নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একান্ত ব্যক্তিগত কারণে ব্লগে আর পোস্ট দেওয়া হবে না। আপাতত শুধু ব্লগ পড়বো। বিশেষ করে পুরানো পোস্টগুলো। কোন পোস্টে মন্তব্য করবো না বলে ঠিক করেছি। আমি সামহোয়্যারইন ব্লগে আছি এবং থাকবো। ভালো আছি। ভালো থাকুন সকলে।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

যাপিত জীবন -২

২৭ শে মার্চ, ২০২২ দুপুর ১২:২৭

আমি সব সময় একা । একা মানুষের জন্য সবসময় একাকী থাকা, একা হয়ে যাওয়া সম্ভব নয়।দিনশেষে আমি মানুষ। অবলম্বন চাই। যেহেতু অবলম্বন চাই সময় কাটাতে হয় তাই ভিডিও দেখি, পড়ি আর টুকটাক লিখি।সময় কেটে যায় বেশ।

একদিন হয়তো সময় ফুরাবে আমার, যেতে হবে অন্য কোথাও। তখন আমার সকল পার্থিব কর্মকান্ড চিরতরে বন্ধ হবে। তবে আমার এই কর্মযজ্ঞ পড়ে থাকবে । স্মৃতি হাতড়াতে কারও যদি ইচ্ছে হয়। আসবেন আমার পাতায়। দোকান কিন্তু খোলা ই থাকবে।
শুভেচ্ছা রইলো।

© রফিকুল ইসলাম ইসিয়াক।

মন্তব্য ২৬ টি রেটিং +১১/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০২২ দুপুর ২:১৫

ভুয়া মফিজ বলেছেন: এমন লিলিপুটিয়ান (সাইজের কথা বললাম, আবার অন্য কিছু মনে কইরেন না) লেখা পছন্দ হয় না। এমন লেখা পড়লে মনে হয়......ফেবু'র স্ট্যাটাস!!! আরেকটু বিস্তারিত লেখলে কি হইতো? এনিওয়ে, আপনি একা, এটা কোন স্পেশাল বিষয় না। দুনিয়ার সব মানুষই একা। কেউ বোঝে, কেউ বোঝে না।

তা, আপনার বউ-পোলাপাইন কেউ নাই এই দুইন্যায়!!!

২৭ শে মার্চ, ২০২২ দুপুর ২:৪২

ইসিয়াক বলেছেন: আগে বলেন প্রিয় ব্লগার কেমন আছেন? অনেক দিন পর আবার আপনাকে দেখে ভালো লাগলো। আশা করি এখন থেকে আবার নিয়মিত পাবো আপনাকে।
যাহোক এটা কিন্তু ফেসবুকের ই পোস্ট হা হা হা।
#অনেকগুলে গল্প লেখা আছে।পোস্ট দেই নাই। বড় গল্প বা বড় পোস্ট লোকজন পড়তে চায় না। তাই আর পোস্ট দেই না। ছোট ছোট পোস্ট তাও কিছুটা পড়ে সেজন্য ই ছোট করে লেখা। পরের পোস্ট বড় করে দেব নিশ্চয়ই।

শুভকামনা রইলো
ভালো থাকুন সবসময়।

২| ২৭ শে মার্চ, ২০২২ দুপুর ২:৫৮

মরুর ধুলি বলেছেন: মহান আল্লাহ আপনার একাকিত্ব দূর করুন খুব দ্রুত।
আপনার কর্মযজ্ঞ হোক পরকালের পাথেয়।
কেউ কেউ কেন যে ফেজবুকের প্রতি বিরক্ত আমি বুঝি না।
ফেজবুকেও কিন্তু ভাল লেখালেখি হয়। হয়তো সেটা কম পরিসরে।

২৭ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:১৪

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ মরুর ধুলি

ভালো থাকুন সবসময়।
শুভকামনা।

৩| ২৭ শে মার্চ, ২০২২ বিকাল ৩:১৯

মোহাম্মদ গোফরান বলেছেন: একাকী হয়ে যাওয়ার অর্থ হলো তুমি খারাপ সঙ্গ পরিত্যাগ করেছো।

-হযরত উমর (রা.)

