নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একান্ত ব্যক্তিগত কারণে ব্লগে আর পোস্ট দেওয়া হবে না। আপাতত শুধু ব্লগ পড়বো। বিশেষ করে পুরানো পোস্টগুলো। কোন পোস্টে মন্তব্য করবো না বলে ঠিক করেছি। আমি সামহোয়্যারইন ব্লগে আছি এবং থাকবো। ভালো আছি। ভালো থাকুন সকলে।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

ছড়াঃ নতুনের আবাহনে হাসে দশদিক

০৩ রা মার্চ, ২০২৩ সকাল ১১:৩১

চোখ মেলে চেয়ে দেখি
হয়ে গেছে ভোর
নব রাগে জাগিছে
নতুন প্রহর।

পাখিদের কলতানে
মুখরিত ক্ষণ
ফুল বনে অলি যত
করে গুঞ্জন।

পূবদিকে জাগিছে
রবিকর ওই
নিজ ব্যস্ততায় ঘর
ছাড়ছে বাবুই।

শিশির বিন্দু কয়
"বিদায়! বিদায়!! "
রৌদ্রের ক্ষরতাপে
বাঁচা বড় দায়।

রাখালের আগে ছোটে
গরু সারিসারি
জৈবিক তাড়নায়
ব্যস্ততা ভারি।

মাঠে মাঠে সোনা ধান
বাতাসেতে দোলে
আহ্লাদী শিশু যেন
মায়ের আঁচলে।

কৃষকের মুখে হাসি
স্বপ্ন অপার
আশা রাখে একদিন
কাটবে আঁধার।

নদীজল টলমল
কুলকুল ধ্বনি
টেউয়ের তালে তালে
নাচে দিনমণি।

নৌকায় পাল তুলে
ছোটে মাঝি ভাই
বিরহী সুরে সে
ভাটিয়ালি গায়।

অবারিত নীলাকাশ
খুশির প্রতীক
নতুনের আবাহনে
হাসে দশদিক।
© রফিকুল ইসলাম ইসিয়াক

মন্তব্য ১৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০২৩ দুপুর ১২:৫৬

রূপক বিধৌত সাধু বলেছেন: শিশুতোষ ছড়া সুন্দর হয়েছে। প্রকৃতির খেয়াল ফুটে উঠেছে।

০৫ ই মার্চ, ২০২৩ দুপুর ১২:৫৫

ইসিয়াক বলেছেন:






ধন্যবাদ প্রিয় ব্লগার। শুভেচ্ছা রইলো।

২| ০৩ রা মার্চ, ২০২৩ দুপুর ১:০৬

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

০৫ ই মার্চ, ২০২৩ দুপুর ১২:৫৬

ইসিয়াক বলেছেন:





ধন্যবাদ। ভালো থাকুন সব সময়।
শুভেচ্ছা রইলো।

৩| ০৩ রা মার্চ, ২০২৩ বিকাল ৩:৩৭

শূন্য সারমর্ম বলেছেন:

দুই শব্দের লাইন।

১১ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:৪৪

ইসিয়াক বলেছেন:





ধন্যবাদ।

৪| ০৩ রা মার্চ, ২০২৩ বিকাল ৩:৫৩

গেঁয়ো ভূত বলেছেন: দারুন!

১১ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:৪৫

ইসিয়াক বলেছেন:





কৃতজ্ঞতা রইলো প্রিয় ব্লগার।

৫| ০৪ ঠা মার্চ, ২০২৩ সকাল ১১:১৫

হাসান জামাল গোলাপ বলেছেন: সুন্দর।

১১ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:৪৭

ইসিয়াক বলেছেন:





অশেষ কৃতজ্ঞতা রইলো প্রিয় ব্লগার।
শুভকামনা রইলো।

৬| ১০ ই মার্চ, ২০২৩ রাত ৮:৪২

খায়রুল আহসান বলেছেন: সুন্দর লিখেছেন। + +
একটা সুখ সুখ অনুভব যেন কবিতা থেকে বের হয়ে চতুর্দিকে ছড়িয়ে পড়লো।
'ক্ষরতাপে' < < < খরতাপে হবে।

২৭ শে মার্চ, ২০২৩ দুপুর ২:৫৯

ইসিয়াক বলেছেন:





দেরিতে প্রতি মন্তব্যে আসার জন্য দুঃখ প্রকাশ করছি।


প্রিয় ব্লগার আপনার আন্তরিক মন্তব্যে দারুণ ভালো লাগা জানবেন। ভুল ধরিয়ে দেবার জন্য অশেষ কৃতজ্ঞতা রইলো। আশা করি ভালো আছেন।
শুভেচ্ছা সতত।
ভালো থাকুন সব সময়।

৭| ৩০ শে মার্চ, ২০২৩ দুপুর ১:০০

পদাতিক চৌধুরি বলেছেন: মাটির কাব্য মিষ্টি কাব্যে ভালোলাগা রইলো। বেশ সুন্দর হয়েছে।

শুভেচ্ছা আপনাকে।

৩০ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:২৪

ইসিয়াক বলেছেন:





ধন্যবাদ প্রিয় দাদা।
পাঠ মন্তব্য ও লাইকে অনুপ্রেরণা পেলাম।
শুভকামনা রইলো।
ভালো থাকুন সব সময়।

৮| ৩০ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন হয়েছে

৩০ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:২৪

ইসিয়াক বলেছেন:





অশেষ কৃতজ্ঞতা রইলো প্রিয় ব্লগার।
ভালো থাকুন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.