নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একান্ত ব্যক্তিগত কারণে ব্লগে আর পোস্ট দেওয়া হবে না। আপাতত শুধু ব্লগ পড়বো। বিশেষ করে পুরানো পোস্টগুলো। কোন পোস্টে মন্তব্য করবো না বলে ঠিক করেছি। আমি সামহোয়্যারইন ব্লগে আছি এবং থাকবো। ভালো আছি। ভালো থাকুন সকলে।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

ঈদের কবিতাঃ গলির ধারের ছেলেটা

১১ ই এপ্রিল, ২০২৪ ভোর ৬:৪৫

ঈদের খুশি ঈদের হাসি,করছি হিসেব কত ।
ভাবছি বসে আঁকছি ছবি যে যার মনের মতো ।

রঙবাহারি জামা জুতো,নানা ঢঙে চলা।
অকারণে হেসে হেসে নানান কথা বলা ।

গলির ধারের ওই ছেলেটি সদা হাস্যময়।
হরেক রূপের বাহার দেখে অবাক চেয়ে রয়।

যার জোটেনি একটি কাপড়,পেটে রয়েছে ক্ষুধা।
জগতের যত হিসাবনিকাশ, জটিল এক ধাঁধা ।

তার ঘরে জ্বলেনি আলো, ভাবেনি ঈদকে নিয়ে।
ঈদ মানে যে আনন্দ, কে বোঝাবে তাকে কি দিয়ে।

হাজার টাকার বাজি পোড়ে ,লক্ষ টাকার তেল,
সুদৃশ্য অট্টালিকাও সাজে ! হায় বিধাতার খেল।

একলা বসে আপনমনে , ছেলেটি শুধু ভাবে।
কি হবে আর এসব ভেবে ! কেইবা তাকে দেবে।

জীবন কেন এমন করে খেলে নিঠুর খেলা?
কেউবা হাসে কেউবা কাঁদে একলা একেলা।

©৷ রফিকুল ইসলাম ইসিয়াক

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০২৪ সকাল ১০:৪১

মহাজাগতিক চিন্তা বলেছেন: তাদের জন্যই ফিতরার বিধান।

১৪ ই এপ্রিল, ২০২৪ সকাল ৭:৫৮

ইসিয়াক বলেছেন: সবই ঠিক আছে কিন্তু ওদের মত মানুষের কাছে কটা টাকা পৌছায় অথবা কতজন দায়িত্ব নেয় । যদিও ব্যক্তির চেয়ে রাষ্ট্রের দায়িত্ব বেশি। একটু আন্তরিক সহযোগিতা একটা দুস্থ শিশুকে সুন্দর জীবন দিতে পারে।
পাশে থাকার জন্য কৃতজ্ঞতা রইলো।
ভালো থাকুন সবসময়।

২| ১৩ ই এপ্রিল, ২০২৪ সকাল ১১:২৪

খায়রুল আহসান বলেছেন: প্রথম চারটে এবং শেষের স্তবকটির অন্ত্যমিল ভালো হয়েছে।
প্রান্তিক জনগোষ্ঠিকে নিয়ে পবিত্র ঈদের দিন আপনি কবিতা লিখেছেন, এজন্য আপনাকে সাধুবাদ।
কবিতায় প্লাস। + +

১৪ ই এপ্রিল, ২০২৪ সকাল ৮:০১

ইসিয়াক বলেছেন:

প্রয়োজনীয় সময় দিলে কবিতাটি হয়তো আরও ভালো হতো। চেষ্টায় আছি ভালো কিছু লেখার। আপনার মন্তব্য বরাবরই আমায় অনুপ্রেরণা জোগায়।

অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রিয় ব্লগার।
ভালো থাকুন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.