২৭ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:১৪

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
শুভকামনা রইলো।

৪| ২৭ শে মার্চ, ২০২২ বিকাল ৪:০০

জুল ভার্ন বলেছেন: ভুল লোকদের দ্বারা নিঃসঙ্গতা দূর করার চেষ্টা করা আরো বড় নিঃসঙ্গতার কারন। কখনও কখনও আপনার একা থাকা প্রয়োজন। একাকী হওয়ার জন্য নয়, আপনার অবসর সময় নিজেই উপভোগ করার জন্যে। আমি চিন্তা করে দেখেছি একাকী থাকা কোন খারাফ কিছু নয় বরং খারাফ হলো এমন কোন মানুষের সাথে থাকা যার জন্য পরে একাকী জীবন পাড়ি দিতে হয়।

২৭ শে মার্চ, ২০২২ রাত ১০:২৯

ইসিয়াক বলেছেন: সুন্দর মন্তব্য।
ধন্যবাদ প্রিয় ব্লগার।
ভালো থাকুন।

৫| ২৭ শে মার্চ, ২০২২ বিকাল ৪:৪৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: দাদা, কেমন আছেন?

২৭ শে মার্চ, ২০২২ রাত ১০:৩১

ইসিয়াক বলেছেন: আমি ভালো আছি প্রিয় ব্লগার।
শুভকামনা রইলো ভাই।

৬| ২৭ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:২০

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনি কি পরিবারের সাথে থাকেন না ? আপনার একাকীত্ব দূর হোক ‌‌।

২৭ শে মার্চ, ২০২২ রাত ১০:৪০

ইসিয়াক বলেছেন: যাপিত জীবন সিরিজটি অনেক গুলো পর্বে চলবে। এই সিরিজটি ফেসবুকে মনের কথা নামে লিখছি। এই সিরিজটি মূলত আমার জীবন যাপনের উপর লিখছি । তবে এটি কোনক্রমেই আমার আত্মজীবনী নয়। ব্যক্তিগত অনেক বিষয় আসবে বিভিন্ন পোস্টে সত্য মিথ্যার মিশ্রণ থাকবে হয়তো।নির্জলা সত্য সব সময় প্রকাশ করা যায় না নানাবিধ কারণে। মানুষের জীবনটাই রহস্যময়তায় ভরা আমি মনে করি। এক জীবনে মানুষ ভুল করে শুধরায় আবার ভুল করে আবার। কখনও পাঁকে জড়ায় কখনও পবিত্র হয় কিন্তু পারফেক্ট মানুষ কেউ নেই।

আপনার প্রশ্নের উত্তর পাবেন নিশ্চয়। সংঙ্গে থাকুন। চোখ রাখুন যাপিত জীবনের পরবর্তী পর্বে।

ধন্যবাদ প্রিয় ব্লগার।
শুভকামনা।

৭| ২৭ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:২০

রূপক বিধৌত সাধু বলেছেন: একাকীত্ব একসময় ভালো লাগত। এখন দুঃসহ লাগে।

২৭ শে মার্চ, ২০২২ রাত ১০:৪৫

ইসিয়াক বলেছেন: যে কোন খারাপ সময়কে স্বাভাবিক ভাবে নিতে হবে তা না হলে কষ্টের পাল্লা ভারিই হবে।
আঁধারের ওপাশে সূর্য হাসে। আলো আসবেই। শুধু সময়ের অপেক্ষা। একটু ধৈর্য ধরুন সব ঠিক হয়ে যাবে।

# ফেসবুকে অনেক টিউশনি পাইয়ে দেওয়া গ্রুপ আছে। একটু খোঁজ করলে পেয়ে যাবেন। ওরা টিউশনি পাইয়ে দেয় কমিশনের ভিত্তিতে। যোগাযোগ করে দেখতে পারেন। আমি খোঁজ পেলে আপনাকে ম্যাসেঞ্জারে লিঙ্ক দিয়ে দিবো।
শুভকামনা রইলো।

