নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একান্ত ব্যক্তিগত কারণে ব্লগে আর পোস্ট দেওয়া হবে না। আপাতত শুধু ব্লগ পড়বো। বিশেষ করে পুরানো পোস্টগুলো। কোন পোস্টে মন্তব্য করবো না বলে ঠিক করেছি। আমি সামহোয়্যারইন ব্লগে আছি এবং থাকবো। ভালো আছি। ভালো থাকুন সকলে।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

গল্পঃ আমার একলা আকাশ

০৬ ই জুন, ২০২২ ভোর ৬:০৭

" তোমরা যারা আজ আমাদের ভাবছো মানুষ কি-না!
আমরা মানুষ ভাগ্য শুধু করলো প্রবঞ্চনা।....
পরপর চারটি গান গেছে আমি একটু থামলাম। লোকজনের উপস্থিতি ভালোই টের পাচ্ছি। তারা পরবর্তী গানের জন্য অনুরোধ করছে।
আমি একটু সময় নিয়ে পরবর্তী গানে যেতে চাচ্ছি। আজ গরমটা একটু বেশিই পড়েছে।এই সকালেই দরদর করে ঘাম হচ্ছে। পানির পিপাসা পেয়েছে খুব ।কয়েকবার চেষ্টা করেও আমি পাশে রাখা পানির বোতলটা ঠিক খুঁজে পাচ্ছি না। জামাল তো ভুল করে না।তাহলে কোথায় গেল পানির বোতল? মুশকিল হলো দেখছি।জামালের ফিরতে ফিরতে সেই দুটো বাজবে।ততক্ষণ...... ।কেউ কি আমায় পানির বোতলটা খুঁজে দেবে?
প্রতিদিন সকালে জামাল আমাকে পৌর পার্কের গেটে বসিয়ে দিয়ে স্কুলে চলে যায়। আমি কিছু সময় বিরতি দিয়ে একটানা গান গেয়ে যাই। গান গাওয়াতে আমার কোন ক্লান্তি নেই।গান আমার জীবন মরণ,গান আমার প্রাণ। আরেকটা গান গাওয়া দরকার। মন চাইছে....
"আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান,সেদিন থেকে গানই জীবন গানই আমার প্রাণ,
আমার মায়ের আদেশ বাবার মত গাইতে হবে গান।
সেদিন থেকে গানই জীবন গানই আমার প্রাণ....."
তারপর আবার
" গান গাই আমার মনরে বোঝাই মন থাকে পাগল পারা, আর কিছু চাই না আমি গান ছাড়া।....
আজ কত পয়সা হল কে জানে।টাকা গুলো তোলা দরকার। একদল আঠা খোরের উৎপাত হয়েছে এদিকে। খুব জ্বালাচ্ছে ইদানীং। টাকা পয়সা সব হাতে আসার আগেই হাওয়া হয়ে যাচ্ছে । ওরা আমার দূর্বলতা সুযোগ নিচ্ছে।
আমি আস্তে আস্তে উঠে দাঁড়াতেই একটা নারী কন্ঠ বলল,
- আপনি কি চললেন?
- না।এখনও আমার যাওয়ার সময় হয় নাই। পানির বোতলটা পাচ্ছি না।খুঁজছি....
- এই নিন আপনার পানির বোতল।
আমি কয়েক ঢোক পানি খেয়ে আবার নির্দিষ্ট জায়গায় বসলাম। গান শুরু করতে হবে।
-নারী কন্ঠটি আবার বলল
- আমি কি আপনাকে কিছু প্রশ্ন করতে পারি?
- বলুন।
- আপনার স্পষ্ট উচ্চারণ আর গায়কী আমাকে আলোড়িত করেছে।প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলে এত সুরে গাওয়া সম্ভব নয়।
-ধন্যবাদ
- আমি আপনার কাছ থেকে একটা দিন নিতে চাই। আমি আপনার কথা শুনবো,আপনাকে জানবো। কত দিতে হবে তার জন্য।
- মানে?
- মানে আপনার দৈনিক যত আয় তার পুরোটা আমি দিতে চাই। বিনিময়ে আপনার সাক্ষাৎকার নিবো।
আমার ভীষণ রাগ হলো।আমি সাধারণত কোনকিছুতে রাগ দেখাই না। আজকাল এক ধরনের উটকো লোক হুটহাট ভীষণ বিরক্ত করে।আমি এসব একদম পছন্দ করি না
আমি সরাসরি বললাম
- আমি ভিখারি নই। আপনি আসুন।

"অলির কথা শুনে বকুল হাসে কই তাহার মত আমার কথা শুনে হাসো না তো..... "

গান গাইছি একটানা।মন আজ ভীষণ রকম বিক্ষিপ্ত। গানে অনেক প্রকার দুঃখ কষ্ট উপশম হয়।
আগামী পর্বে সমাপ্য
© রফিকুল ইসলাম ইসিয়াক

