নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একান্ত ব্যক্তিগত কারণে ব্লগে আর পোস্ট দেওয়া হবে না। আপাতত শুধু ব্লগ পড়বো। বিশেষ করে পুরানো পোস্টগুলো। কোন পোস্টে মন্তব্য করবো না বলে ঠিক করেছি। আমি সামহোয়্যারইন ব্লগে আছি এবং থাকবো। ভালো আছি। ভালো থাকুন সকলে।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ চল পাখি হয়ে জন্ম নেই আরেকবার

০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:২৩

পরের জনমে আমরা দুজন পাখি হব
তিন সত্যি!!!

মানুষ হওয়া ভীষণ ঝক্কি আজকাল
বড্ড বেশি জটিলতা।

যেমন?

একটু তোর পাশে দাড়াতেই
হাজারটা নিশানা
কেউ সরাসরি
কেউ ঠারেঠোরে
অহর্নিশ গল্প খুঁজে ফেরে
অহেতুক কৌতুহলী জোড়া জোড়া চোখ!

সৃজনশীলতা হারায় প্রেমের সকল পাঠ।

স্বতঃস্ফূর্ততায় আতঙ্ক গ্রাস করে

একটু চুমু
খুনসুটি!

হাজার সমালোচনা
হাজার ক্যামেরা
স্থিরচিত্র
দূরেক্ষণ
এবং
অবশেষে ভাইরাল।

এই সমাজে নির্জন আশ্রয়ের
বড্ড অভাব আজকাল।

তাই
মানুষ নয়, চল পাখি হয়ে জন্ম নেই আরেকবার।
© রফিকুল ইসলাম ইসিয়াক

দূরেক্ষণ
দূরেক্ষণ বি. দূরদর্শন, television. [সং. দূর + ঈক্ষণ]।
দূরেক্ষণ n television.
video, television
video
ভিডিও, দৃশ্য-রেকর্ড, টৈলিভিশন, দূরেক্ষণ
television
টৈলিভিশন, দূরেক্ষণ, টিভি, দূরদর্শন

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: মানুষ আমি আমার কেন পাখির মত মন

পাখি হলেই ভালো হইতো

০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:০৪

ইসিয়াক বলেছেন: মানুষের জ্বালায় পাখি হওয়াই ভালো। তবে সুস্বাদু মাংসের পাখি হওয়া যাবে না টুনটুনি, বুলবুলি এই জাতীয় পাখি হলে ভালো হবে।
হা হা হা
শুভ কামনা রইলো আপু।

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৩৬

নজসু বলেছেন:



সুন্দর

০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:০৫

ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সহ কৃতজ্ঞতা রইলো প্রিয় সুজন ভাই।
ভালো থাকুন সবসময়।
শুভ কামনা রইলো।

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:১০

মরুভূমির জলদস্যু বলেছেন: পাখি হওয়াটা এখন নিরাপদ নয়।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:০৮

ইসিয়াক বলেছেন: মানুষ বড় ভয়ংকর প্রাণি।
পাখি হয়েও নিস্তার নেই।
তবে টুনটুনি বুলবুলি ফিঙে শ্যমা এসব পাখি হলে কিছুটা ছাড় পাওয়া যেতে পারে।

শুভ কামনা সতত।

পাখিদের ছবি নিয়ে একটা পোস্ট দিন।
শুভ রাত্রি।

৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:৩৭

ফয়সাল রকি বলেছেন: নাহ সমাজটা নষ্ট হয়ে গেল! এভাবে কেউ কাউকে ভাইরাল করে!

০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:১৪

ইসিয়াক বলেছেন: ঠিক তাই প্রিয় ব্লগার।
আজকাল প্রাইভেসির বড্ড অভাব।
শুভ কামনা রইলো।
শুভ রাত্রি।

৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৪০

অর্ক বলেছেন: ভালো ভাবনা ও প্রকাশ। বৈচিত্র্যে ভরপুর গতিময় জীবন পাখিদের। দারুণ!

শুভেচ্ছা থাকলো।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:১৪

ইসিয়াক বলেছেন: আপনার জন্যও শুভেচ্ছা রইলো প্রিয় ব্লগার।
কৃতজ্ঞতা জানবেন।

৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:২১

নেওয়াজ আলি বলেছেন: পাথি হলেও যে মানুষ নামে একদল শিকার করতে চাইবেই

০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:১৬

ইসিয়াক বলেছেন: বুলবুলি, টুনটুনি, শ্যমা, কোকিল, দোয়েল এসব পাখি হলে মনে হয় একটু ছাড় পাওয়া যাবে।
শুভ রাত্রি প্রিয় মহী ভাই।
ভালো থাকুন সবসময়।

৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১:২০

জটিল ভাই বলেছেন:
পাখি হয়ে ফাঁকি না হলেই হলো।
জটিলবাদ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:২৩

ইসিয়াক বলেছেন: মানুষের জীবনটাই তো একটা মস্ত ফাঁকি!
ভালো থাকুন প্রিয় ব্লগার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.