নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একান্ত ব্যক্তিগত কারণে ব্লগে আর পোস্ট দেওয়া হবে না। আপাতত শুধু ব্লগ পড়বো। বিশেষ করে পুরানো পোস্টগুলো। কোন পোস্টে মন্তব্য করবো না বলে ঠিক করেছি। আমি সামহোয়্যারইন ব্লগে আছি এবং থাকবো। ভালো আছি। ভালো থাকুন সকলে।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ আয় চলে আয় বৃষ্টি

১৬ ই জুলাই, ২০২২ সকাল ৯:৫৪


মেঘ পাহাড়ে মন হারালো
উতলা বাতাস সুর ছড়ালো।

আলোর রশ্মি গান ধরেছে
গাছের পাতা তান জুড়েছে।

হলুদাভ রোদ সাঁতরে চলে
ঢেউয়ের দোলায় ছন্দ তুলে।

দোয়েল কোয়েল গাইছে গান
মধুর সুরে জুড়াচ্ছে প্রাণ।

ধানের পাতা দোদুল দোলে
বাতাস লেগে উঠছে ফুলে।

আষাঢ়ের শেষ প্রহরে
প্রকৃতি সাজে রং বাহারে।

এদিকে,

বাদল বর্ষার নেইকো খোঁজ
বদলে গেছে নিত্য রোজ।

আয় মেঘ,আয় নেমে আয়, আয় চলে আয় বৃষ্টি
তুই বিনে হাজারটা ভালোয়,মিলবে না'কো সন্তুষ্টি।

© রফিকুল ইসলাম ইসিয়াক

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০২২ সকাল ১০:৩৫

পদাতিক চৌধুরি বলেছেন: লিখতে থাকুন এইভাবে আরো কবিতা..
আশাকরি দোদুল মেঘ এই ধরনীর বুকে নেমে আসবেই।

২১ শে জুলাই, ২০২২ সকাল ৮:২৩

ইসিয়াক বলেছেন:



পাঠ, মন্তব্য ও লাইকে অনুপ্রাণিত হলাম।
শুভকামনা সতত।

২| ১৬ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:১৫

মাস্টারদা বলেছেন: বৃষ্টি দরকার। সাথে কবিতাও

২১ শে জুলাই, ২০২২ সকাল ৮:২৪

ইসিয়াক বলেছেন:



মাস্টারদা আপনাকে আমার পাতায় স্বাগতম।
মন্তব্যে ভালো লাগা রইলো।
শুভকামনা সতত।

৩| ১৭ ই জুলাই, ২০২২ রাত ৮:২৩

পদাতিক চৌধুরি বলেছেন: ওই মিয়া প্রতিমন্তব্য দিচ্ছেন না কেন?????

২১ শে জুলাই, ২০২২ সকাল ৮:২৫

ইসিয়াক বলেছেন:



হা হা হা এই তো দিলাম ;) । আর আপনি পোস্ট দেন না কেন? আপনার সব লেখা কি বই কিনে পড়তে হবে? X((

৪| ১০ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:১২

খায়রুল আহসান বলেছেন: শেষের পংক্তিজোড়া বাদে আপনার কবিতাটি সুন্দর হয়েছে। শেষে এসে ছন্দপতন ঘটেছে।
কবিতায় প্লাস। + +

১৭ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:৫১

ইসিয়াক বলেছেন: প্রিয় ব্লগার গঠনমূলক মন্তব্যের জন্য কৃতজ্ঞতা রইলো।
আমার মাঝে মাঝে কি হয় জানি না।কিছু কিছু লেখার ক্ষেত্রে এই ধরনের সমস্যা হয়।মনে হয় এটা এভাবে না লিখলে বেশি ভালো হতো অন্যভাবে লেখা যেতো তবুও সংশোধন করা হয়ে ওঠে না আলসেমিতে।
ভবিষ্যতে কবিতাটি নিয়ে নতুন করে ভাববার ইচ্ছে আছে।
শুভকামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.