নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একান্ত ব্যক্তিগত কারণে ব্লগে আর পোস্ট দেওয়া হবে না। আপাতত শুধু ব্লগ পড়বো। বিশেষ করে পুরানো পোস্টগুলো। কোন পোস্টে মন্তব্য করবো না বলে ঠিক করেছি। আমি সামহোয়্যারইন ব্লগে আছি এবং থাকবো। ভালো আছি। ভালো থাকুন সকলে।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ রং করা পুতুল

০৮ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১২:০৭



প্রেম প্রণয় আজকালকারদিনে আর পোষায় না।
প্রেমিকারা সহজলভ্য
হলেও বড্ড বেশী দুর্মূল্য
যেমন দুর্মূল্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী
সাধারণ ক্রেতাদের কাছে।

কি যুগ পড়লো
তীব্র প্রতিযোগিতার নামে
সর্বত্র ই দহন জ্বালা!
ঠাই নাই ঠাই নাই ছোট সে তরী!

গনতন্ত্র সমাজতন্ত্র ধর্মতত্ত্ব আরও কি কি সব নীতি তন্ত্র মন্ত্র শ্লোক স্তবক আয়াত!

বহুত দেখেছি
সব শালা ভূয়া।
পেট তন্ত্র ই আসল তন্ত্র
আর কিছু বিশ্বাস করি না।

ক্ষমতালোভী ওই শাসকদল
নানা ছ্দ্মাবরণে
আসলে সব একেকটা শোষক
পরজীবি।

সাধারণ মানুষ মাত্র ই
ওদের বলির পাঠা।

মুখোশের আড়ালে সবকটা দাঁত মুখ খিঁচিয়ে
অনবরত আবৃত্তি করে চলেছে -
"চুপচাপ যা দিচ্ছি
হাত পেতে নে
মুখ বুজে খা, না খাবি তো গো- ভাঁগাড়ে মরগে শালা।

তারপর আর কি?
অনন্ত অপেক্ষা
সময় সুযোগ মত
উহাদের উদরস্থ হওয়ার জন্য
দীর্ঘ প্রতীক্ষা ।
বাঁচা মরা তো তাদের হাতেই
তুমি শালা সাধারণ জনগন
তোমার আবার চাওয়া পাওয়ার কোন মূল্য আছে না-কি!

আসলে আমরা সবাই রং করা পুতুল
প্রতিবাদ করবো কি?
কথা কইতে ই তো জানি নে!

©রফিকুল ইসলাম ইসিয়াক

০৬/১০/২৩

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১২:১৭

আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার লেখেছেন কবি দা
ভাল থাকবেন

২| ০৮ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১২:১৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: সাধারণের অসাধারণ সমস্যা, আর অসাধারণের নিকট সমস্যা হলো নেহায়েত সাধারণ বিষয়।

৩| ০৮ ই অক্টোবর, ২০২৩ দুপুর ২:৩৬

বাকপ্রবাস বলেছেন: খুব সুন্দর

৪| ০৮ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৫:০০

রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো হয়েছে।

৫| ০৮ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর

৬| ০৯ ই অক্টোবর, ২০২৩ সকাল ১১:২৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: রাইট।

৭| ১১ ই অক্টোবর, ২০২৩ রাত ৩:২৮

ক্লোন রাফা বলেছেন: জাতিয় অথবা আন্তর্জাতিক সবখানেই গিলে খাওয়ার প্রবনতাটাই প্রকট থেকে প্রকটতর হোচ্ছে । কবিতার মর্মকথা ভাল্লাগছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.