নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একান্ত ব্যক্তিগত কারণে ব্লগে আর পোস্ট দেওয়া হবে না। আপাতত শুধু ব্লগ পড়বো। বিশেষ করে পুরানো পোস্টগুলো। কোন পোস্টে মন্তব্য করবো না বলে ঠিক করেছি। আমি সামহোয়্যারইন ব্লগে আছি এবং থাকবো। ভালো আছি। ভালো থাকুন সকলে।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ আমার এই পথ চলাতেই আনন্দ

১৪ ই মার্চ, ২০২৪ সকাল ৮:১৯


আশার ছলনে ভুলেছি বারবার
ব্যর্থ নমস্কারে প্রত্যাখ্যাত
তবু স্রোতে ভাসা শেওলার মতো
উদ্দেশ্যহীম ভেসে চলা নিরন্তর
যদিও জানি না এ চলার শেষ কোথায়।

কখনও কখনও খুব প্রয়োজন হয়েছি কারো
হয়েছি স্বেচ্ছায় ব্যবহৃত
সব জেনে বুঝেও ভুল ভালোবাসার আশায়
করেছি নিঃশর্ত আত্নসমর্পণ
শুধুমাত্র একটা মিষ্টি সকালের প্রত্যাশায়।

দিনশেষে অবহেলাই জুটেছে ভালে
শেষ অবধি কেউ বাঁধেনি৷ বাঁধনে
হয়তো এমনটাই চেয়েছে আমার দুঃখ বিলাসী মন।

জানি স্রোতে ভাসা শেওলা পায় না কোথাও ঠাই
দিনাবসানে অবহেলায় পঞ্চভূতে হয় লীন।

তৃণ মুকুল মন
তবু কিসের আশায় বাঁধে খেলাঘর
খুঁজে ফেরে আশ্রয় নিরন্তর।

কখনও কখনও বোধ জাগে
দিনান্তে এই পথচলার সবটুকুই ভুল।

আকন্ঠ বিষপানে
নীলকন্ঠও ছড়ায় আলোকছটা
এটুকুতে রাখি বিশ্বাস।

তাই এই পথচলা অবিরাম
একটু উষ্ণতার খোঁজে।

© রফিকুল ইসলাম ইসিয়াক

মন্তব্য ২২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০২৪ সকাল ৮:২৪

এম ডি মুসা বলেছেন: শুভ সকাল কবিতা সুন্দর হয়েছে

১৪ ই মার্চ, ২০২৪ রাত ১০:৪৬

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার।
শুভকামনা রইলো।ভালো থাকুন সবসময়।

২| ১৪ ই মার্চ, ২০২৪ সকাল ৮:২৬

এম ডি মুসা বলেছেন: আমার কিছু সামুর Sire থেকে বর্তমানে বানান শিখছি, আপনার ও যদি লাগে শিখতে পারবেন।

১৪ ই মার্চ, ২০২৪ রাত ১০:৪৮

ইসিয়াক বলেছেন: আমাি শিখতে চাই। ধন্যবাদ নিরন্তর।

৩| ১৪ ই মার্চ, ২০২৪ সকাল ৯:৪০

কামাল১৮ বলেছেন: এতো দিন কোথায় ছিলেন।

১৪ ই মার্চ, ২০২৪ রাত ১০:৫১

ইসিয়াক বলেছেন: কোন কারণে আমার মোবাইলে সামহোয়্যারইন ব্লগের full version আসছিলো। আপাতত সমস্যা কেটে গেছে তাই আবার পোস্ট দিয়েছি। কমেন্ট ও করতে পারছি।
পাশে থাকার জন্য কৃতজ্ঞতা রইলো প্রিয় ব্লগার।

শুভেচ্ছা সতত।

৪| ১৪ ই মার্চ, ২০২৪ সকাল ৯:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর কবিতা নিয়ে আবার উপস্থিত আমাদের প্রিয় ভাইয়া ইসিয়াক
পথ চলা হোক সুন্দর

স্বাগতম ভাইয়া

১৪ ই মার্চ, ২০২৪ রাত ১০:৫২

ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো।
শুভেচ্ছা নিরন্তর।

৫| ১৪ ই মার্চ, ২০২৪ সকাল ১০:০৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:




কবিতা খুবই সুন্দর হয়েছে।
++++++

১৪ ই মার্চ, ২০২৪ রাত ১০:৫২

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো প্রিয় ব্লগার।
ভালো থাকুন সবসময়।

