নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই রকম পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে সবাইকে সমান দৃষ্টিতে দেখা হবে। যেখানে থাকবে না কোন পাপ পঙ্কিলতা।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

জানোয়ারের গল্প

২৩ শে জুলাই, ২০১৯ রাত ৯:০৬


আলোর সে পথ না জানি কত দূর
পেরোতে হবে কত বাধা কত পথ কত সমুদ্দূর ?
বুকে আশা নানাশঙ্কা মনে জাগে কত ভয়
চলিতে পথে কে জানে কখন কি হয়!!
জঙ্গলের রাজত্বে এখানে সম্ভ্রম বাচানো দায়
নিলর্জ বেহায়ার দল সদা করিতেছে হায় হায়
আইন কানুন হেথা সবই হারায়েছে তার গতিপথ
নিজের স্বার্থে কেবল ই সাজায় সুবিধাবাদীরা নানা মত
বুভুক্ষের দল নর মাংস লোভী তাদের পক্ষে সব ই সম্ভব
অন্যের ধন কাড়িয়া তাহারা বাড়ায় বিত্ত বৈভব
যেন হরিন শাবক আমার মা সুস্বাদু লোভনীয়
যেনহিংস্র শকুনীর খাদ্য অতি সুদর্শনীয়
এত নারী লোভী, কোথা ছিলো জানোয়ার
কখনো পিটিয়ে মারে,কখনো ছিন্ন করে দেহ আমার মা'র
মুখোশের আড়ালে থাকা গুটি কয়েক জানোয়ার
সহ্যের সীমার আজ সবটুকু করেছে পার
জেগে উঠো একে একে সব বাঙালী
জেগে ওঠো মানবতা মুছে ফেল সব কলঙ্ক কালী ।।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০১৯ রাত ১০:১৬

চাঁদগাজী বলেছেন:

"রেখো না গো তব ভালে এ কলংক-রেখা,
হে বারিণ্দ্র, তব পদে এ মম মিনতি"।

২৪ শে জুলাই, ২০১৯ সকাল ৭:৪১

ইসিয়াক বলেছেন: অনেক শুভ কামনায়।শুভ সকাল

২| ২৩ শে জুলাই, ২০১৯ রাত ১০:৪২

তারেক ফাহিম বলেছেন: জয় মানবতার জয়।

মানবতার জয় সর্বদায় কাম্য।

২৪ শে জুলাই, ২০১৯ সকাল ৭:৪১

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ

৩| ২৩ শে জুলাই, ২০১৯ রাত ১১:৪৬

নীল আকাশ বলেছেন: দেশে এখন একটা বড় ধরনের রেঁনেসা মতো কিছু দরকার!

২৪ শে জুলাই, ২০১৯ সকাল ৭:৪১

ইসিয়াক বলেছেন: সেরকম ই

৪| ২৪ শে জুলাই, ২০১৯ রাত ৩:৩৯

বলেছেন: জাগ্রত হোক মানবতার বীজ।।।।

২৪ শে জুলাই, ২০১৯ সকাল ৭:৪৪

ইসিয়াক বলেছেন: জেগে উঠি আমরা সবাই
আর ঘুমাবার সময় কোথায়?

৫| ২৪ শে জুলাই, ২০১৯ সকাল ৯:২৮

রাজীব নুর বলেছেন: চমৎকার।

২৪ শে জুলাই, ২০১৯ সকাল ৯:৩০

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ। আপনার ই অপেক্ষয় ছিলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.