নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একান্ত ব্যক্তিগত কারণে ব্লগে আর পোস্ট দেওয়া হবে না। আপাতত শুধু ব্লগ পড়বো। বিশেষ করে পুরানো পোস্টগুলো। কোন পোস্টে মন্তব্য করবো না বলে ঠিক করেছি। আমি সামহোয়্যারইন ব্লগে আছি এবং থাকবো। ভালো আছি। ভালো থাকুন সকলে।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

কপি রাইটিং

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:১৪

১। আপনি কি মুক্তচিন্তায় বিশ্বাসী? একজন মুক্তমনা আধুনিক মানুষ?
আপনার স্বাধীন মতামতের কারণে বিভিন্ন স্যোসাল মিডিয়ায় কতিপয় মহলের সম্মিলিত রিপোটিং এর জন্য বারবার আই ডি হারাচ্ছেন?হারিয়ে ফেলছেন আপনার মূল্যবান লেখা? আপনার লেখক স্বস্ত্বা কি হুমকির মুখে? এরম পরিস্থিতিতে চরম হতাশায় ভুগছেন?এহেন পরিস্থিতিতে আপনি কি স্বাধীন মতামত ব্যক্ত করার জন্য বিকল্প উন্মুক্ত প্ল্যাটফর্ম খুজছেন? তাহলে আর দেরি কেন? চলে আসুন আধুনিক জ্ঞান চর্চার পীঠস্থান সামহোয়্যারইন ব্লগে।এখনই ফ্রীতে রেজিস্ট্রেশন করুন। আপনার চিন্তাকে ছড়িয়ে দিন বিশ্বব্যাপি নিশ্চিতে।
ব্লগ এবং ব্লগারগণ যুক্তিযুক্ত মতামতকে গুরুত্ব দেয় অযৌক্তিকতা কে নয়।

২।ফুলের কানে ভ্রমর এসে চুপিচুপি বলে যায়....

আরে ভাই এই সব চুপিচুপি লুকোচুরির দিন শেষ।আপনি যদি লেখালেখির সাথে যুক্ত হয়ে থাকেন। তাহলে শুনুন এবার নিজের প্রতিভার দ্যূতি ছড়িয়ে দেবার সময় হয়েছে।
আপনি যদি শুধুমাত্র পড়ুয়া হয়ে থাকেন সেক্ষেত্রেও বৈচিত্র্যময় নানা লেখা আপনাকে ঋদ্ধ কবরে নিশ্চিত।

আসুন যোগ দিন পৃথিবীর সর্ববৃহৎ বাংলা ব্লগ কমিউনিটিতে।সামহোয়্যারইন ব্লগে সম্পূর্ণ ফ্রীতে রেজিস্ট্রেশন করুন।
নিজেকে মেলে ধরুন বৃহত্তম পরিসরে। হোক সে গল্প কবিতা বা ফিচার । লিখুন মন খুলে।ডুব দিন জ্ঞানের সাগরে।

৩। ব্লগ ব্লগিং ব্লগারদের সম্পর্কে শুনেছেন নিশ্চয়?আপনিও হতে পারেন একজন জনপ্রিয় ব্লগার। রকমারী প্রতিভার সংস্পর্শে আসতে চাইলে নিজের লেখার সঠিক মূল্যায়ণ চাইলে চলে আসুন সামহোয়্যারইন ব্লগে।
এক্ষেত্রে আপনাকে তেমন কিছু করতে হবে না। শুধু মাত্র একটা ইমেইলের মাধ্যমে ফ্রী রেজিস্ট্রেশন করুন সামহোয়্যারইন ব্লগে।
ব্যাস শুরু করুন লিখতে আর পড়ুন পছন্দের বিষয়।

৪। মনের কথা জমেছে মনে?
লিখেছেনও হয়তো কিছু কিন্তু
কোথাও প্রকাশ করা হয়নি তাইতো?
আর দেরি নয় রেজিস্ট্রেশন করুন
সর্ববৃহৎ বাংলা কমিউনিটি ব্লগ সামহোয়্যারইন ব্লগে
তারপর?
দেখবেন পুরো বিশ্বের বাংলা ভাষা ভাষী পড়ছে আপনাকে।
শুরুটা হোক এখনই স্বপ্ন মেলুক পাখা।