৮| ২৭ শে মার্চ, ২০২২ রাত ৮:৫৬

জগতারন বলেছেন:
যাপিত জীবন -২ আপনার যাপিত জীবন -১'ও আমি পড়িয়াছিলাম, শুধু একটি লাইক দিয়া চলিয়াগিয়াছিলাম সেখানে কোন মন্তব্য করি নাই।।
এইবার আপনার এই যাপিত জীবন -২ নিয়া অল্প হইলেও একটু মন্তব্য করিতেই হয়ঃ
আজথেকে একবছর আগে আমি আমার জীবনের অভিজ্ঞতার আলোকে একটি সৎ-পরামর্শ দিয়াছিলাম।
এইখানে সর্বসাধারনের মাঝে তাহা আর বলিতে চাহি না, আপনি একটু চিন্তা করিলেই স্মরন করিতে পারিবেন।
দেখুন আমিও কিন্তু অনেকটা আপনার মতই ছিলাম।
আমার সেই সমস্যা অনেকটাই কাটিয়া গিয়াছে।
[সম্প্রতি একটু অসাবধানতার কারনে আমি ব্যাক্তিগত ভাবে খুউব মনঃকষ্ট পাইতেছি; এইখানে উল্লেখই করি হয়তো পাঠক/ আমার ভুল থেকে শিক্ষা নিতে পারিবেনঃ
আমার স্ত্রী সন্তান সম্ভাব্যতী হইয়াছিলেন,
গ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে ঘটনাক্রমে বাসের পিছিনের ছিটে বসায় গাড়ীর ঝাকুনীতে গাড়ীর মধ্যেই বেচারী পেটের ব্যাথায় অসুস্থ অনুভব করিতেছিলেন।
তার পর অনেক অনুরোধ করে এক যাত্রীকে রাজী করায় তার ছিটে সামনের দিকে বসার ব্যাবস্থা করিয়াও শেষ রক্ষা করিতে পারি নাই।
স্ত্রী বেচারী বাসায় আসিয়া এক সপ্তাহর মধ্যেই অসুস্থ হইয়া পড়েন, আশারও সমাপ্তি হইয়া গেলো।
তার পরও আমি আবার আশা রাখি।]
.।.।.।

আপনি সম্ভব হইলে সত্যজিত রায়-এর "অপুর সংসার" চ্চলচিত্রতি দেখিবেন এবং বুঝার চেষ্টা করিবেন;
মানুষ শত সমস্যার পরও কী ভাবে অজানা ভবিতব্যের আশা করে।
আর সেই আশার অঙ্কুর হইতেই করিয়া আবার ন্তুন করিয়া স্বপন দেখে।
আমি শীগ্রই এই সিনেমা নিয়া যত্ন-পর্বক সমালোচনা (রিভিউ) লিখিবো।
চোখ রাখুন প্রিয় বন্ধু 'সামু'-এর প্রতি।

২৭ শে মার্চ, ২০২২ রাত ১১:০২

ইসিয়াক বলেছেন: কেমন আছেন প্রিয় স্বপন ভাই?
নিশ্চয় ভালো আছেন? আমিও ভালো আছি। আমি আগেই বলেছি এই সিরিজটি আমি অনেক অনেক পর্ব লিখতে চাই। আমার পুরো জীবনটা অতীব ঘটনাবহুল। সেই ঘটনাগুলো ইদানীং মাথার মধ্যে অনবরত ঘুরপাক খায়। আমাকে উত্যক্ত করে। আপনি ভালো করে ই জানেন আমি লেখালিখি ছাড়তে পারবো না। আমার দম বন্ধ হয়ে আসবে। আর আমি যেমন আছি সেই জীবনে ই ভালো আছি। কত কিছু তো ছেড়ে এসেছি অনায়াসে। এই জীবন আমার ভীষণ প্রিয়। এখানে আমি নিজস্ব কিছু কাজ করি যা আমাকে তৃপ্ত করে। মানুষ তো মানুষের জন্য না- কি?
তথাকথিত সুখ স্বাচ্ছন্দ্য আমায় আকর্ষণ করে না। আমি সেই জীবন সেচ্ছায় ছেড়ে এসেছি যে। সবার চাওয়া সবার আকাঙ্খা একরকম নাও হতে পারে। এটাই ব্যতিক্রম। আমি সেই ব্যতিক্রম।

ভালোবাসা রইলো প্রিয় ভাই।
# আমি অপুর সংসার দেখেছি অনেক আগে।আবার দেখলাম গতকাল।কারণ নতুন কিছু কাজ করছি সিনেমার উপরে।বিস্তারিত জানাবো শীঘ্রই । হয়তো ভালো কিছু সংবাদ দিতে পরবো।

ভালোবাসা রইলো প্রিয় ব্লগার।

৯| ২৮ শে মার্চ, ২০২২ রাত ১২:৪০

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: একা থাকা ভালো। অনেকজনের মধ্যে একা থাকা আরও ভালো। সমস্যা হয় যখন আমাকে নিয়ে কেউ চিন্তা করে,তাকে ভরসা দিতে মানুষের মধ্যে ফিরে যেতে হয়।
বড় গল্প লিখেন ভাই। আপনার লেখা পড়তে ভালো লাগে।