গল্পটিতে কিছু গানের চরণ ব্যবহার করা হয়েছে।
"তোমরা যারা আজ আমাদের ভাবছো মানুষ কি-না "
ছবিঃ লালু ভুলু
কথাঃ মাসুদ করিম
সুরঃ সুবল দাস
কন্ঠঃ খুরশিদ আলম

"আমার বাবার মুখে যেদিন আমি শুনেছিলাম গান"
ছবিঃ নয়নের আলো
কথা ও সুরঃ আহম্মেদ ইমতিয়াজ বুলবুল
কন্ঠঃ এন্ড্রু কিশোর

"গান গাই আমার মন রে বোঝাই মন থাকে পাগলপারা"
কথা ও সুরঃ শাহ আবদুল করিম

"অলির কথা শুনে বকুল হাসে কই তাহার মত আমার কথা শুনে হাসো না তো.... "
কথাঃ গৌরী প্রসন্ন মজুমদার
সুরঃ হেমন্ত মুখোপাধ্যায়
কন্ঠঃ হেমন্ত মুখোপাধ্যায়

মন্তব্য ২২ টি রেটিং +৬/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুন, ২০২২ সকাল ১০:০৫

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: দারুণ । মূর্হুতে অতীতে নিয়ে গেলেন । এসব গান শুনে শুনে বড় হয়েছি । এখন আর এমন সুর কেউ সৃষ্টি করতে পারে না । শুভ কামনা

০৬ ই জুন, ২০২২ সকাল ১০:৩৬

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ।
কৃতজ্ঞতা রইলো। শুভকামনা সতত।

২| ০৬ ই জুন, ২০২২ সকাল ১০:১৮

সোনাগাজী বলেছেন:




এখন অবধি গল্প বলে মনে হচ্ছে না; দেখা যাক, সামনে কি মাংস টাংস আসবে কিনা!

০৬ ই জুন, ২০২২ সকাল ১০:৫৩

ইসিয়াক বলেছেন: একটা লেখার শুরুতে নিরুৎসাহিত করার মত মন্তব্য কখনও কখনও সেই লেখার মৃত্যু ডেকে আনে। যে যা করে তাকে সেই কাজে( যদি সে ভুল পথে না থাকে)উৎসাহিত করলে একসময় তার কাছ থেকে ভালো কিছু আশা করা যায় এবং অবশ্যই সে ভালো কিছু করতে পারে।
আমার ছাত্রদের দিয়ে আমি সেটা প্রমাণ করতে পারি এবং পেরেছি। মানুষকে উৎসাহিত করতে শিখুন নিরুৎসাহিত নয়।
আমার এই গল্পটার যেটুকু অংশ আজ প্রকাশিত তাতে দেখা যাচ্ছে একজন যুবক যে গান গেয়ে জীবিকা নির্বাহ করে। তার কিছু শারীরিক সমস্যাও আছে যা বর্ণনায় প্রকাশিত।সেই সাথে তার পারিপার্শ্বিক পরিবেশ ও বর্ণনায় উঠে এসেছে।তার চরিত্রের কিছুটা বৈশিষ্ট্যও ফুটে উঠেছে একেবারে শেষে। এটুকুই একটা গল্প হবার পক্ষে যথেষ্ট। পরবর্তী অংশ পাঠক নিজের মত করে ভেবে নিতে পারে। মানুষের জীবনে গল্পের শেষেও গল্প থাকে। এটা নিশ্চয় মানবেন।
আপনার বক্তব্য আমার কাছে গ্রহনযোগ্য হয় নি। স্যরি।

৩| ০৬ ই জুন, ২০২২ সকাল ১০:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো। আগামী পর্বের অপেক্ষায়

০৬ ই জুন, ২০২২ সকাল ১১:০০

ইসিয়াক বলেছেন: আগামীকাল শেষ অংশটুকু পোস্ট দিব আশা করছি। ভীষণ ব্যস্ততা যাচ্ছে। একদম সময় বের করতে পারছি না। বড় লেখা দিলে অনেকে পড়েন না। সময়ের অভাবে এড়িয়ে যায়। তাই দু পর্বে দিলাম। যদিও আগামী পর্ব সম্ভবত একটু বড় হবে।
শুভকামনা রইল।

৪| ০৬ ই জুন, ২০২২ দুপুর ১২:২১

অপু তানভীর বলেছেন: গল্প চলুক । এই টুকু পড়ে একটা অনুমান করেছি যে গল্পে সামনে কি হতে পারে ! যদি গল্পটা সেই দিকে না যায় তবে বেশি ভাল লাগবে ! দেখা যাক আপনি কী লিখেন !

