নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই রকম পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে সবাইকে সমান দৃষ্টিতে দেখা হবে। যেখানে থাকবে না কোন পাপ পঙ্কিলতা।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

মা

২২ শে জুলাই, ২০১৯ রাত ১০:২৫



আক্ষেপ
ভোরের আলোয় রোদ ঝলমল
সূর্য দেখো হাসে ,
সবখানে সব ঠিকই আছে
মা নেই কেবল ই পাশে।
সাদা বকের ডানায় আভা
ঘাসের ডগায় শিশির
দুঃখ যত কষ্ট যত
নয়তো কিছু হাসির।
ঝরা শিউলি হেসে কয়
ওরে অবুঝ খোকা
মা নেই তো কি হয়েছে
আমরা তো আছি বোকা ।

আবেগ
খোকা ভাবে মা কোথায় আজ !
কোথায় হারালো ?
ভাবতে ভাবতে দুচোখে তার
জল গড়ালো।
মা তুমি ফিরে এসো
আরেকটিবার
তোমার কোলে মাথা রেখে
ইচ্ছে ঘুমাবার।

স্মরণ
একলা থাকি যখন আমি
বসে আপন মনে
তোমার কথাই কেন জানি
শুধু ই পড়ে মনে।
কত তুমি, দুষ্টু বলে দিতে
আমায় বকা
পরক্ষণে আদর করে ডাকতে
"কোথায় রে তুই খোকা!!"

চাওয়া
তোমার খোকা তোমারই আছে
শুধু তুমি নেই
তোমার খোকার একটাই অভাব
চায় তোমাকেই।
চাদের আলোয় ফুলের গন্ধে
মন আকুল হয়
এ পৃথিবীতে কোন কিছুই
মায়ের বিকল্প নয়।

আকুতি
ওমা মাগো..মা
এসো নাগো ফিরে
আসতেই হবে না এলে....
ফিরবো না আর ঘরে।

কবিতাটি আমার প্রিয় আকিম ভাইকে উৎসর্গ করলাম

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২২ শে জুলাই, ২০১৯ রাত ১১:৪৫

নীল আকাশ বলেছেন: মা কে নিয়ে কথোপকথন এর কবিতা ভাল হয়েছে।
৪ নাম্বার লাইনে কেবলি হবে না কেবলই হবে?
১১ নাম্বার লাইনে কী হবে না কি হবে?
আরেকটিবার না আর একটিবার?
দুষ্ট বলে কত তুমি
দিতে আমায় বকা!
একটু পরেই ডাকতে আবার
কৈ রে তুই খোকা!

মা ওগো মা
আস না আবার ফিরে,
তুমি যদি না আস মা
ফিরব না আমি ঘরে!

লেখাটা অন্য ভাবে লেখার চেস্টা করলাম!

শুভ রাত্রী।

২৩ শে জুলাই, ২০১৯ সকাল ৯:৪১

ইসিয়াক বলেছেন: আপনি আমার লেখা গুলো অনেক মনোযোগ দিয়ে পড়েন।ভুল গুলো ধরিয়ে দেন।
আসলে আপনাকে কৃতজ্ঞতা জানাবার ভাষা নেই।
ভালো থাকুন ।সুস্থ থাকুন। শুভকামনা।

২| ২৩ শে জুলাই, ২০১৯ রাত ২:২৭

জগতারন বলেছেন:
প্রিয় জামান ভাইঃ
সুভেচ্ছা নিবেন।
দুঃখের সাথে বলতে হয় আমি আপনার ই-মেলে পাঠানো চিঠিটি কিচ্ছুই বুঝতে পারি নি।
আপনি যে ফন্ট ব্যাবহার করেছেন তা আমার কম্পিওটার-এ পরিস্ফুটিত হয়ে উঠে আসে নি।
আমি আমার কম্পিউটারে "অভ্র" ফন্ট ব্যাবহার করি।
এখন রাত (সকাল) ১টা বিদেশে থাকার অভ্যেস মতো মাগরিবের নামাজের পর পর ঘুমাতে গিয়ে উঠেছি।
উঠেই আমার সংগে করে আনা আমার প্রিয় আই-ফোন টি অন করেই দেখতে পেলাম আপনার লিখা "মা"
কবিতাটি আমাকে উতসর্গ করেছেন, দেখে খুউব আপ্লুত হলাম।

এ-ই প্রথম কোন কবি আমাকে তার লিখা কবিতা উতসর্গ করলো।
আপনার মহানুভতায় আমি ধন্য। আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট্ট করবো না।
আপনার এই মহানুভবতা আমার অন্তরেই রহিল।

আমি আগামী কাল সকাল ৪টায় কাতার এয়ার লাইন্স-এ আবার ডাল্লাসে ফিরে যাচ্ছি। এবার এসে দু'মাস থাকলাম।
পড়িবারে আমার ছোট্ট ভাই-এর অকালে নাফিরার দেশে যাওয়ায় দেশে এসেছিলাম সজ্জায় শায়িত বৃধ
আমার মা'র সাথে কিছু সময়ে থেকে গেলাম। জানিনা আবার এসে আমার স্নেহময়ী মা'কে আর দেখি কিনা আল্লাহই ভালো জানেন।

আমার বাংলাদেশে ফোন নম্বরঃ ******** আর অ্যামেরিকার ফোন নম্বরঃ *********
যোগাযোগ করিবেন।

২৩ শে জুলাই, ২০১৯ সকাল ৯:৪৩

ইসিয়াক বলেছেন: আজকের দিনটা সত্যি অন্যরকম।
ভালো লাগছে।
ভালো থাকুন ।সুস্থ থাকুন। শুভকামনা।

৩| ২৩ শে জুলাই, ২০১৯ রাত ২:৩৩

জগতারন বলেছেন:
আমার নামঃ
এ, কে, এম, রেজাউল করিম। স্বপন
(Akim), অ্যামেরিকায় আমার নিক নাম।

২৩ শে জুলাই, ২০১৯ সকাল ৯:৫০

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ

৪| ২৩ শে জুলাই, ২০১৯ সকাল ৯:৪২

রাজীব নুর বলেছেন: সুন্দর হয়েছে।

২৩ শে জুলাই, ২০১৯ সকাল ৯:৪৮

ইসিয়াক বলেছেন: আমি আপনার জন্য ই অপেক্ষা করছিলাম।বার বার মনে হচ্ছিল ,আমার লেখার মান কী নেমে গেছে।তবে কি আপনি আমার কবিতা পড়েন নি ?
যাক এখন ভালো লাগছে।ভার কমে গেল। আজকের দিনটা সত্যি অন্যরকম।
ভালো থাকুন ।সুস্থ থাকুন। শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.