নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একান্ত ব্যক্তিগত কারণে ব্লগে আর পোস্ট দেওয়া হবে না। আপাতত শুধু ব্লগ পড়বো। বিশেষ করে পুরানো পোস্টগুলো। কোন পোস্টে মন্তব্য করবো না বলে ঠিক করেছি। আমি সামহোয়্যারইন ব্লগে আছি এবং থাকবো। ভালো আছি। ভালো থাকুন সকলে।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ অনুভব

২৪ শে মে, ২০২৩ সন্ধ্যা ৬:২৭



গম্ভীর নিস্তব্ধ রাত
ঝিলমিল নক্ষত্রের রূপালী প্রহর
অকস্মাৎ ঘুমান্তে চেয়ে দেখি সমুদ্র সফেন পান্ডুলিপি-
সমস্তটাই ধূসর পাতা
মনের আকাশ জুড়ে।

এতকালের চর্চিত অক্ষর সমূহ
হঠাৎ কোন এক মন্ত্র বলে উধাও!
এ কি করে সম্ভব?
চমকে উঠে আমি স্থির নিশ্চল
মুহুর্তে ভাবনা জগত বিক্ষিপ্ত
কি যেন হারিয়েছি- হারিয়েছে!

সন্তান হারা ব্যাথা বুকে নিয়ে
গ্রীবা ঠেলে উঠে আসে কান্না
হাহাকার সঙ্গী করে চেয়ে আছি নিশ্চল নিস্তব্ধ প্রহরে।

ঠিক তখনই জানালার ওপারে নিম গাছটার ডালে
রাত জাগা নাম না জানা কোন এক সুকণ্ঠী
সঙ্গী হবার বাসনায় ডেকে উঠে জানালো ভালোবাসার কথা।

তার বাণী যেন যাদু মন্ত্র
বেদনার নীল রঙ মুছে গেল মুহুর্তে
তারপর আলোকিত জোছনা প্রেমময়ী রূপে ধরা দিলো
আমার মানস পটে।

এরপর
ক্রমশ দৃশ্যমান হলো
আমার পরিচিত বলয়
দৃশ্যমান হলো চেনা অক্ষরেরা
গভীর প্রশান্তিতে ভরে গেল মন।
সঙ্গীহীন জীবন চিরকালই বেদনাময়
আরেকবার ফিরে এলো অনুভবে।
© রফিকুল ইসলাম ইসিয়াক

মন্তব্য ২২ টি রেটিং +৫/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০২৩ সন্ধ্যা ৭:১৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
- কবিতার শব্দের গাথুনি অসাধারণ হয়েছে।

২৬ শে মে, ২০২৩ রাত ১০:১৩

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার।
কৃতজ্ঞতা রইলো।

২| ২৪ শে মে, ২০২৩ সন্ধ্যা ৭:৩৯

উম্মে হানী কারিমা বলেছেন: আমি আবৃত্তি করতে চাই কবিতাটি

২৬ শে মে, ২০২৩ রাত ১০:১৪

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকুন সব সময়।

৩| ২৪ শে মে, ২০২৩ রাত ৮:৫২

মোহাম্মদ গোফরান বলেছেন: কবিতাটি ভালো লাগলো।

২৬ শে মে, ২০২৩ রাত ১০:১৪

ইসিয়াক বলেছেন:





অশেষ কৃতজ্ঞতা রইলো প্রিয় ব্লগার।
শুভেচ্ছা সতত।

৪| ২৪ শে মে, ২০২৩ রাত ৯:৩০

রাজীব নুর বলেছেন: মন্দ নয়।

২৬ শে মে, ২০২৩ রাত ১০:১৫

ইসিয়াক বলেছেন:





অবশ্যই আপনার মতামতের মূল্য আছে আমার কাছে।
পাশে থাকার জন্য কৃতজ্ঞতা রইলো।

৫| ২৪ শে মে, ২০২৩ রাত ৯:৩৮

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: দারুণ হয়েছে কবিতাটা বড় ভাই !!

