নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই রকম পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে সবাইকে সমান দৃষ্টিতে দেখা হবে। যেখানে থাকবে না কোন পাপ পঙ্কিলতা।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

ছন্দ কবিতা [২]====মো রফিকুল ইসলাম

১৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:১১


[১]
মাটির বুকে ঘুমন্ত বীজ
উদ্ভিদ হয়ে জাগে
ফুলে ফলে ভরা সাজসজ্জা
কত ই না অপরুপ লাগে।।
[২]
টুনটুনিটা দুষ্টু ভারি
এ ডালে ও ডালে বসে
সঙ্গীটি তার দেখেদেখি
ছুটে চলে পাশে পাশে।।
[৩]
ভোরের কালে পূব আকাশে
রক্তরাঙা রবি
প্রকৃতির শোভায় মুগ্ধজন
হয়ে ওঠে কবি।।
[৪]
চাঁদ গায়ে জোছনা মেখে
শুধু শুধু হাসে
তার রূপের শোভা দেখে
ফুল কলি বিকাশে।।
[৫]
প্রখর রবির তীব্র দহনে
থরোথরো কাঁপে আকাশ
চাতক কেবলি চাহে মেঘ পানে
ফেলে দীর্ঘশ্বাস।।

মন্তব্য ১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৫

আরোহী আশা বলেছেন: Nice +্

১৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫৩

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ।শুভসন্ধ্যা

২| ১৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৭

রাজীব নুর বলেছেন: সূর্য উঠছে, সূর্য ডুবছে, দিন যাচ্ছে, মাস যাচ্ছে, বছর ঘুরছে, আমরা বুড়ো হচ্ছি, এটাই তো নিয়ম।
এমন কিছু নেই যেখানে সব থেমে আছে!

১৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫৬

ইসিয়াক বলেছেন: রাজীব নুর ভাই কেমন আছেন? নিশ্চয় ভালো আছেন।অনেক শুভকামনা।শুভসন্ধ্যা। সবসময় পাশে থাকার জন্য আরো একবার ধন্যবাদ।

৩| ১৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫৩

নজসু বলেছেন:



সুন্দর

১৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:২৭

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ

৪| ১৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪৭

বলেছেন: ভালো লাগলো

৫| ১৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫১

কবীর হুমায়ূন বলেছেন: পড়লাম। ছড়ায় ভাবনাগুলো সুন্দর। অন্ত্যমিলের কারুকাজ ভালো হলেও, ছন্দের কারুকাজ কিছুটা ম্রিয়মান। পর্ব বিন্যাসে আরো সচেতনতার দৃষ্টি রাখার জন্য কবিকে অনুরোধ করা যেতেই পারে।


ছন্দ কবিতা (২)
মোঃ রফিকুল ইসলাম
(সম্পাদিত)

(১)
মাটির বুকে ঘুমন্ত বীজ
বৃক্ষ হয়ে জাগে,
ফুলে-ফলে সাজসজ্জা
অপরূপা লাগে।

(২)
টুনটুনিটা দুষ্টু ভারি
এ ডাল ও ডাল বসে,
সঙ্গিনী তার দেখাদেখি
ছুটে পাশে পাশে।

(৩)
ভোরের কালে পূব-আকাশে
রক্তরাঙা ছবি,
মুগ্ধজনে তারই শোভায়
হয়ে উঠেন কবি।

(৪)
চাঁদের গায়ে জ্যোৎস্না মেখে
শুধু শুধুই হাসে,
তারই রূপের শোভা দেখে
ফুল কলি বিকাশে।

(৫)
প্রখর রবির তীব্র দহন
কাঁপে নীল-আকাশ,
চাতক কেবল মেঘ চাহিছে
ফেলে দীর্ঘশ্বাস।

ভুল হলে ক্ষমাসুন্দরভাবে দেখবেন। শুভ কামনা।




১৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:২৭

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ

৬| ১৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:০৩

হাবিব বলেছেন: খুব সুন্দর

১৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:০৪

ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.