২৮ শে মার্চ, ২০২২ দুপুর ২:৫২

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া। মন্তব্যে ভালো লাগা জানবেন।

# আপাতত আমি দুটি উপন্যাস নিয়ে ভীষণ ব্যস্ত আছি। সিনোপসিস, চরিত্রের ক্যারেকটারাইজেশন শেষে উপন্যাসের লাইন আপের কাজ করছি। একটু ফ্রি হয়ে আমি গল্প পোস্ট দিবো নিশ্চয় । পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানবেন। শুভকামনা রইলো।

১০| ২৮ শে মার্চ, ২০২২ সকাল ১০:০৪

জটিল ভাই বলেছেন:
প্রিয় ভাই, লিখাটা ছোটর মাঝে অনেককিছু হওয়ায় পড়ে আরাম পেলাম। তবে অপার্থিব চিন্তা যখন মাথায় এসেছে তখন অনুরোধ রইবে যে, আপনার কর্মের অবসানে কিন্তু স্রষ্টার সামনে দাঁড়াতে হবে। আর তার সেজন্য কাজ করার অনুরোধ থাকবে। একা মানুষের এ এক বিশাল সুবিধা।

২৮ শে মার্চ, ২০২২ রাত ৯:৪৬

ইসিয়াক বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই।
ভালো থাকুন সবসময়।

১১| ২৮ শে মার্চ, ২০২২ দুপুর ১:৫৮

অপু তানভীর বলেছেন: সব মানুষই একা । দিন শেষে যখন নিজের মত করে চিন্তা করার একটু সময় পাওয়া যায় তখন চিন্তা করলে দেখা যায় মানুষ আসলেই একা ।

দিনের একটা লম্বা সময় পড়ানো পড়ানোর প্রস্তুতি, অন্যান্য কাজের জন্য ব্যয় হয় । সময় কোন দিক দিয়ে চলে যায় টের পাই নি । সকালে ঘুম থেকে উঠতে উঠতে দেখি রাতে ক্লান্ত হয়ে বাসায় ফিরছি । কিন্তু গোসল সেরে খেয়ে দেয় যখন ঘুমানোর জন্য বিছানাতে শুই, যখন ক্লান্তি কেটে গিয়ে একটু আরাম এসে জড় হয় তখনই আসলে উপলব্ধি হয় নিজের একাকিত্ব ।

আসলে সব মানুষই সম্ভবত আমার মতই । নিজের মত করে যখনই আমরা একটু চিন্তা করতে কিংবা করার সময় পাই তখনই এই বোধটা আসে !

২৮ শে মার্চ, ২০২২ রাত ১১:৩৭

ইসিয়াক বলেছেন: চমৎকার মন্তব্য।
আসলেই সব মানুষ একা। এটা কেউ উপলব্ধি করে কেউ করে না।

ধন্যবাদ।

১২| ২৮ শে মার্চ, ২০২২ বিকাল ৪:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমরা সবাই একারে ভাই

ভালো থাকুন
বউ বাচ্চা সাথে থাকে না?

২৮ শে মার্চ, ২০২২ রাত ১১:৪০

ইসিয়াক বলেছেন: হা হা হা আপু আপনি সত্যি ভীষণ সরল মানুষ। আচ্ছা আপনার প্রশ্নের উত্তর আমি এখন দিবো না। সিরিজটি অনেক গুলো পর্বে চলবে। হয়তো কখনও শেষ ই হবে না। তবে ধীরে ধীরে অনেক প্রশ্নের উত্তর ঠিক ই মিলবে।
শুভকামনা রইলো।

১৩| ২৭ শে মে, ২০২২ সকাল ১১:৪৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনি সিরিয়াসভাবে লেখালেখিতে যুক্ত হতে পারেন।

২৭ শে মে, ২০২২ বিকাল ৪:৪৪

ইসিয়াক বলেছেন: আমি আসলে ভালো গল্পকার হতে চাই। এটা আমার জীবনের একমাত্র চাওয়া যেন মৃত্যুর পরে মানুষ আমাকে আমার লেখার জন্য স্মরণে রাখে। ব্যস এটুকুই আর কিছু নয়।
শুভকামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.