নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একান্ত ব্যক্তিগত কারণে ব্লগে আর পোস্ট দেওয়া হবে না। আপাতত শুধু ব্লগ পড়বো। বিশেষ করে পুরানো পোস্টগুলো। কোন পোস্টে মন্তব্য করবো না বলে ঠিক করেছি। আমি সামহোয়্যারইন ব্লগে আছি এবং থাকবো। ভালো আছি। ভালো থাকুন সকলে।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ প্রিয়তমা মণিকার

৩০ শে জুন, ২০২২ বিকাল ৪:০৮



মনের মাধুরিতে আকাঁ শুধু তোমায় ভেবে লেখা আমার যত ছবি যত গান
তোমাতে আছি তোমাতেই বাঁচি তোমাতে আসক্ত আমার এ প্রাণ।

ওগো সুদূরিকা তুমি কি মরিচীকা না-কি প্রহেলীকা
একি রঙে রাঙালে মদিরা নেশা জাগালে থাকি কেমনে একা একা।

আমার পরাণের তুমি প্রাণের স্পন্দন
আমার ভুবনে তুমি শ্রী নন্দন আমার সকল আশা স্বপ্ন সন্তুষ্টি
আমি তোমাতে উদাসী তোমাতেই ভালোবাসাবাসি
তোমাতেই মম আত্মতুষ্টি।

কি যে যাদু তুমি মনোহারি মধু তুমি
তব নাম জপি বারেবার
আমার জীবনে তুমি চির বহমান তটিনী,তুমি অবারিত দখিনা দুয়ার।

আমার সকল চাওয়া, যা কিছু অর্জন যা কিছু পাওয়া তোমারই নীরব প্রয়াশ।
তোমাতে আছি তোমাতে বাঁচি তুমি মম শ্বাস তুমি প্রশ্বাস।

তোমারই আগুনে চির বহমান ফাগুনে আমি হারাই বারবার
আমার এ জীবন তুৃমি হীনা মিছে, তুমি একান্ত আপনার তুমি সেরা তুমি মনোহরা প্রিয়তমা মণিকার।

© রফিকুল ইসলাম ইসিয়াক

মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০২২ বিকাল ৪:১৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

০৯ ই জুলাই, ২০২২ বিকাল ৩:৪৬

ইসিয়াক বলেছেন: কৃতজ্ঞতা রইলো প্রিয় কবি।
ঈদের শুভেচ্ছা রইলো।

২| ৩০ শে জুন, ২০২২ বিকাল ৪:১৬

রানার ব্লগ বলেছেন: তুমিময় কবিতা !!! ভালো লেগেছে !!

০৯ ই জুলাই, ২০২২ বিকাল ৩:৪৯

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার।
ঈদের শুভেচ্ছা রইলো।

৩| ৩০ শে জুন, ২০২২ বিকাল ৪:৪৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর কবিতা।

০৯ ই জুলাই, ২০২২ বিকাল ৩:৪৯

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকুন।

ঈদের শুভেচ্ছা রইলো।

৪| ৩০ শে জুন, ২০২২ বিকাল ৫:০০

মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো হয়েছে

০৯ ই জুলাই, ২০২২ বিকাল ৩:৫০

ইসিয়াক বলেছেন: অশেষ কৃতজ্ঞতা রইলো।
শুভকামনা সতত।
ঈদ মোবারক।

৫| ৩০ শে জুন, ২০২২ বিকাল ৫:০৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: কবিতায় শব্দ অলংকরণ এর ক্ষেত্রে উপমার আধিক্য কবিতার গতি চাঞ্চল্যের ব্যাঘাত ঘটিয়েছে। বেশ কিছু উপমার সামঞ্জস্যতা লাইনটিতে আরোপিত মনে হয়েছে।

এই প্রথম আপনার কবিতা পাঠ করলাম। আর প্রথম মন্তব্যেই সমালোচনা করে ফেলায় আন্তরিকভাবে দুঃখীত। আশা করছি ব্যাপারটা সহজভাবে নিবেন। ভালো থাকুন সবসময়।

০৯ ই জুলাই, ২০২২ বিকাল ৩:৫০

ইসিয়াক বলেছেন: মন্তব্যে ভালো লাগা জানবেন।

ঈদের শুভেচ্ছা রইলো।

৬| ০১ লা জুলাই, ২০২২ রাত ১২:০৫

মোহাম্মদ গোফরান বলেছেন: এইতো ভালো হয়েছে অনেক আগের গুলোর চেয়ে। পরের কবিতা আরো ভালো হবে আশা রাখি।

০৯ ই জুলাই, ২০২২ বিকাল ৩:৫১

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ।
ঈদ মোবারক।

ভালো থাকুন সব সময়।

৭| ০১ লা জুলাই, ২০২২ রাত ২:০৩

ভার্চুয়াল তাসনিম বলেছেন: বোকা মানুষের সমালোচনা টুকু কে মাথা পেতে নিন। কবিতায় অলংকরণ খুব গুরুত্বপূর্ণ।

০৯ ই জুলাই, ২০২২ বিকাল ৩:৫২

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ।
ঈদের শুভেচ্ছা রইলো।

৮| ০৬ ই জুলাই, ২০২২ রাত ৮:৫২

জুন বলেছেন: মনিকারটা কে :-* তারে তো দেখি উপমায় উপমায় ভরিয়ে তুলেছেন ইসিয়াক ! কিছু বলতে বাকি রাখেন্নাই :`>
ভালোলাগা দিয়ে গেলাম +

১৬ ই জুলাই, ২০২২ সকাল ১০:১৩

ইসিয়াক বলেছেন: আপু সেই মনিকার কে খুঁজে খুঁজেই তো হয়রান। খোঁজ পেলে অবশ্যই জানাবো। হা হা হা
শুভকামনা রইলো।
ভালো থাকুন সব সময়।

৯| ০৭ ই জুলাই, ২০২২ দুপুর ২:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর। পোস্ট কমিয়ে দিয়েছেন যে

১৬ ই জুলাই, ২০২২ সকাল ১০:১৪

ইসিয়াক বলেছেন: সামুতে আর মজা পাই না। লিখি তো রোজ।পোস্ট দেই না।
ভালো থাকুন সব সময়।
শুভকামনা রইলো।

১০| ১৩ ই জুলাই, ২০২২ বিকাল ৩:২৪

পদাতিক চৌধুরি বলেছেন: ওই মিয়া হচ্ছেটা কি!! জুনাপুর কাছে ধরা খেয়ে গেলেন কিন্তু।বলি এভাবে হৃদয়ের হাহাকার না প্রকাশ করলেই কি হতো না? :)

২১ শে জুলাই, ২০২২ সকাল ৮:২৮

ইসিয়াক বলেছেন: তাহলে কবিতার কি হতো? যাহোক, আপনার পোস্ট ভীষণ মিস করছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.