নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একান্ত ব্যক্তিগত কারণে ব্লগে আর পোস্ট দেওয়া হবে না। আপাতত শুধু ব্লগ পড়বো। বিশেষ করে পুরানো পোস্টগুলো। কোন পোস্টে মন্তব্য করবো না বলে ঠিক করেছি। আমি সামহোয়্যারইন ব্লগে আছি এবং থাকবো। ভালো আছি। ভালো থাকুন সকলে।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ শরত এলো

১৭ ই আগস্ট, ২০২২ ভোর ৫:৫০

নীল আকাশে মেঘের ভেলা
রৌদ্র সেথায় করছে খেলা।

মাছরাঙাটি বটের ডালে
ঢেউয়ের নাচন নদীর জলে।

পানকৌড়ি ডোবে ভাসে
শাপলা শালুক মুচকি হাসে।

নারকেলের ওই লম্বা মাথায়
নীল নীলিমা স্বপ্ন ছড়ায়।

গঙ্গা ফড়িং লাফিয়ে চলে
কাশের বনে হেলে দুলে।

মন খুশিতে খুকু নাচে
সঙ্গী সাথী পিছে পিছে।

ঢাক বাজা পুজো এলো বলে
আনন্দে মাতো সদলবলে।

শরত এলো নব সাজে
ঢ্যাম কুড়া কুড় বাজনা বাজে।

বাজনা বাজে বাজনা বাজে
মনের মাঝে সকালসাঁঝে।

© রফিকুল ইসলাম ইসিয়াক

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০২২ সকাল ৮:২৩

শেরজা তপন বলেছেন: কি কবি মহাশয় -ব্লগে ইদানিং খানিকটা অনিয়মিত মনে হচ্ছে। অন্য মিডিয়াতে বেশী একটিভ নাকি?
কবিতা ভাল হয়েছে

১৭ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:৩৮

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার।
ব্যক্তিগত ব্যস্ততার জন্য ব্লগে কম আসা হচ্ছে। কবিতা ভালো লেগেছে জেনে অনুপ্রাণিত হলাম। শুভেচ্ছা রইলো।

ভালো থাকুন সব সময়।

২| ১৭ ই আগস্ট, ২০২২ সকাল ৮:৫৭

খায়রুল আহসান বলেছেন: সুন্দর ছন্দে চমৎকার শারদীয় চিত্র। + +

১৭ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:৫৫

ইসিয়াক বলেছেন: অনুপ্রেরণাদায়ক মন্তব্যে ও পোস্টটিকে লাইক করার জন্য অশেষ কৃতজ্ঞতা রইলো।
অশেষ শুভকামনা রইলো।

৩| ১৭ ই আগস্ট, ২০২২ সকাল ৯:০৬

খায়রুল আহসান বলেছেন: আপনার এর আগের দুটো কবিতায় মন্তব্য রেখেছিলাম, জবাব পাই নি।

১৭ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:০৪

ইসিয়াক বলেছেন: আমি অত্যান্ত দুঃখিত প্রিয় ব্লগার।
আসলে ব্যাক্তিগত ব্যস্ততার জন্য প্রতিমন্তব্যে আসতে দেরি হলো। আশা করি বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তাছাড়া আমি ইদানীং প্রতিমন্তব্য করতে অলসতাও করছি এটা না স্বীকার করে উপায় নেই।চেষ্টা থাকবে এই সমস্যা দ্রুত কাটিয়ে উঠবার।

আপনার মন্তব্য সবসময় আমাকে প্রেরণা জোগায়।আসি সত্যি বলছি আপনার এবং সামু ব্লগের সকলের প্রতি আমি চির কৃতজ্ঞ।

শুভেচ্ছা রইলো।

৪| ১৭ ই আগস্ট, ২০২২ সকাল ৯:২১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।

১৭ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:০৬

ইসিয়াক বলেছেন: প্রিয় কবি ভালোবাসা রইলো।
অনেকদিন পরে আপনাতে আমার কবিতায় পেয়ে সত্যি ভালো লাগলো। ভালো থাকুন সবসময়।

শুভেচ্ছা রইলো।

৫| ২০ শে আগস্ট, ২০২২ বিকাল ৪:০৭

জটিল ভাই বলেছেন:
শরতের এই রূপ দেখে,
ইসিয়াক ভাই কাব্য লিখে :)

২৭ শে আগস্ট, ২০২২ রাত ৮:৪৩

ইসিয়াক বলেছেন: কাব্যিক মন্তব্যে ভালো লাগা জানবেন প্রিয় ব্লগার।
শুভকামনা সতত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.