নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাহাগীর মনসুর এর কবিতার পাতা

কবিতা হয়তো দর্শন নয়তো হেয়ালি "

রাহাগীর মনসুর

আমার প্রথম কাব্য গ্রন্থ "তুমি অথবা তুমি" র কিছু কবিতা আমি আপনাদের সাথে শেয়ার করব...

রাহাগীর মনসুর › বিস্তারিত পোস্টঃ

ব্যবধান

২৮ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৫৩

ব্যবধান



রাহাগীর মনসুর



তখনও গোঁফের রেখা ওঠেনি

মরেনি ললি খাবার লোভ

সাদা কাল চোখের

মধ্যবিত্ত বাসনা নিয়েই

বড় হচ্ছিলাম

ভয় পেতাম

তোমার বাড়ির কুকুরটাকে

কালো হাউন্দ ডগ

আমার মধ্যবিত্ত সাহশের দেয়ালে চিড় ধরিয়ে দিত

তোমাকে দেখলেই কেমন

লেজ তুলে আদুরে হএ যেত

আমি তখন অদৃশ্য......,



আমার দোমড়ানো শার্ট

অথবা পুরনো হলদে জুতো

তোমার মনে কোন রেখাপাত করতো না

কিন্তু বিস্তর ব্যবধানটা

তোমার বাড়ির সবার ছখে লেখা ছিল

তারপরও আমি আসতাম

''খেলনার মোহে নয়"

আমার মোহ ছিল অন্য কোথাও _,



আমি হয়তো আপার বার্থের যাত্রী নই

তবু,মোহময় চোখ

আমায় ভুলিয়ে দিত

ব্যবধান

বাবার কম মাইনে

মায়ের ত্যাগ তিতিক্ষা

বোনের পুরনো ফ্রক _,



আমি রোজ দু বেলা দু ক্রোশ হাঁটতাম

যাবার পথে হয়তো

করমচা

নয়তো

ঝিঙে ফুল

হাতে থাকতো

তুমি আলোড়িত হতে

আমি হাসি নিয়ে ঘরে ফিরতাম.........



(অসম্পূর্ণ)

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:৫৬

আসাদ ইসলাম নয়ন বলেছেন: ভালো লাগলো ।

২৮ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:১৭

রাহাগীর মনসুর বলেছেন: ধন্যবাদ

২৮ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:১৮

রাহাগীর মনসুর বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.