নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই রকম পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে সবাইকে সমান দৃষ্টিতে দেখা হবে। যেখানে থাকবে না কোন পাপ পঙ্কিলতা।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

আদনানের ডায়েরী ২

২৮ শে আগস্ট, ২০১৯ রাত ৮:৩৬


প্রথম পর্ব
আদনানের ডায়েরী ১

বড় একটা ইলিশ মাছ কাটা হচ্ছে । ইলিশমাছ দিয়ে বেগুন রান্না হবে আজ । মাছটা বেশ তাজা। মিতা অবাক হয়ে মাছ কাটা দেখছে। তার চোখেমুখে হাজার বিষ্ময় । এই বয়সে প্রত্যক শিশুর চোখেই থাকে হাজার বিষ্ময়, মনে থাকে লক্ষ কোটি প্রশ্ন । সে মনে অনেক প্রশ্ন নিয়ে বেড়ায় ,সব প্রশ্নের উত্তর দেওয়ার লোক , সে খুজে পায় না।
-দাদা ইলিশ মাছ কি খায়?
ছোট বোনের প্রশ্ন শুনে আদনান অবাক হয় । তার সীমিত জ্ঞানে সে জানে না ইলিশ মাছ কি খায়।
-জানিনা ।পোকা মাকড় খায় হয়তো ।
-পানিতে ও পোকা থাকে ?
-হুম ।
আমাদের বাড়ির পাশে যে ডোবা আছে ওখানে আমরা বড় হয়ে ইলিশ মাছ পুষবো।বড় বড় ইলিশ মাছ ।আমায় কিনে দিতেই হবে।দিবি তো দাদা। আদনান কি একটা বলতে যাচ্ছিলো । হঠাৎ ইসলাম সাহেব বাজখাই গলায় হাঁক ছাড়লেন।
আদনান !!
বাবার ডাক শুনলেই সে চমকে ওঠে । এটা নতুন কিছু নয় ।পৃথিবী তে এই লোকটিকে সে জমের মতো ভয় পায় ।
- জ্বী আব্বা।
রেজা সাহেব চোখ মুখ মোটামোটা করে বললেন ,
-শোন আজ বাড়িতে গেষ্ট আসবে । রান্না যেন ভালো হয়। খুব মন দিয়ে রান্না করবি । একটুও যেন চালাকি করবি না । লবন হলুদ তেল সব যেন ঠিক ঠাক হয় । ছয় পিস মাছ আলাদা করে ভাজবি। আর পেয়াজ ভেজে রাখবি ।বুঝেছিস। পোলাও রাধতে পারবি না? মনে আছে তো।গত সপ্তাহে তো রাঁধলি।বেশ স্বাদ লেগেছিল অবশ্য ,ওরকম করে রাধবি।
-ঠিক আছে ।
-বেশ, আর ডিমের কোর্মা করবি । ছয়টা ডিম এনেছি । আলু ভাজবি কুচি কুচি করে । দেখিস পুড়ে না যায় । অল্প জ্বালে ভাজবি। গরুর মাংসটা কষিয়ে নিবি ভালো করে ।ভুনা ভুনা করে রাঁধবি । ঝোল গামাখা গামাখা করে রাখবি । বুঝেছিস ।না বুঝলে বল।
আদনান একটা দীর্ঘস্বাস ছাড়লো । অবশ্যই সাবধানে । নিঃশব্দে ।আস্তে করে বলল ।
-বুঝেছি
- হ্যাঁ ।
-মাছের কি ডিম হয়েছে ?
-না ।
-হবে না , দেখেই কেনা । মাছের ডিম হলে মাছের স্বাদ থাকে না ।যা হোক তুলে খাবি না ।আমরা খেয়ে যা থাকবে তা থেকে দেব ।মাছ কত পিস হয়েছে গুনেছিস ।
- না গুনিনি ।
-এখনি গুনে আমাকে বল ।
-সকালে কি খেয়েছিস ?
-মুড়ি ।
প্রায় মুখে এসে গেছিলো মুড়ি আর চিনি । দ্রুত সামলে নিলো সে ।হঠাৎ আদনানের মনে হলো মাছটা বেড়ালে নিয়ে যেতে পারে । এ পাড়ায় কালো রঙের একটা পাজি বেড়াল আছে ।খুবই সুযোগ সন্ধানী । এক দৌড়ে আদনান মাছের কাছে আসতেই দেখলো ,কালো বেড়ালটি জায়গায় হাজির ।এব্ং তার মুখে ইলিশ মাছের মাথা ।ভয়ে আদনানের শিড়দাড়া বেয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল।আজ কপালে কি কি আছে কে জানে! মিতা কাপড়ের পুতুল গুলো নিয়ে খেলছে। আদনানের এখন আর এখানে থাকতে ইচ্ছা করেনা। কবেই সে কোথায় চলে যেত।ছোট বোনটির জন্য তার খুব ভাবনা হয়।নেহাৎ তাই রয়ে গেছে ........।
জীবনের দুঃখ কষ্টগুলো আসলেই বেশ অদ্ভুদ । জীবনের মজা মনে হয় এখানেই ।
ছবি গুগোল থেকে।

মন্তব্য ২৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০১৯ রাত ৮:৪৭

জাতির বোঝা বলেছেন: সুন্দর তো।

২৮ শে আগস্ট, ২০১৯ রাত ৮:৪৯

ইসিয়াক বলেছেন: প্রথম পর্বটা পড়েছেন ?
অনেক ধন্যবাদ।

২৮ শে আগস্ট, ২০১৯ রাত ৮:৫১

ইসিয়াক বলেছেন: লিঙ্ক দেয়া হলো ।
শুভসন্ধ্যা

২| ২৮ শে আগস্ট, ২০১৯ রাত ৮:৫৬

রাজীব নুর বলেছেন: আসলেই তো ইলিশ মাছ কি খায়??