০৭ ই জুন, ২০২২ ভোর ৬:০৮

ইসিয়াক বলেছেন: আপনার ভাবনার সাথে আমার লেখা মিলল কি-না জানবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি প্রিয় ব্লগার।
দ্বিতীয় এবং শেষ পর্ব পোস্ট করেছি।

আশা করি মন্তব্য পাবো।

শুভকামনা রইল।

৫| ০৬ ই জুন, ২০২২ দুপুর ১২:৪২

আখেনাটেন বলেছেন: স্ট্রিট সিঙ্গার.....বাংলাদেশের হাট-বাজারগুলোতে আগে দেখা যেতো.....।

মৌলিক গান হলে ভালো হতো......

০৭ ই জুন, ২০২২ ভোর ৬:১৭

ইসিয়াক বলেছেন: প্রিয় ব্লগার
আমার দেখা স্ট্রীট সিঙ্গারদের সাধারণত পুরানো গান গাইতেই দেখেছি। এটা মানুষের দৃষ্টি আকর্ষণ করার অন্যতম সহজ উপায়। মৌলিক গানে সেই সুযোগটা থাকে কম। কারণ মানুষ হিট গানই শুনতে পছন্দ করে। মানুষের কাছ থেকে কিছু সাহায্য সহযোগিতা পাওয়াই যেহেতু তাদের উদ্দেশ্য তাই তারা এই কৌশল প্রয়োগ করে। অন্তত আমার তাই ধারণা।

মন্তব্যে ভালো লাগা জানবেন।
শুভকামনা সতত।

৬| ০৬ ই জুন, ২০২২ দুপুর ১:১৩

পদাতিক চৌধুরি বলেছেন: ওই মিয়া! এটা যে পর।পর্বাকারের সেটা শুরুতে উল্লেখ করলে ভালো হতো অথবা শেষে চলবে.... না লিখলে কি করে বুঝবো যে আগামীতেও চলবে..
পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম...

০৭ ই জুন, ২০২২ ভোর ৬:২১

ইসিয়াক বলেছেন: আপনার ট্রিক্স খাটালাম। হা হা হা.... বড় পোস্ট দিলে আবার কান্নাকাটি করেন।তাই ভেঙে দু টুকরো করলাম। পোস্ট কিন্তু পড়েন নি আমি মন্তব্য দেখে বুঝতে পেরেছি। খুব ফাঁকিবাজ হয়েছেন আজকাল।
পরের পর্ব দিয়েছি। মন্তব্য আশা করছি।
শুভকামনা রইল।

#এখন কেমন আছেন?

৭| ০৬ ই জুন, ২০২২ দুপুর ২:৪৪

মরুভূমির জলদস্যু বলেছেন: দেখা যাক শেষ পর্বে কি আসে।

০৭ ই জুন, ২০২২ ভোর ৬:২২

ইসিয়াক বলেছেন: শেষ পর্ব দিয়েছি প্রিয় ব্লগার।
আশা করি পাঠান্তে মন্তব্য রাখবেন।

৮| ০৬ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:৩২

আহমেদ জী এস বলেছেন: ইসিয়াক,




গল্পের একলা আকাশটা কখন অবারিত হবে তারই অপেক্ষায় ......


০৭ ই জুন, ২০২২ ভোর ৬:২৪

ইসিয়াক বলেছেন: শেষ পর্ব দিয়েছি প্রিয় ব্লগার।
আশা করি কেমন লাগলো জানাবেন।
শুভকামনা রইল।

৯| ০৭ ই জুন, ২০২২ ভোর ৪:৪২

বলেছেন: গল্প চলুক......
একলা আকাশ ভেসে ভেসে,
উদাস হয়ে যাই গান গল্পে হেসে হেসে ......
গল্পে আসুক প্রাণের স্পন্দন,
স্পন্দিত হৃদয়ে ....

০৭ ই জুন, ২০২২ ভোর ৬:২৬

ইসিয়াক বলেছেন: ভ্রাতা আপনার মন্তব্য পেলে আমার সবসময়ই ভীষণ ভালো লাগে।
পরের পর্ব দিয়েছি। আশা করি পড়বেন।

শুভকামনা রইল।

১০| ০৭ ই জুন, ২০২২ ভোর ৫:৩৮

বেবিফেস বলেছেন: ভালো লাগলো। চালিয়ে যান।

০৭ ই জুন, ২০২২ ভোর ৬:২৭

ইসিয়াক বলেছেন: বেবিফেস আপনাকে আমার ব্লগে স্বাগতম।
মন্তব্যে অনুপ্রেরণা পেলাম।

কৃতজ্ঞতা জানবেন।
শুভকামনা রইল।

১১| ০৭ ই জুন, ২০২২ সকাল ৭:৪০

পদাতিক চৌধুরি বলেছেন: পোস্ট পড়িনি মানে!!!! এত বড় অপবাদ! ধরে না পেটাবো :)

০৭ ই জুন, ২০২২ সকাল ১১:৫০

ইসিয়াক বলেছেন: পরীক্ষা নেব কিন্তু। তৈরি থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.