নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাহাগীর মনসুর এর কবিতার পাতা

কবিতা হয়তো দর্শন নয়তো হেয়ালি "

রাহাগীর মনসুর

আমার প্রথম কাব্য গ্রন্থ "তুমি অথবা তুমি" র কিছু কবিতা আমি আপনাদের সাথে শেয়ার করব...

রাহাগীর মনসুর › বিস্তারিত পোস্টঃ

প্রিয় আকাশী ও অভিযোগ পত্র

২১ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৫০

প্রিয় আকাশী



- রাহাগীর মনসুর





প্রিয়

আকাশী





আকাশী আবার

কবে দেখা হবে

হাতের কুনুইয়ের চামড়া সামান্য ছিড়ে গেছে

আর হাটুর বাটিটা লড়ে গেছে

তোমার বড় ভাইকে

বরং বিদেশ পাঠিয়ে দাও



তুমি আর আমি

বটতলায় নিশ্চিন্তে

বসতে পারব

ফুচকা খাব

সাথে আইসক্রিম

তোমার বড় ভাই

ওকে বিদেশ পাঠানোই

ভালো

আর তোমার মাকে

বাংলা সিনেমার

মত

মাথায় বাড়ি

মারতে হবে

তাহলে,তিনি আমায়

সহজে চিনবেন না



তোমার বাবা তো

আমার অবস্থান

তোমার পাশে

তাই সহ্য করতে

পারেন না



তোমার পুরো পরিবার

আমায় দেখে উৎতজিতহয়ে যায় কেন

সেটা মনে হয় না কখনো বের করতে পারবো



তোমার কথাতো

বললাম না

চিমটির দাগ এক হপ্তা হয়ে গেল.......এখনো যায়নি





আজ রাখি,ভালো থেকো,তাড়া তাড়ি উত্তর দিও



ইতি

তোমারই প্রিয় ......

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০১৪ সকাল ১০:১৫

অপ্‌সরা বলেছেন: হা হা

সকাল বেলাতেই একটা মজার কবিতা পড়লাম!!


অনেক অনেক শুভকামনা ভাইয়া!!

০১ লা আগস্ট, ২০১৪ দুপুর ১:৫৮

রাহাগীর মনসুর বলেছেন: ধন্যবাদ

২| ০৭ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:২৪

এম. এ. হায়দার বলেছেন: দারুণ কবিতা।


দিনের নির্বাচিত কবিতা হিসেবে সংকলনে সংকলিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.