২৮ শে আগস্ট, ২০১৯ রাত ৮:৫৯

ইসিয়াক বলেছেন: রাজীব ভাই ,আমিও আসলে জানিনা ইলিশ মাছ কি খায়। গল্প কেমন হলো বললেন নাতো ।

২৯ শে আগস্ট, ২০১৯ সকাল ৮:১০

ইসিয়াক বলেছেন: রাজীব নুর ভাই জানতে চেয়েছেন ইলিশ মাছ কি খায় ?
আপনার উত্তর ।

৩| ২৮ শে আগস্ট, ২০১৯ রাত ৯:০০

রাজীব নুর বলেছেন: চমতকার হয়েছে।
আমি মুগ্ধ!
আমি খোজ লাগাচ্ছি ইলিশ মাছ কি খায়?

২৮ শে আগস্ট, ২০১৯ রাত ৯:০২

ইসিয়াক বলেছেন: আচ্ছা , অনেক ধন্যবাদ

৪| ২৮ শে আগস্ট, ২০১৯ রাত ৯:০৭

চাঁদগাজী বলেছেন:


ডায়েরীর ১ম পর্বে, মনে হয়, বাবার নাম ছিলো না; এই পর্বে বাবার নাম, "ইসলাম সাহেব" ও "রেজা সাহেব"।

২৮ শে আগস্ট, ২০১৯ রাত ১০:২১

ইসিয়াক বলেছেন: পিতা- নাম রেজাউল ইসলাম।
ছেলে-রবিউল ইসলাম [আদনান ]
মেয়ে -রুমানা ইসলাম [মিতা]
অনেক ধন্যবাদ মনোযোগ দিয়ে পড়ার জন্য আর মন্ত্যবের জন্য

৫| ২৮ শে আগস্ট, ২০১৯ রাত ১০:৩৭

আহমেদ জী এস বলেছেন: ইসিয়াক,




জীবন বর্ণিল কিন্তু জীবনের কষ্টগুলোর কোনও রং থাকেনা।

এ পর্যন্ত মোটামুটি আছে গল্পটি। চলতে চলতে আরো সুঠাম হোক লেখাটি!

২৮ শে আগস্ট, ২০১৯ রাত ১০:৪৪

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ।
শুভরাত্রি ।

৬| ২৮ শে আগস্ট, ২০১৯ রাত ১০:৪৬

ঠাকুরমাহমুদ বলেছেন: জীবনের মজা মনে হয় এখানেই ।

২৮ শে আগস্ট, ২০১৯ রাত ১০:৪৮

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ।
শুভরাত্রি ।
চা'টা কিন্তু বেশ ।

৭| ২৮ শে আগস্ট, ২০১৯ রাত ১১:৩৫

পদাতিক চৌধুরি বলেছেন: পড়লাম। দেখি আগামীতে কি হয়.....

২৯ শে আগস্ট, ২০১৯ সকাল ৭:২৯

ইসিয়াক বলেছেন: প্রিয় দাদা ,
আমি খুব বেশী মাত্রায় বেভুলো ।ডায়েরী পড়ার সময় দোষত্রুুটি গুলো ধরিয়ে দিয়েন।আমি যেকোন কাজ শুরু করলেও শেষ করতে পারিনা । বড় লেখায় হাত দিতে চাই না এজন্য । কবিতা নিয়েই থাকতে চাই ।কিন্তু ব্লগার রাজীব ভাইয়ের কথাতেই আমার এ প্রচেষ্টা । অনেক ভয়ে আছি । দোয়া করবেন ।
শুভ সকাল

৮| ২৯ শে আগস্ট, ২০১৯ রাত ১২:৩৯

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: ভালো লেগেছে।

২৯ শে আগস্ট, ২০১৯ সকাল ৭:২৩

ইসিয়াক বলেছেন: সাথে থাকুন ।অনেক ধন্যবাদ ।
শুভসকাল

৯| ২৯ শে আগস্ট, ২০১৯ ভোর ৪:২৩

আনমোনা বলেছেন: ভালো লাগলো। আদনানের বয়স কত?

২৯ শে আগস্ট, ২০১৯ সকাল ৭:২২

ইসিয়াক বলেছেন: ১৫ বছর ।
সাথে থাকুন ।অনেক ধন্যবাদ ।
শুভসকাল

১০| ২৯ শে আগস্ট, ২০১৯ সকাল ৭:৪০

রাজীব নুর বলেছেন: ডায়েরী লিখছেন ভালো কথা। আবার যেন ছড়া কবিরা হারিয়ে না যায়। সেদিকেও লক্ষ্য রাখবেন।

২৯ শে আগস্ট, ২০১৯ সকাল ৭:৪৪

ইসিয়াক বলেছেন: চেষ্টা করবো।
যাপিত জীবন চালাতে গিয়ে ই তো সময় পর হয়ে যায়। সময়ের বড় অভাব ।
শুভসকাল

১১| ১৬ ই নভেম্বর, ২০১৯ রাত ১২:২২

বলেছেন: চলতে চলতে যেন না থামে ........

১৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ৮:০৭

ইসিয়াক বলেছেন: চলতে চলতে জীবনে অনেক বার ই পথ হারিয়ে ফেলেছি ।
কিন্তু কখনো দিশা হারাইনি ।
বিপথে যাইনি ।
আমার মায়ের উপদেশ গুলো ছিলো সবসময় সাথে .....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.