নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একান্ত ব্যক্তিগত কারণে ব্লগে আর পোস্ট দেওয়া হবে না। আপাতত শুধু ব্লগ পড়বো। বিশেষ করে পুরানো পোস্টগুলো। কোন পোস্টে মন্তব্য করবো না বলে ঠিক করেছি। আমি সামহোয়্যারইন ব্লগে আছি এবং থাকবো। ভালো আছি। ভালো থাকুন সকলে।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ আমি

২৩ শে মার্চ, ২০২৪ দুপুর ১:০০


আমায় তোমরা নাও না খেলতে
দাও তাড়িয়ে দুর দুর।
বাড়ি আমার পাশের বস্তিতেই
নয়তো অচিনপুর।

গায়ের পোশাকে বোটকা গন্ধ?
মানছি চেহারা মলিন।
কিভাবে বোঝাই অভাবের ঘর
আমরা দীন হীন।

আমরা বলতে মা আর আমি
বাবার জানি না খোঁজ
দুমুঠো ভাত জোটাতেই
মায়ের খাটুনি রোজ।

অকারণ অযুহাতে ঠাই নাই স্কুলে
তবু আমি পড়ি
অঙ্ক বাংলা ইংরেজি শিখি
নইকো আনাড়ি।

কেন যে এমন বিভেদ নীতি
মাথায় আসে না কিছু।
বিত্ত বৈভবের মাপকাঠিতে
আমরা জাতে নিচু।

তেলা মাথায় তেল দিয়ে চলো
হায় রে সমাজ বিধি!
দমবার পাত্র নই আমি যেনো
চেষ্টা নিরবধি।

একটু খেলতে নাও গো আমায়
পড়তে দাাও সুযোগ
দেখো আমি ঠিক মেটাবোা
তোমাদের সব অভিযোগ।
© রফিকুল ইসলাম ইসিয়াক

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০২৪ দুপুর ২:০৯

BM Khalid Hasan বলেছেন: আজকাল অতি উদাসী টাইপের শিল্পময় গদ্য কবিতার ভিড়ে আপনি যে ছন্দ মিলিয়ে ছড়া/কবিতা লিখছেন বিষয়টা বেশ প্রশংসনীয়। ছন্দ না থাকলে আমি কখনো পড়ে মজা পাইনা। একসময় বন্ধুদের সাথে পাঁচ লাইনের ইনস্ট্যান্ট লিমেরিক বানানোর গেম খেলতাম। যে যাই বলতো রাইম দিয়ে কিছু একটা লিখে এনসার করতে হতো!

২৬ শে মার্চ, ২০২৪ দুপুর ২:৫৩

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ।

ভালো থাকুন সবসময়।

২| ২৩ শে মার্চ, ২০২৪ বিকাল ৪:২২

মায়াস্পর্শ বলেছেন: অনেক সুন্দর লেগেছে কবি। এরকম সুন্দর কবিতা আরও উপহার দিবেন সবসময়।

২৬ শে মার্চ, ২০২৪ দুপুর ২:৫৪

ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো প্রিয় ব্লগার। শুভেচ্ছা সতত।

৩| ০৪ ঠা এপ্রিল, ২০২৪ দুপুর ১২:৫০

খায়রুল আহসান বলেছেন: প্রান্তিক জনগোষ্ঠির কথা ছন্দে ছন্দে কবিতায় তুলে এনে্ছেন, বেশ ভালো লাগল।
কবিতায় প্লাস। + +

০৭ ই এপ্রিল, ২০২৪ সকাল ১০:৩০

ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো প্রিয় ব্লগার।
ভালো থাকুন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.