নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একান্ত ব্যক্তিগত কারণে ব্লগে আর পোস্ট দেওয়া হবে না। আপাতত শুধু ব্লগ পড়বো। বিশেষ করে পুরানো পোস্টগুলো। কোন পোস্টে মন্তব্য করবো না বলে ঠিক করেছি। আমি সামহোয়্যারইন ব্লগে আছি এবং থাকবো। ভালো আছি। ভালো থাকুন সকলে।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

অনু গল্পঃ জীবনের সারসত্য

২৯ শে জুলাই, ২০২২ বিকাল ৩:৩৭



এই চৈত্র মাসে গুনে গুনে আট বছর হলো, রূপালী বেগম অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন ।রোগাক্রান্ত মানুষের জীবন যে কত কষ্টের তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন তিনি।কাছের মানুষগুলো কত সহজে দুরের হয়ে গেল এক নিমেষে। ভাবেন আর চোখের পানি ফেলেন। এছাড়া আর কি বা করার আছে তার মত মানুষের জন্য? কিছু করার নেই।
এক কালে মহা দাপটে যে সংসার তিনি একাই সামলেছেন আজ সেই সংসারে তিনি চূড়ান্ত অবহেলিত ।এক রকম আশ্রিতই বলা যায়।দুবেলা দুটো মুঠো ভাত জোটে কি জোটে না।
হারুন যদি যোগাযোগ বন্ধ না করতো তাহলে তার কদর ঠিকই থাকতো।এটা তিনি মনে প্রাণে বিশ্বাস করেন।কেন? কি কারনে প্রাণ প্রিয় মেজ ছেলেটি তার সাথে যোগাযোগ বন্ধ করেছে, কে জানে?ও কিন্তু কোনদিনই স্বার্থপর ধরনের ছেলে ছিল না,কেন যে এমন করলো,কে বলবে?
বিদেশ যাওয়ার পর নিরবিচ্ছিন্নভাবে দীর্ঘ পাঁচ বছর সে একাই সংসার টেনে নিয়ে গেছে। তিনটি বোনের ভালো জায়গায় বিয়ে দিয়েছে। অন্য দুই ভাই সেই অবসরে হারুনের টাকায় নিজের ব্যবসা গুছিয়ে নিয়েছে।বেশ বড় অংকের টাকার মালিকও হয়েছে।
হারুনের অন্তর্ধানের পর থেকে সবাই যার যার মত হয়ে গেছে একে একে।এখন রূপালি বেগম আর রুহির দেখাশোনার কেউ নেই। এদিকে ছোট মেয়ে রুহির বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে। চিন্তায় ঘুম আসে না রূপালী বেগমের।

চলছিল এমনই কষ্টে সৃষ্টে। হঠাৎ ই এক মধ্য দুপুরে জোহরের আযানের পর পর রুহি হাঁপাতে হাঁপাতে এসে জানালো
- মা, একটা ভালো খবর আছে।
রূপালি বেগম নির্লিপ্তভাবে জানতে চাইলেন
- কি?
- পিয়ন ভাই তোমারে ডাকে?
- ক্যান?
- ভাইজান চিঠি পাঠাইছে।
- কে ভাইজান?
- মেঝো ভাই।
প্রথমে বিশ্বাস হয় নি তারপর জমা হলো একরাশ অভিমান , কোন রকমে দীর্ঘশ্বাস লুকিয়ে রূপালি বেগম তাচ্ছিল্যের সুরে বলল
-ক্যান একটা ফোন দেবার পারে নাই? ঢং কইরা আবার চিঠি দিছে। আজকাল চিঠির চল আছে নি?কই আছিল এত গুলান বছর । কি করছে? ক্যান বে খবর হইছে? কইছে কিছু?
- মা তুমি কি পাগল হইছো?
- আমি তো পাগলই। পাগলই।
- মা!
- ক'গিয়া আমার পায়ে বেদনা,মাজায় বিষ হাটবার পারুম না। তুই গিয়া লইয়া আয়।
একটু সময় পর অভিমান থিতু হতেই জানতে চাইলো কি লিখছে চিঠিত? আমার কথা কিছু লিখছে?

