নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই রকম পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে সবাইকে সমান দৃষ্টিতে দেখা হবে। যেখানে থাকবে না কোন পাপ পঙ্কিলতা।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

আয়না ও আমি

২১ শে আগস্ট, ২০১৯ সকাল ৯:৩৩


আয়না তোমার মিছেই বড়াই মিথ্যা অহংকার
অন্যের রূপে গরবিনী ,ধার করা অলংকার ।।

হাসলে আমি হাসো তুমি ভারী মজা তো
কাঁদলে আমি কাঁদো তুমি , দুষ্টু খুবই তো !

আমি যদি না থাকতাম তোমার কি হতো ?
শূণ্যবুকে তোমার রূপ, কেমন দেখাতো ?

আয়না তুমি বন্ধু হবে আমার আর নিজের সাথে
দুজন মিলে হাঁটবো না হয় ভরা জোছনার রাতে ।।

আয়না তুমি এমন কেন ?ছড়াও প্রতিবিম্ব ?
ধার করা রূপ নিয়েই বা তোমার কেন এত দম্ভ !

কখনো কখনো আবার তুমি ঠুনকো অভিমানে
ছোট্ট আঘাতে ছড়িয়ে পড়ো রিক্ত ধরাধামে ।।

তারপরেও তোমার অনেক গুন সবচেয়ে আপন তুমি
তোমার ছায়ায় নিজের সকল হারায়ে খুজি আমি।।

মন্তব্য ২২ টি রেটিং +৫/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০১৯ সকাল ৯:৪৬

মীর সজিব বলেছেন: আয়নায় ভেসে উঠে আমার তুমি।

২১ শে আগস্ট, ২০১৯ সকাল ৯:৪৯

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ। এবং আপনাকে আমার ব্লগে স্বাগতম। কি খাবেন বলুন ?

২| ২১ শে আগস্ট, ২০১৯ সকাল ৯:৫৭

মীর সজিব বলেছেন: https://www.mirchapter.com' target='_blank' >মীর চ্যাপ্টার - একটি ব্যতিক্রমধর্মী বাংলা ব্লগ। এখানে প্রচুর পরিমাণে খাবার আছে আসুন ঘুরে আসি একটূ ।

২১ শে আগস্ট, ২০১৯ সকাল ১০:১৬

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ। যাবো নিশ্চয়ই যাবো।
শুভসকাল

৩| ২১ শে আগস্ট, ২০১৯ সকাল ১০:০০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সেই গাটনা মনে পড়ল- আয়না তুমি হৃদয়ের আয়না।

কবিতায় আয়না ভাবনা যথার্থ হয়েছে।

২১ শে আগস্ট, ২০১৯ সকাল ১০:১৫

ইসিয়াক বলেছেন: মাইদুল ভাই ,
আপনাকে পেয়ে ভালো লাগছে । কেমন আছেন ?
শুভসকাল

৪| ২১ শে আগস্ট, ২০১৯ সকাল ১০:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে

২১ শে আগস্ট, ২০১৯ সকাল ১০:১৯

ইসিয়াক বলেছেন: আপু ,
আপনাকে অনেক ধন্যবাদ ।
শুভসকাল

৫| ২১ শে আগস্ট, ২০১৯ সকাল ১১:৫৬

মুক্তা নীল বলেছেন:
আপনি তো একদম বাস্তব কথা দিয়ে কবিতা লিখেন খুব ভালো লাগলো।
শুভকামনা রইলো +++

২১ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:০২

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ । দোয়া করবেন ।

৬| ২১ শে আগস্ট, ২০১৯ দুপুর ১২:৪৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: সুন্দর বলেছেন।

২১ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:০৪

ইসিয়াক বলেছেন: জুনায়েদ ভাই ,
আসসালামু আলাইকুম ।

৭| ২১ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:৩৪

রাজীব নুর বলেছেন: আপনি কি সব সময় ছড়া কবিতাই লিখবেন??
সব ধরনের লেখাই লেখা উচিত।
নতুন কোনো লেখার অপেক্ষায় থাকলাম।

২১ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:৪৩

ইসিয়াক বলেছেন: আসলে অন্য লেখায় অনেক সময় দিতে হয় আর পড়া শোনা করতে হয়। ভাসা ভাসা জ্ঞান নিয়ে কোন কিছু লেখা কি ঠিক? এত কাজের চাপ যে খুব হিমসিম খাবার মত অবস্থা। আমি একটু ঘুম কাতুরে ।কতদিন যে মন ভরে ঘুমাই না আল্লাই জানে। আর কবিতা লেখা খুব সহজ। হাঁটতে চলতে যখন খুশি দু লাইন লিখে ফেললাম ।
কবিতা আমার খুব সহজে আসে।

৮| ২১ শে আগস্ট, ২০১৯ দুপুর ২:৫৮

পদাতিক চৌধুরি বলেছেন: জোসনা রাতের আয়না অথবা বাস্তব জীবনের আয়না যেটাই হোক আপনি নিরন্তর খুঁজতে থাকুন।

শুভকামনা জানবেন।

২১ শে আগস্ট, ২০১৯ বিকাল ৩:৩৫

ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

৯| ২১ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:২৬

ঠাকুরমাহমুদ বলেছেন: আয়না কবিতা খুব ভালো হয়েছে। আয়না বিবির আয়না !!! ধন্যবাদ।

২১ শে আগস্ট, ২০১৯ বিকাল ৫:৫৭

ইসিয়াক বলেছেন: শুভকামনা জানবেন।
অনেক অনেক ধন্যবাদ

১০| ২১ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:৩২

চাঁদগাজী বলেছেন:


আয়না কি আপনার প্রতিবিম্ব বুকে ধারণ করে খুশী, নাকি চায় কোন নারীর প্রতিবিম্বকে চিরদিনের জন্য ধরে রাখতে?

২১ শে আগস্ট, ২০১৯ বিকাল ৫:৫৬

ইসিয়াক বলেছেন: আমি ব্যক্তিগত ভাবে নারীদের শ্রদ্ধা করলে কোন বিশেষ [????] কারনে আর বিশ্বাস করিনা।

১১| ২১ শে আগস্ট, ২০১৯ রাত ১১:৩৫

আখেনাটেন বলেছেন: আমার একটি পরিচিত আয়না ছিল। বলাই বাহুল্য অনেক দুষ্টুও ছিল। :D

২২ শে আগস্ট, ২০১৯ সকাল ৭:২৪

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ।
শুভসকাল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.