব সোরো দ্যাট আমার কোনো স্ত্রী নাই। :-P

২| ০৭ ই মার্চ, ২০১৬ রাত ৯:২২

মোঃ ইমতিয়াজ আহমেদ ইমন বলেছেন: জানি। বাট আমার স্ত্রী নাই। ;-)

৩| ০৭ ই মার্চ, ২০১৬ রাত ৯:৩১

মোটা ফ্রেমের চশমা বলেছেন: গল্পটা আমাদের সবার জীবনেই কখনো না কখনো সত্যি হয়ে এসেছে।

০৮ ই মার্চ, ২০১৬ সকাল ৮:০৯

মোঃ ইমতিয়াজ আহমেদ ইমন বলেছেন: এটা গল্প না। বাস্তবতা! ছাত্রজীবনে কম বেশি সবাই ক্লাসমেটের প্রেমে পড়ে।

৪| ০৮ ই মার্চ, ২০১৬ রাত ২:৩৫

কানিজ রিনা বলেছেন: এখনও আসা রাখি এরম সময় আসার।

০৮ ই মার্চ, ২০১৬ সকাল ৮:১০

মোঃ ইমতিয়াজ আহমেদ ইমন বলেছেন: আশা যেন পূরণ হয় এই শুভকামনা রইলো। :-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.