রুহি জোরে জোরে চিঠিটা পড়লো। হারুণ সৌদি আরব থেকে জাহাজে করে ইতালি যাচ্ছে সামনের মাসে।মধ্যে সে বিনা অপরাধে জেলে ছিল তাই ইচ্ছে থাকা সত্ত্বেও যোগাযোগ রাখতে পারে নি।যেখানে যাচ্ছে সেখানে নাকি টাকা আর টাকা। চিন্তা করার কিছু নেই।পৌছে খবর দেবে অতি শিঘ্রী। সব শেষে জানায় আগামী মাস থেকে কিছু টাকা পাঠানোর চেষ্টা করবে।
রূপালি বেগমের চোখ চক চক করে উঠলো।এবার তার একটা গতি হবে,বাতের ব্যথারও চিকিৎসা হবে। হারুণ যে তাকে চরম ভক্তি করে।আহা ছেলে একখান! লাখে একটা।
এই খবরে হঠাৎ করে রুহির ভাই ভাবিদের ব্যবহার বদলে যায়। সবাই বেশ খাতির করা শুরু করলো রূপালী বেগমের।রুহি ঘরের দরজা বন্ধ করে নতুন করে রুপমকে মেসেজ পাঠায় "প্লান মাফিক সব কাজ ঠিক ঠাক হয়েছে।সবাই তাকে বিশ্বাস করেছে। মা খুব খুশি।"
রুপম ফিরতি মেসেজ পাঠায়
"মায়ের ব্যবস্থা তো হলো এবার বিয়েটা সেরে ফেলা যাক। আর তো কোন সমস্যা নেই"
"চিঠিতে তো লিখলে মাসে মাসে টাকা পাঠাবে।তার কি হবে জনাব?"
"সে তোমায় ভাবতে হবে না। আগে তো কবুল বল।"
"চ্যাটিং এ কবুল বলে ক্যামনে?"
এরপর একের পর এক হাসির ইমো বিনিময় হয় দুজনের মধ্যে।.....

© রফিকুল ইসলাম ইসিয়াক

"খ্যাপা খুঁজে খুঁজে ফেরে" ধারাবাহিক গল্পটির পরবর্তী পর্ব খুব শিঘ্রী পোস্ট দেওয়া হবে।
ধন্যবাদ

মন্তব্য ১৮ টি রেটিং +৮/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুলাই, ২০২২ বিকাল ৩:৫৭

পদাতিক চৌধুরি বলেছেন: অন্তর্ধান মেজো ছেলেকে সামনে রেখে ছোট বোন তার বয়ফ্রেন্ডের সঙ্গে কৌশল করে বিয়েতে রাজি করানোর জন্য অবহেলিত মাকে নিয়ে এমন মিথ্যা চ্যাটিং করাটা ঠিক মনে ধরলো না।
তবে যাই হোক গল্প বলে তো কথা।

শুভকামনা আপনাকে।

২৯ শে জুলাই, ২০২২ বিকাল ৫:০০

ইসিয়াক বলেছেন: যে বাবা মা আদর যত্নে সন্তানদের লালন পালন করে বড় করে তোলেন বেশিরভাগ ক্ষেত্রে শেষ বয়সে সেই বাব মাকে সন্তানরা বোঝা মনে করে।
ধন্যবাদ প্রিয় ব্লগার ।
শুভকামনা রইলো।

২| ২৯ শে জুলাই, ২০২২ বিকাল ৫:২২

মোগল সম্রাট বলেছেন: মধ্যবিত্ত পরিবারের গল্পগুলোতেই জীবন খুুজে পাওয়া যায়। ভালো লাগলো পড়ে।

ধারাবাহিক পড়ার অপেক্ষায় রইলাম।

২৯ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৪৭

ইসিয়াক বলেছেন:


আমাদের সমাজ দ্রুত অধঃপতিত হচ্ছে। এর থেকে আশু মুক্তির সম্ভাবনা ক্ষীণ।

শুভ সন্ধ্যা।

৩| ২৯ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:১৪

জুল ভার্ন বলেছেন: এই গল্পে সামাজিক পারিবারিক এবং ব্যাক্তি চরিত্রের অবক্ষয়ের একটা অংশ ফুটে উঠেছে।

২৯ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৪৮

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার।
শুভ সন্ধ্যা।

৪| ২৯ শে জুলাই, ২০২২ রাত ৮:৩৯

অপু তানভীর বলেছেন: আরে গল্পের শুরুতে কী ভাবছিলাম আর শেষে এসে কি হল ! বেশ বেশ !