৬| ১৪ ই মার্চ, ২০২৪ সকাল ১০:২২

আলমগীর সরকার লিটন বলেছেন: কেমন আছেন কবি দা
বেশ কয়েক দিন পর কবিতা পাঠ করলাম
ভাল থাকবেন--------

১৪ ই মার্চ, ২০২৪ রাত ১০:৫৩

ইসিয়াক বলেছেন: আমি ভালো আছি লিটন ভাই।
পাশে থাকার জন্য কৃতজ্ঞতা রইলো

শুভেচ্ছা সতত।

৭| ১৪ ই মার্চ, ২০২৪ সকাল ১১:১০

মায়াস্পর্শ বলেছেন: অনেক সুন্দর করে ফুটিয়ে তুলেছেন কবিতা। ভালোলাগা রইলো অনেক অনেক।

১৪ ই মার্চ, ২০২৪ রাত ১০:৫৪

ইসিয়াক বলেছেন: পাঠ মন্তব্য ও লাইকের জন্য কৃতজ্ঞতা রইলো।
ভালো থাকুন সবসময়।

৮| ১৪ ই মার্চ, ২০২৪ দুপুর ১:০৮

মিথমেকার বলেছেন: তবু স্রোতে ভাসা শেওলার মতো
উদ্দেশহীন ভেসে চলা নিরন্তর
যদিও জানি না এই চলার শেষ কোথায়।

এই স্তবকটা দারুণ লাগল!

কিছু শেওলা ভেসে চলে অজানায়,
জীবন জলে ভাসতে ভাসতে; শুকিয়ে যায়, নিঃশেষ হয়
অন্য জীবনের মাঝে।
তাতেই শেওলার পরিণতি।

ভালো থাকবেন কবি, শুভ কামনা!

১৪ ই মার্চ, ২০২৪ রাত ১০:৫৭

ইসিয়াক বলেছেন:

মিথমেকার আপনাকে আমার ব্লগে স্বাগতম। আপনার চমৎকার মন্তব্যে আমি দারুণ অনুপ্রাণিত হলাম।আশা করি ভবিষ্যতেও আপনাকে এভাবে পাশে পাবো।
শুভেচ্ছা রইলো।
ভালো থাকুন সবসময়।

৯| ১৪ ই মার্চ, ২০২৪ দুপুর ১:৫৮

রাজীব নুর বলেছেন: শুনলাম মঞ্চ নাটক নিয়ে আপনি ভীষন ব্যস্ত। ঢাকা রাজশাহী আর যশোর মঞ্চ নাটক করছেন?
ভেরি গুড।

১৪ ই মার্চ, ২০২৪ রাত ১১:০৩

ইসিয়াক বলেছেন: আমি যশোর জেলা শিল্প কলা একাডেমিতে গিয়েছিলাম কবিতা আবৃত্তি কোর্স করতে। যশোর জেলা কালচারাল অফিসার হায়দার আলী সিম্বা ভাই আমাকে জোর করে নাটকেও ঢুকিয়ে দিলেন। কবিতার চেয়ে নাটকে অনেক সময় দিতে।সেকারণে লেখা লিখিতে অনিয়মিত হয়ে যাচ্ছি।
যদিও কবিতা আর আবৃত্তি আমার প্রথম ভালোবাসা। আসলে আমি একজন পরিপূর্ণ বাচিক শিল্পী হতে চাই। দেখি কতদূর যেতে পারি।
যাহোক ভালো থাকুন সবসময়।

১০| ১৫ ই মার্চ, ২০২৪ দুপুর ১২:১৬

রাজীব নুর বলেছেন: আমি কিছু দিন উদীচিতে ছিলাম। নাচ গান সবই করতাম।

১৫ ই মার্চ, ২০২৪ বিকাল ৪:৩৩

ইসিয়াক বলেছেন: যশোর উদীচীর কাজী শাহেদ নওয়াজ ভাইকে চেনেন? দারুণ আবৃত্তি করেন।

১১| ১৯ শে মার্চ, ২০২৪ দুপুর ১:২৯

ফয়সাল রকি বলেছেন: একটু উষ্ণতার খোঁজে সবাই পথ চলছি কবি... শুভ কামনা রইলো।

২০ শে মার্চ, ২০২৪ সকাল ৯:৩৬

ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার। শুভেচ্ছা সতত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.