৫। নিজেকে মেলে ধরতে নিজের ভাবনাগুলো ছড়িয়ে দিতে কে না চায়। তবে আর দেরি কেন? আজই রেজিষ্ট্রেশন করুন সামহোয়্যারইন ব্লগে সম্পূর্ণ ফ্রীতে হয়ে উঠুন দক্ষ কলমকার।

৬।আপনি কি নিঃসঙ্গতায় ভুগছেন
কোন কারণে ডিপ্রেশনে আছেন?
তবে আপনার নিঃসঙ্গ জীবনের একমাত্র সঙ্গী হতে পারে সামহোয়্যারইন ব্লগ।
ডিপ্রেশন ভুলতে নিঃসঙ্গতা কাটাতে সর্ববৃহৎ বাংলা ব্লগ সামহোয়্যারইন ব্লগে আজই রেজিষ্ট্রেশন করুন।
শুভ হোক এই পথচলা।

৭।ফেসবুকের ফেক ভালোবাসা নয়। নয় মিথ্যা লাইকের বন্যা।আপনি আপনার লেখার সঠিক মূল্যায়ণ পেতে চান। আধুনিক দৃষ্টি ভঙ্গির খোলা প্রান্তরে নিজেকে মেলে ধরতে চান। তো আজ ই ফ্রীতে রেজিষ্ট্রেশন করুন সামহোয়্যারইন ব্লগে। নিজেকে নতুন রূপে আবিষ্কার করুন । ছড়িয়ে দিন আপনার
সুপ্ত প্রতিভার দ্যুতি সমগ্র বিশ্বে।
চলে আসুন সর্ববৃহৎ বাংলা ব্লগ কমিউনিটি সামহোয়্যারইন ব্লগে।

© রফিকুল ইসলাম ইসিয়াক

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:০৭

শেরজা তপন বলেছেন: বেশ চিন্তা-ভাবনা করে লিখা। সবগুলোই ভাল হয়েছে।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:১৮

ইসিয়াক বলেছেন:







অনেক অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার।
আপনার মন্তব্যে ভরসা পেলাম।
কৃতজ্ঞতা রইলো।

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:১৯

পদাতিক চৌধুরি বলেছেন: ওয়াও! ভার্চুয়াল জগতে ব্লগিংকে পরিচয় করাতে বা সম্পূর্ণ অজানা পাঠকদের সামনে ব্লগিংকে তুলে ধরতে আপনার লেখাটা খুবই সুন্দর হয়েছে।++

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:৪৯

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার।

আসলে আমি কিছুটা বিভ্রান্তির মধ্যে আছি। ব্লগে আসি সময় পেলে, পুরানো পোস্ট পড়ি চলে যাই। পোস্ট দিতে বা কমেন্ট করতে ইচ্ছে করে না আর। ব্লগটা দিন দিন কেমন যেন বৈচিত্রহীন হয়ে যাচ্ছে। না-কি সমস্যা আমার? কে জানে? ভালো থাকুন।

শুভকামনা রইল।

৩| ২৭ শে মার্চ, ২০২৩ রাত ১১:০২

খায়রুল আহসান বলেছেন: "শুরুটা হোক এখনই, স্বপ্ন মেলুক পাখা" - চমৎকার একটি কাব্যিক উদ্দীপনা যুগিয়েছেন এই লাইনটির মাধ্যমে।
প্রায় দেড় মাস পরে পড়লাম, কিন্রু আদৌ না পড়লে মিস হতো। অল্প কথায় ভালো লিখেছেন।
পোস্টে প্লাস। + +

৩০ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:২৭

ইসিয়াক বলেছেন:





অশেষ কৃতজ্ঞতা রইলো প্রিয় ব্লগার।
আমার প্রচেষ্টা আপনার ভালো লেগেছে জেনে ভীষণ অনুপ্রাণিত হলাম।
ভালো থাকুন সব সময়।
শুভেচ্ছা সতত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.