তবে একজনের উপরে এই ভাবে সংসারের বোঝা চাপিয়ে দেওয়ার ব্যাপারে আমার বেশ আপত্তি আছে । কিন্তু জগত সমাজের নিয়মই হচ্ছে এমন !

৩১ শে জুলাই, ২০২২ দুপুর ২:৫৭

ইসিয়াক বলেছেন: আমার তাই মত। একজনের উপর সংসারেে সব বোঝা চাপিয়ে দেওয়া সত্যি অমানবিক। বেশির ভাগ সময় দেখা যায় যে সারা বছর ধরে দায়িত্ব পালন করল শেষে সে উপেক্ষিত।
শুভকামনা রইলো।

৫| ২৯ শে জুলাই, ২০২২ রাত ১১:০৮

শায়মা বলেছেন: হায় হায় মাকে মিছা কথা বলা!!!!!!!!

কি সর্বনাশ!! :||

৩১ শে জুলাই, ২০২২ বিকাল ৩:০২

ইসিয়াক বলেছেন: আমরা আসলে দিন দিন বড্ড বেশি আত্নকেন্দ্রিক হয়ে উঠছি। বয়স্ক মানুষগুলোকে বোঝা ভাবছি।

৬| ৩০ শে জুলাই, ২০২২ রাত ১:৫০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ইসিয়াক ভাই গল্পতো
ভালোই ফেদেছেন!
কিছু দিন কবিতাকে
ছুটি দিয়ে গল্পকে
নিয়ে ঘড় সংসার
করুন!

৩১ শে জুলাই, ২০২২ রাত ৮:২২

ইসিয়াক বলেছেন: নুরু ভাই,
অনেকদিন পরে আপনাকে আমার পোষ্টে পেয়ে ভালো লাগলো।
মন্তব্যে অনুপ্রাণিত হলাম।

শুভকামনা রইলো।

৭| ৩০ শে জুলাই, ২০২২ দুপুর ২:১১

কাছের-মানুষ বলেছেন: মধ্যবিত্ত জীবনের গল্প। চলতে থাকুক।

৩১ শে জুলাই, ২০২২ রাত ৮:২৯

ইসিয়াক বলেছেন: প্রিয় ব্লগার গল্পটি আপাতত এখানেই সমাপ্ত।
আজকা্ল মানুষ বড্ড বেশি নিজেকে নিয়ে ব্যস্ত। বলা যায় মাত্রাতিরিক্ত স্বার্থপরতা কাজ করে প্রায় সকলের মাঝে যা অত্যান্ত দুঃখজনক। সেই ব্যাপারটা গল্পটিতে তু্লে ধরার চেষ্টা করা হয়েছে।
শুভেচ্ছা সহ শুভকামনা রইলো।

৮| ৩০ শে জুলাই, ২০২২ বিকাল ৪:০৭

মনিরা সুলতানা বলেছেন: দারুণ টুইস্ট
ভালোলাগা।

৩১ শে জুলাই, ২০২২ রাত ৮:৩২

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ আপু।
আপনার ভালো লাগা আমার চলার পথের পাথেয়। কৃতজ্ঞতা রইলো।

শুভেচ্ছা সহ শুভকামনা রইলো।

৯| ৩০ শে জুলাই, ২০২২ বিকাল ৪:১৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: মেঝো ছেলে যোগাযোগ কেন বন্ধ করেছে এটা বুঝলাম না।

ছোট মেয়ে মায়ের সাথে চালাকি করলো নাকি ছোট মেয়ের জামাই শাশুড়ির দায়িত্ব নিল বুঝতে পারলাম না।

১০| ০১ লা আগস্ট, ২০২২ দুপুর ১২:৪১

ফয়সাল রকি বলেছেন: মেজো ছেলের খোঁজ তাহলে পাওয়া গেল না!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.