ঠিক আপনার বিদেশি প্রেমিকার মতন !!

২৮ শে মে, ২০২৩ দুপুর ১:৪১

ইসিয়াক বলেছেন:






অনেক অনেক কৃতজ্ঞতা রইলো প্রিয় ব্লগার।
শুভেচ্ছা সতত।

৬| ২৫ শে মে, ২০২৩ সকাল ১১:৩৮

শাওন আহমাদ বলেছেন: খুব জানতে ইচ্ছে করছে, নিম গাছের সেই সুন্দরী ডেকে নিয়ে আপনাকে ঠিক কি করেছিলো? ;)

০৩ রা জুন, ২০২৩ সকাল ৭:০৩

ইসিয়াক বলেছেন:











হা হা হা...... কেউ তো ডাকে না। তাই তো এই আক্ষেপ! কল্পনার রঙে বোনা কল্প চিত্র।
শুভেচ্ছা রইলো প্রিয় ব্লগার।
ভালো থাকুন।

৭| ২৫ শে মে, ২০২৩ বিকাল ৩:৪০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর । +

০৩ রা জুন, ২০২৩ সকাল ৭:০৪

ইসিয়াক বলেছেন:






ধন্যবাদ প্রিয় কবি। শুভেচ্ছা সতত।

৮| ২৬ শে মে, ২০২৩ রাত ১১:০১

রূপক বিধৌত সাধু বলেছেন: কথাগুলো দুর্দান্ত! মনোমুগ্ধকর।

০৫ ই জুন, ২০২৩ রাত ৯:৩০

ইসিয়াক বলেছেন: অশেষ কৃতজ্ঞতা রইলো প্রিয় ব্লগার।
শুভেচ্ছা সতত।

৯| ২৯ শে মে, ২০২৩ রাত ১১:১১

নয়ন বড়ুয়া বলেছেন: অসাধারণ দাদা...

০৫ ই জুন, ২০২৩ রাত ৯:৩১

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ দাদা।

পাঠ ও মন্তব্যে অশেষ কৃতজ্ঞতা।

১০| ০৫ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:১১

মিরোরডডল বলেছেন:




ইসিয়াকের জন্য খেলাঘর একটা প্রশ্ন রেখেছে, আমি এখানে এজ ইট ইজ দিয়ে যাচ্ছি।
You can reply him when you are ready, I leave it with you. Thanks.

লেখক বলেছেন:

আপনি যদি এই পোষ্টে ফেরত আসেন, আমাদের কবি, গল্পকার, উপন্যাসিক, শিক্ষক, ব্লগার ইসিয়াকে সাহেবকে একটু জিজ্ঞাসা করবেন, উনি নাকি ১টা উপন্যাস লিখেছিলেন, যা উনি আমার ভয়ে ব্লগে প্রকাশ করেননি; আসল ঘটনা কি?

আমি উনার এই ধরণের দাবী কোন ১টা ক্যচাল পোষ্টের মন্তব্যে পড়েছিলাম। এত বেশী ক্যচাল এসেছিলো যে, আমি ভুলে গেছি কোনটাতে পড়েছিলাম।



০৫ ই জুন, ২০২৩ রাত ৮:৪৮

ইসিয়াক বলেছেন: "রহস্যোপন্যাসঃ মাকড়সার জাল - প্রথম পর্ব - ইসিয়াক এর বাংলা ব্লগ । bangla blog | সামহোয়্যার ইন ব্লগ - বাঁধ ভাঙ্গার আওয়াজ" Click This Link

১১| ০৮ ই জুন, ২০২৩ রাত ১১:১৯

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা বেশ গাঁথুনি করেছেন।ফাইন।

০৯ ই জুন, ২০২৩ ভোর ৬:২১

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.