নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাহাগীর মনসুর এর কবিতার পাতা

কবিতা হয়তো দর্শন নয়তো হেয়ালি "

রাহাগীর মনসুর

আমার প্রথম কাব্য গ্রন্থ "তুমি অথবা তুমি" র কিছু কবিতা আমি আপনাদের সাথে শেয়ার করব...

রাহাগীর মনসুর › বিস্তারিত পোস্টঃ

এক ছিলিম ভালোবাসা

০৩ রা জুন, ২০১৪ বিকাল ৩:৫৩

এক ছিলিম ভালোবাসা



- রাহাগীর মনসুর



সব শুরুর একটা শেষ থাকে

চল,শেষ থেকে শুরু করি

আবার, তুমি আমার হাতে হাত

রাখ।



গত রাতের না ঘুমানো কষ্টটাকে

ফিরিয় দিয়ে

বল, আমায় ভালোবাসো

আমি তোমায় নিয়ে যাই

সেই, অংশু নদীর তীরে

বালকের বোকাটটা ঘুড়ি

আর মাঝ নদীর কিছু

দাড় বৈঠা।



সেই দিনটা ছিল এমনই

প্রেমে পড়ব বলে ঘর ছেড়েছিলাম

আর তা না হলে

পথের শেষে ধূমায়িত নেশা

কেন, আমায় এ পথে আনবে।



কাশফুল , অংশু নদীর তীর

শরতের শুভ্রতা

তোমার আমার চোখের তারায় তারায়



থমকে গিয়ে ছিল মহাসময়

তুমি আর আমি সন্তর্পণে........উদাস সূর্য,

অংশু নদীর তীর....... তোমার ব্যাসহীন চোখের উপমা

বালকের বোকাটটা ঘুড়ি

আর মাঝ নদীর কিছু

দাড় বৈঠা .....





আর, এক ছিলিম ভালোবাসা

তোমার আমার চোখের তারায়।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০১৪ বিকাল ৪:০৮

ভুলনা আমায় বলেছেন: সব বুজলাম কিন্তু ছিলিম কি বুজলাম না ।

০৩ রা জুন, ২০১৪ রাত ১১:১২

রাহাগীর মনসুর বলেছেন: ছিলিম পরিমান বুঝাতে বুঝান হয়েছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.