নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাহাগীর মনসুর এর কবিতার পাতা

কবিতা হয়তো দর্শন নয়তো হেয়ালি "

রাহাগীর মনসুর

আমার প্রথম কাব্য গ্রন্থ "তুমি অথবা তুমি" র কিছু কবিতা আমি আপনাদের সাথে শেয়ার করব...

রাহাগীর মনসুর › বিস্তারিত পোস্টঃ

অপরিণামদর্শী আমি

০৩ রা জুন, ২০১৪ ভোর ৫:২৩

অপরিণামদর্শী আমি



- রাহাগীর মনসুর





আমি কখনো মৃত্যুকে

এড়াতে পারিনি

ভেবেছি চাঁদে গিয়ে বসতি গড়ব

দিকে দিকে ছড়িয়ে দেব পদাংক ।

অবিশ্বাসী নিঃশ্বাস,

খামচে ধরেছে

আমার অভীভূত বাসনাকে ।



নির্মল আনন্দে ডুবে

ভেবেছি ,

মৃত্যু অনেক দূরের পথ

আমার সতীর্থ ব্লাড কান্সারে

শেষ দিন গুনছে ।



ভেবেছি ,

হাসি দিয়ে উড়িয়ে

দেব সকল ভয় ,

দু চারটে ক্যাপসুল

ভুলিয়ে রাখে আমায় ।

আয়না আমায় ভুল ছবি

দেখায় ,

দেখায় না ,

আমার ক্লান্ত চোখ

ঘষে উঠে যাওয়া উজ্ঞলতা

কালষিটে,না ঘুমানো অস্বস্তি ।



আমি মৃত্যুকে কখনো

এড়াতে পারিনি

নাচের তালে তালে জীবনের

ছন্দ খুজতে চেয়েছি

চেয়েছি প্রিয়ার ঠোঁটে আরও

লাবণ্যতা ।



রাতের গভীরতা আমায় চনমনে করে

অন্ধকারের ফায়দা তুলতে চাই

ভাবি ,

কেউ জানবে না ।



ছুটছি রেসের ঘোড়ার মত

চাবুকের সপাং শব্দকে করেছি

নিজের সাফল্যের চাবিকাঠি ।

ভাবিনা কখনো রেস শেয হবে

শেয হবে রেসের উন্মাদনা ।



কিন্তু, কাঁশতে কাঁশতে যখন

হাঁপিয়ে উঠি ,

বুঝতে পারি , স্রোতের প্রতিকূলতা ।



আমি মৃত্যুকে কখনো

এড়াতে পারিনি

শুধু ভুলে থাকার চেষ্টা করেছি

নিজের মত করে .........

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.